ETV Bharat / state

রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করলে সহযোগিতা করব : দিলীপ - রাজ্য সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় বিজেপি ।

সেখানে তিনি বলেন, দেশ এবং রাজ্যে এই মুহূর্তে করোনার নতুন ঢেউ আছড়ে পড়ায় সমস্যা দেখা দিয়েছে । আক্রান্তদের জন্য বেড, অক্সিজেন এবং ওষুধের সমস্যা দেখা দিয়েছে । রাজ্য সরকার চাইলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব ।

রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করলে আমরা সহযোগিতা করবো জানালেন দিলীপ ঘোষ
রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করলে আমরা সহযোগিতা করবো জানালেন দিলীপ ঘোষ
author img

By

Published : May 9, 2021, 8:12 PM IST

কলকাতা, 9 মে : করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় বিজেপি । রবিবার দুপুরে বিজেপির হাওড়া জেলা সদর পার্টি অফিসে একথা জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । দলীয় কর্মী এবং নেতাদের সঙ্গে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন বিজেপি রাজ্য সভাপতি ।

সেখানে তিনি বলেন, দেশ এবং রাজ্যে এই মুহূর্তে করোনার নতুন ঢেউ আছড়ে পড়ায় সমস্যা দেখা দিয়েছে । আক্রান্তদের জন্য বেড, অক্সিজেন এবং ওষুধের সমস্যা দেখা দিয়েছে । রাজ্য সরকার চাইলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব । এই মুহূর্তে সকলের একসঙ্গে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি ৷

রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করলে সহযোগিতা করব, বললেন দিলীপ ঘোষ

আজ তিনি বলেন, রাজ্যে বিজেপির ভরাডুবির জন্য দলীয় পর্যায়ে পর্যালোচনা হবে । এই বিপর্যয় দলবদলুদের জন্য নাকি অন্য কী কী কারণ আছে তা খতিয়ে দেখা হবে । এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আগামীকাল বিধানসভার পরিষদীয় দলনেতা কে হবেন, তা ঠিক করা হবে । গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে টুইট করেছেন তা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘ কী কারণে রাজীববাবু টুইট করেছেন, তা তিনিই বলতে পারবেন । তবে কারো প্রতি কারো শ্রদ্ধা থাকতেই পারে ।’’

দিলীপ ঘোষ আরও বলেন, রাজনৈতিক হিংসা থামাতে রাজ্য সরকার কী উদ্যোগ নেয় তা দেখেই সিদ্ধান্ত নেব । আজ দলীয় কার্যালয়ে বিজেপি মণ্ডল সভাপতিদের নিয়ে বৈঠক করেন দিলীপ ঘোষ । বলেন কোনোভাবেই মনোবল যেন না ভাঙে ।

কলকাতা, 9 মে : করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় বিজেপি । রবিবার দুপুরে বিজেপির হাওড়া জেলা সদর পার্টি অফিসে একথা জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । দলীয় কর্মী এবং নেতাদের সঙ্গে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন বিজেপি রাজ্য সভাপতি ।

সেখানে তিনি বলেন, দেশ এবং রাজ্যে এই মুহূর্তে করোনার নতুন ঢেউ আছড়ে পড়ায় সমস্যা দেখা দিয়েছে । আক্রান্তদের জন্য বেড, অক্সিজেন এবং ওষুধের সমস্যা দেখা দিয়েছে । রাজ্য সরকার চাইলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব । এই মুহূর্তে সকলের একসঙ্গে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি ৷

রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করলে সহযোগিতা করব, বললেন দিলীপ ঘোষ

আজ তিনি বলেন, রাজ্যে বিজেপির ভরাডুবির জন্য দলীয় পর্যায়ে পর্যালোচনা হবে । এই বিপর্যয় দলবদলুদের জন্য নাকি অন্য কী কী কারণ আছে তা খতিয়ে দেখা হবে । এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আগামীকাল বিধানসভার পরিষদীয় দলনেতা কে হবেন, তা ঠিক করা হবে । গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে টুইট করেছেন তা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘ কী কারণে রাজীববাবু টুইট করেছেন, তা তিনিই বলতে পারবেন । তবে কারো প্রতি কারো শ্রদ্ধা থাকতেই পারে ।’’

দিলীপ ঘোষ আরও বলেন, রাজনৈতিক হিংসা থামাতে রাজ্য সরকার কী উদ্যোগ নেয় তা দেখেই সিদ্ধান্ত নেব । আজ দলীয় কার্যালয়ে বিজেপি মণ্ডল সভাপতিদের নিয়ে বৈঠক করেন দিলীপ ঘোষ । বলেন কোনোভাবেই মনোবল যেন না ভাঙে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.