কলকাতা, 29 অগাস্ট : তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের BJP-তে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে । কিন্তু, বাধা নাকি আসছে দলের মধ্য থেকেই । আজ এবিষয়ে মুখ খুললেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বলেন, "যাঁরাই আসতে চান, তাঁদের বিষয়ে দলে আলোচনা করা হবে । সবাই একমত হলে তবেই দলে নেওয়া হবে ।" তবে এবিষয়ে যে এখনও অনেকে একমত হননি, তাও পরিষ্কার করেছেন দিলীপবাবু ।
গতরাতে দিলীপ ঘোষের সল্টলেকের বাড়িতে যান দেবশ্রী রায় । কিন্তু, BJP-র রাজ্য সভাপতির সঙ্গে দেখা হয়নি তাঁর । আজ সাংবাদিক বৈঠকে এপ্রসঙ্গে তিনি বলেন, "দেবশ্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে । তবে উনি কাল আমার বাড়িতে এসেছিলেন কি না জানি না ।"
ঘটনার সূত্রপাত 14 অগাস্ট । দিল্লিতে BJP-র কার্যালয়ে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় । ওইদিনই BJP-র সদর দপ্তরে গেছিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় । জল্পনা ছড়ায় তিনি নাকি BJP-তে যোগ দেবেন । কিন্তু, দেবশ্রীর দলবদলে নাকি বাধা হয়ে দাঁড়ান শোভন-বৈশাখি ।
এই সংক্রান্ত খবর : BJP-তে যোগ দিলেন শোভন
দেবশ্রী রায়ের দলবদলের সম্ভাবনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, "যাঁরা আসতে চান তাঁদের সবাইকেই দলে নেওয়া হবে এটা ঠিক । কিন্তু, কাকে কখন নেওয়া হবে, সেটা আমরাই ঠিক করব ।" নেওয়ার বিষয়ে সবাই কি একমত ? উত্তরে দিলীপ ঘোষ বলেন, এখনও অনেকেই একমত হননি ।"
এই সংক্রান্ত খবর : ক্ষুব্ধ শোভন, দিল্লি গিয়েও খালি হাতে ফিরলেন দেবশ্রী !
চলতি অধিবেশনে বিধানসভায় গরহাজির দেবশ্রী রায় । মোবাইল ফোনও বন্ধ । একদিকে BJP নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা, অন্যদিকে বিধানসভায় না যাওয়া, দুয়ে মিলে রায়দিধির বিধায়কের দলবদলের সম্ভাবনা জোরলো হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।