ETV Bharat / state

West Bengal Weather Update: ঘূর্ণাবর্তের জেরে ভরা বসন্তে বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে - আলিপুর আবহাওয়া দফতর

খামখেয়ালি আবহাওয়া ৷ হাওয়া অফিস বলছে শীতের বিদায়ে আবহাওয়ার ফের বদলাতে পারে। গত কয়েকদিন ধরেই সকালের দিকে মেঘলা আকাশ থাকছে। বেলায় অন্ধকারও করে আসছে। গতকাল দক্ষিণবঙ্গের কয়েক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। আর তা আজ ও আগামিকালও হতে পারে ৷ ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত থাকার জেরেই আকাশ মেঘলা ও বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস। (West Bengal Weather Report)

West Bengal Weather Update
আকাশে কালো মেঘ
author img

By

Published : Feb 19, 2023, 6:45 AM IST

Updated : Feb 19, 2023, 6:57 AM IST

ভরা বসন্তে বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে

কলকাতা, 19 ফেব্রুয়ারি: রঞ্জি ট্রফির ফাইনাল চলছে ইডেনে। বৃষ্টি কি তাতে বাধা হতে পারে? রবিবারের সারাদিন সৌরাষ্ট্রের বোলার বনাম বাংলার ব্যাটারদের উপভোগ্য লড়াইয়ে ইডেন জমে উঠতে পারে। কিন্তু মেঘলা আকাশে বৃষ্টির ভ্রুকুটি। এখনও পর্যন্ত বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়নি ঠিকই তবে, দ্বিতীয় দিন, অর্থাৎ শুক্রবার পর্যাপ্ত আলো না-থাকায় খেলা মিনিট পঁচিশ থেমে ছিল। মাঘ মাস পেরিয়ে ফাল্গুনের শুরু হয়েছে। আবহাওয়ায় বসন্তের ছোঁয়া। এইসময় বৃষ্টির ভ্রুকুটি যেন তাল কাটছে(West Bengal Weather Forecast)।

আলিপুর আবহাওয়া দফতর বলছে ঘূর্ণাবর্ত এই বৃষ্টির অনুঘটক হিসেবে কাজ করছে। দফতরের আধিকারিক গণেশ চন্দ্র দাস জানান, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান ছত্তিশগড় উপকূল ও কিছুটা ওড়িশা উপকূলের কাছাকাছি। এর ফলেই গত দু'দিন ধরে আকাশ মেঘলা থাকছে। তাই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনায়। খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও কলকাতায়। কলকাতার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ৷

তিনি আরও জানান, আজ,রবিবার দিনের তাপমাত্রা 28 ডিগ্রির কাছাকাছি থাকবে। পাশপাশি আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে, রোদ উঠবে এবং তিন থেকে চার দিনের মধ্যে 32 থেকে 33 ডিগ্রি দিনের তাপমাত্রা হবে। রাতে তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেয়ে 21 থেকে 22 ডিগ্রির কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে গতকাল এবং আজ পরিষ্কার আকাশ থাকবে তবে সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 19 ফেব্রুয়ারির পর থেকে কলকাতায় দিনে বা রাতে ঠান্ডার অনুভূতি প্রায় থাকবে না-বললেই চলে।

আরও পড়ুন: দীর্ঘদিনের সঙ্গীকে প্রেমের প্রস্তাব দিয়েই ফেলুন, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

শনিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 93 শতাংশ। রবিবার মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 22 ডিগ্রির আশেপাশে থাকবে।

ভরা বসন্তে বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে

কলকাতা, 19 ফেব্রুয়ারি: রঞ্জি ট্রফির ফাইনাল চলছে ইডেনে। বৃষ্টি কি তাতে বাধা হতে পারে? রবিবারের সারাদিন সৌরাষ্ট্রের বোলার বনাম বাংলার ব্যাটারদের উপভোগ্য লড়াইয়ে ইডেন জমে উঠতে পারে। কিন্তু মেঘলা আকাশে বৃষ্টির ভ্রুকুটি। এখনও পর্যন্ত বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়নি ঠিকই তবে, দ্বিতীয় দিন, অর্থাৎ শুক্রবার পর্যাপ্ত আলো না-থাকায় খেলা মিনিট পঁচিশ থেমে ছিল। মাঘ মাস পেরিয়ে ফাল্গুনের শুরু হয়েছে। আবহাওয়ায় বসন্তের ছোঁয়া। এইসময় বৃষ্টির ভ্রুকুটি যেন তাল কাটছে(West Bengal Weather Forecast)।

আলিপুর আবহাওয়া দফতর বলছে ঘূর্ণাবর্ত এই বৃষ্টির অনুঘটক হিসেবে কাজ করছে। দফতরের আধিকারিক গণেশ চন্দ্র দাস জানান, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান ছত্তিশগড় উপকূল ও কিছুটা ওড়িশা উপকূলের কাছাকাছি। এর ফলেই গত দু'দিন ধরে আকাশ মেঘলা থাকছে। তাই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনায়। খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও কলকাতায়। কলকাতার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ৷

তিনি আরও জানান, আজ,রবিবার দিনের তাপমাত্রা 28 ডিগ্রির কাছাকাছি থাকবে। পাশপাশি আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে, রোদ উঠবে এবং তিন থেকে চার দিনের মধ্যে 32 থেকে 33 ডিগ্রি দিনের তাপমাত্রা হবে। রাতে তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেয়ে 21 থেকে 22 ডিগ্রির কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে গতকাল এবং আজ পরিষ্কার আকাশ থাকবে তবে সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 19 ফেব্রুয়ারির পর থেকে কলকাতায় দিনে বা রাতে ঠান্ডার অনুভূতি প্রায় থাকবে না-বললেই চলে।

আরও পড়ুন: দীর্ঘদিনের সঙ্গীকে প্রেমের প্রস্তাব দিয়েই ফেলুন, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

শনিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 93 শতাংশ। রবিবার মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 22 ডিগ্রির আশেপাশে থাকবে।

Last Updated : Feb 19, 2023, 6:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.