ETV Bharat / state

সবাই একমত হলেই দলে নেওয়া হবে, দেবশ্রী প্রসঙ্গে দিলীপ - বৈশাখি বন্দ্যোপাধ্যায়

দেবশ্রী রায়ের BJP যোগদানের জল্পনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ । বললেন, "যাঁরাই আসতে চান, তাঁদের বিষয়ে দলে আলোচনা করা হবে । সবাই একমত হলে তবেই দলে নেওয়া হবে ।"

দিলীপ ঘোষ
author img

By

Published : Aug 29, 2019, 10:31 PM IST

Updated : Sep 3, 2019, 3:18 PM IST

কলকাতা, 29 অগাস্ট : তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের BJP-তে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে । কিন্তু, বাধা নাকি আসছে দলের মধ্য থেকেই । আজ এবিষয়ে মুখ খুললেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বলেন, "যাঁরাই আসতে চান, তাঁদের বিষয়ে দলে আলোচনা করা হবে । সবাই একমত হলে তবেই দলে নেওয়া হবে ।" তবে এবিষয়ে যে এখনও অনেকে একমত হননি, তাও পরিষ্কার করেছেন দিলীপবাবু ।

গতরাতে দিলীপ ঘোষের সল্টলেকের বাড়িতে যান দেবশ্রী রায় । কিন্তু, BJP-র রাজ্য সভাপতির সঙ্গে দেখা হয়নি তাঁর । আজ সাংবাদিক বৈঠকে এপ্রসঙ্গে তিনি বলেন, "দেবশ্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে । তবে উনি কাল আমার বাড়িতে এসেছিলেন কি না জানি না ।"

ঘটনার সূত্রপাত 14 অগাস্ট । দিল্লিতে BJP-র কার্যালয়ে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় । ওইদিনই BJP-র সদর দপ্তরে গেছিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় । জল্পনা ছড়ায় তিনি নাকি BJP-তে যোগ দেবেন । কিন্তু, দেবশ্রীর দলবদলে নাকি বাধা হয়ে দাঁড়ান শোভন-বৈশাখি ।

দিলীপ ঘোষের বক্তব্য

এই সংক্রান্ত খবর : BJP-তে যোগ দিলেন শোভন

দেবশ্রী রায়ের দলবদলের সম্ভাবনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, "যাঁরা আসতে চান তাঁদের সবাইকেই দলে নেওয়া হবে এটা ঠিক । কিন্তু, কাকে কখন নেওয়া হবে, সেটা আমরাই ঠিক করব ।" নেওয়ার বিষয়ে সবাই কি একমত ? উত্তরে দিলীপ ঘোষ বলেন, এখনও অনেকেই একমত হননি ।"

এই সংক্রান্ত খবর : ক্ষুব্ধ শোভন, দিল্লি গিয়েও খালি হাতে ফিরলেন দেবশ্রী !

চলতি অধিবেশনে বিধানসভায় গরহাজির দেবশ্রী রায় । মোবাইল ফোনও বন্ধ । একদিকে BJP নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা, অন্যদিকে বিধানসভায় না যাওয়া, দুয়ে মিলে রায়দিধির বিধায়কের দলবদলের সম্ভাবনা জোরলো হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

কলকাতা, 29 অগাস্ট : তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের BJP-তে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে । কিন্তু, বাধা নাকি আসছে দলের মধ্য থেকেই । আজ এবিষয়ে মুখ খুললেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বলেন, "যাঁরাই আসতে চান, তাঁদের বিষয়ে দলে আলোচনা করা হবে । সবাই একমত হলে তবেই দলে নেওয়া হবে ।" তবে এবিষয়ে যে এখনও অনেকে একমত হননি, তাও পরিষ্কার করেছেন দিলীপবাবু ।

গতরাতে দিলীপ ঘোষের সল্টলেকের বাড়িতে যান দেবশ্রী রায় । কিন্তু, BJP-র রাজ্য সভাপতির সঙ্গে দেখা হয়নি তাঁর । আজ সাংবাদিক বৈঠকে এপ্রসঙ্গে তিনি বলেন, "দেবশ্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে । তবে উনি কাল আমার বাড়িতে এসেছিলেন কি না জানি না ।"

ঘটনার সূত্রপাত 14 অগাস্ট । দিল্লিতে BJP-র কার্যালয়ে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় । ওইদিনই BJP-র সদর দপ্তরে গেছিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় । জল্পনা ছড়ায় তিনি নাকি BJP-তে যোগ দেবেন । কিন্তু, দেবশ্রীর দলবদলে নাকি বাধা হয়ে দাঁড়ান শোভন-বৈশাখি ।

দিলীপ ঘোষের বক্তব্য

এই সংক্রান্ত খবর : BJP-তে যোগ দিলেন শোভন

দেবশ্রী রায়ের দলবদলের সম্ভাবনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, "যাঁরা আসতে চান তাঁদের সবাইকেই দলে নেওয়া হবে এটা ঠিক । কিন্তু, কাকে কখন নেওয়া হবে, সেটা আমরাই ঠিক করব ।" নেওয়ার বিষয়ে সবাই কি একমত ? উত্তরে দিলীপ ঘোষ বলেন, এখনও অনেকেই একমত হননি ।"

এই সংক্রান্ত খবর : ক্ষুব্ধ শোভন, দিল্লি গিয়েও খালি হাতে ফিরলেন দেবশ্রী !

চলতি অধিবেশনে বিধানসভায় গরহাজির দেবশ্রী রায় । মোবাইল ফোনও বন্ধ । একদিকে BJP নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা, অন্যদিকে বিধানসভায় না যাওয়া, দুয়ে মিলে রায়দিধির বিধায়কের দলবদলের সম্ভাবনা জোরলো হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

Intro:
29-08-19


সুজয় ঘোষ,কলকাতা

কলকাতা: "রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কোনও আপত্তি নেই। তবে তার বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টা সবার সঙ্গে আলোচণা করে ঠিক করব" দেবশ্রী রায় বিজেপিতে যোগদান নিয়ে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।



কাল রাতে দেবশ্রী চৌধুরি বাড়িতে আসা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন"দেবশ্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে, তবে উনি কাল আমার বাড়িতে এসেছিলেন কিনা জানিনা। উনি বিজেপিতে যোগ দেবেন কিনা সবার সঙ্গে আলোচনা করে ঠিক হবে। তবে বিজেপিতে যোগ দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ দরকার। কাকে আমরা বিজেপিতে নেবো। সেটা নিয়ে আমাদের একটি কমিটি আছে। সেই কমিটিতে কারও কারও আপত্তি থাকতেই পারে। তবে সেটা আলোচণার মাধ্যমে মিটিয়ে নিতে হবে"






জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশন এর জমি হস্তান্তর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন" এটা খুব ভালো ঘটনা, উনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এরাজ্যের। তবে শ্যামাপ্রসাদ মুখার্জী রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকেও এবার আমরা জমি চাইবো রাজ্য সরকারের কাছে। বিজেপির আতঙ্কে চা খাইয়ে দোকান খুলে সিপিএম কে বাঁচিয়ে রাখতে চাইছে তৃণমূল"

দিলীপ ঘোষ বলেন, "প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ নেই, তবে দেখতে যেতেই পারি। উনি যখন রাজনীতি থেকে প্রায় সরে গেছেন তখন আমাদের উত্থান, ফলে আমাদের সঙ্গে সেভাবে পরিচিতি নেই ওনার। রাজ্যপাল এর সঙ্গে তাঁর দীর্ঘ দিনের পরিচয়। আমরা চাইব বুদ্ধবাবু সুস্থ হয়ে উঠুক। যেন আমাদের দেখতে যেতে না হয়"



মমতার কাছে আশীর্বাদ নিলেন এক আই পি এস অফিসার। যাকে তীব্র ভাষায় নিন্দা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন " এটা বাংলার সংস্কৃতি নয়। অন্যান্য প্রদেশে এধরনের নজির মিললেও বাংলায় এখনো পর্যন্ত তার ছোঁয়া পড়েনি। এবার করল যা অত্যন্ত নিন্দাজনক"




রাজ্যে বিভিন্ন পুজো কমিটির তরফ থেকে আমন্ত্রণ করা হচ্ছে রাজ্য বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপি নেতাদের। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যের বিভিন্ন পুজো কমিটির তরফ থেকে একাধিক বিজেপি নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে অমিত শা এবং জে পি নাড্ডার মত কেন্দ্রীয় নেতৃত্বকেও আমন্ত্রণ জানাচ্ছে পুজো কমিটি গুলি।Body:কপিConclusion:
Last Updated : Sep 3, 2019, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.