কলকাতা, 27 মে : পরিবহন ব্যবস্থাকে সচল করতে আজ থেকে 40 টি গুরুত্বপূর্ণ রুটে বাস পরিষেবা চালু করছে পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশন(WBTC) । যে রুটগুলিতে বাস পরিষেবা চালু করা হচ্ছে তার মধ্যে বিভিন্ন অফিসপাড়া, বাজার, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এমন এলাকা থাকছে । তবে, এই পরিষেবা সকাল 7 টা থেকে সন্ধে 7 টা পর্যন্ত চালু থাকবে । পাশাপাশি যাত্রী এবং বাস চালক ও কনডাক্টরকে কোরোনা সংক্রমণ এড়াতে সমস্ত নিয়ম মানতে হবে । বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব ।
WBTC-র তরফে ইতিমধ্যে বাস চালক ও কনডাক্টরদের জন্য PPE কিট, গ্লাভস ও মাস্ক কেনা হয়েছে । পাশাপাশি প্রত্যেকটি ট্রিপের পর বাস জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে । নির্দিষ্ট একটি রুটে নির্ধারিত সংখ্যক বাস চালানোর পরিবর্তে WBTC বিভিন্ন রুটে পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে । কর্মক্ষেত্রগুলি খুলে যাওয়ায় যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে বাস পরিষেবা পুনরায় চালু করা হচ্ছে । ফলে অফিস যাত্রীদের চিন্তা খানিকটা কম হবে বলে মনে করছে WBTC । প্রত্যেকটি বাসই 50 শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা দেবে ।
WBTC-র ম্যানেজিং ডিরেক্টর রজনবীর সিং কাপুর বলেন, "যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে রুটের সংখ্যা বাড়ানো হয়েছে ।" পাশাপাশি WBTC-র তরফে জানানো হয়েছে, কোন সময়ে যাত্রীদের চাহিদা বেশি সেকথা মাথায় রেখে রুটগুলিতে বাসের সংখ্যা বাড়ানো ও কমানো হবে ।
1 জুন থেকে পুরো মাত্রায় বাস পরিষেবা চালু করা হবে । তাই তার আগে যাত্রীদের চাহিদার উপর নজর রাখা হচ্ছে বলে WBTC-র এক অফিসার জানান । আজ থেকে দক্ষিণবঙ্গেও বাস পরিষেবা চালু করছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা(SBSTC) । সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কিরণ কুমার বলেন, "27 মে থেকে দক্ষিণবঙ্গের সমস্ত রুটে ভোর 5 টাকা থেকে সন্ধে 7 টা পর্যন্ত 750 টি বাস চালানো হবে ।"