কলকাতা, 21 ডিসেম্বর : রাজ্যজুড়ে বহাল থাকবে শীতের আমেজ । কলকাতায় সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে পরিষ্কার হবে আকাশ । অন্যদিকে, আবহাওয়া অফিসের তরফে পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে ।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, শহরের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও তা স্বাভাবিকের থেকে কমই থাকছে । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম । পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি কম থাকবে । মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া ও উত্তর 24 পরগনাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে ।
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশা থাকবে । ফলে দৃশ্যমানতা কমে 200 মিটারের কাছাকাছি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর ।