ETV Bharat / state

ট্রামের ঐতিহ্য নবীন প্রজন্মকে জানাতে উদ্যোগ - kolkata

কলকাতার এক অনন্য ঐতিহ্য হল ট্রাম পরিষেবা ৷ তাই যাত্রীদের পাশাপাশি বিশেষত নবীন প্রজন্মকে ট্রামের গুরুত্ব মনে করাতে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের উদ্যোগে ট্রামের ভিতর বসানো হচ্ছে এর পুরোনো ইতিহাসের ছবি ৷

ছবি
ছবি
author img

By

Published : Jul 13, 2020, 5:03 PM IST

কলকাতা, 13 জুলাই : কলকাতার ঐতিহ্যের মধ্যে ট্রাম পরিষেবা অন্যতম ৷ তাই এবার যাত্রীদের বিশেষ করে নবীন প্রজন্মকে ট্রামের ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য ট্রামের ভিতর বসানো হচ্ছে পুরোনো ছবি ৷

1873 সালের 14 ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ট্রাম পরিষেবা চালু হয় ৷ প্রথমে বহু রুটে ট্রাম চললেও সময়ের সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে ৷ যার জেরে হারিয়ে গেছে অনেক ঐতিহ্য ৷ পুরোনো কলকাতার গল্প অনেকেই প্রায় ভুলতে বসেছে বলাই চলে ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন দূষণমুক্ত পরিবহন হিসেবে ট্রাম চালানো হচ্ছে বা তার পরিকল্পনা করা হচ্ছে , তখন কলকাতার রাস্তা থেকে ট্রাম প্রায় উঠেই যাচ্ছে বলা চলে ৷ কখনও রাস্তায় যানজট হওয়ার অভিযোগে আবার কখনও ব্রিজগুলির স্বাস্থ্যের কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাম পরিষেবা । সেই কারণে ট্রামের ইতিহাস ও গুরুত্ব আরও একবার কলকাতাবাসীর সামনে তুলে ধরতে নেওয়া হচ্ছে এই উদ্যোগ ৷ কয়েকটি গাড়িতে ছবির মাধ্যমে ইতিমধ্যেই ট্রামের গোড়ার কথা ও বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়েছে । তার মধ্যে রয়েছে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কম্পানির প্রথম কলকাতায় শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট স্ট্রিট পর্যন্ত ট্রাম পরিষেবার ছবি ৷ রয়েছে পরবর্তী পর্যায়ে অর্থাৎ 1900 সালে বিদ্যুৎ চালিত ট্রামের ছবি ৷ সেই সময় যে দু'টি রুটে ইলেকট্রিক ট্রাম চলত অর্থাৎ এসপ্ল্যানেড থেকে খিদিরপুর ও এসপ্ল্যানেড থেকে কালীঘাট রুটের ছবি ৷

photo
ট্রামের পুরোনো ইতিহাসের ছবি

WBSTC-র এক পদস্থ আধিকারিক বলেন , " শহরবাসীকে ট্রামের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে মনে করিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে । এশিয়ার মধ্যে কলকাতায় প্রথমবার ট্রাম পরিষেবা চালু হয় । তাই নিজেদের ঐতিহ্য বজায় রাখতে যাত্রীরা যদি সচেতন হন তাহলে হয়ত ট্রামগুলি নোংরা কম হবে ।"

কলকাতা, 13 জুলাই : কলকাতার ঐতিহ্যের মধ্যে ট্রাম পরিষেবা অন্যতম ৷ তাই এবার যাত্রীদের বিশেষ করে নবীন প্রজন্মকে ট্রামের ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য ট্রামের ভিতর বসানো হচ্ছে পুরোনো ছবি ৷

1873 সালের 14 ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ট্রাম পরিষেবা চালু হয় ৷ প্রথমে বহু রুটে ট্রাম চললেও সময়ের সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে ৷ যার জেরে হারিয়ে গেছে অনেক ঐতিহ্য ৷ পুরোনো কলকাতার গল্প অনেকেই প্রায় ভুলতে বসেছে বলাই চলে ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন দূষণমুক্ত পরিবহন হিসেবে ট্রাম চালানো হচ্ছে বা তার পরিকল্পনা করা হচ্ছে , তখন কলকাতার রাস্তা থেকে ট্রাম প্রায় উঠেই যাচ্ছে বলা চলে ৷ কখনও রাস্তায় যানজট হওয়ার অভিযোগে আবার কখনও ব্রিজগুলির স্বাস্থ্যের কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাম পরিষেবা । সেই কারণে ট্রামের ইতিহাস ও গুরুত্ব আরও একবার কলকাতাবাসীর সামনে তুলে ধরতে নেওয়া হচ্ছে এই উদ্যোগ ৷ কয়েকটি গাড়িতে ছবির মাধ্যমে ইতিমধ্যেই ট্রামের গোড়ার কথা ও বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়েছে । তার মধ্যে রয়েছে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কম্পানির প্রথম কলকাতায় শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট স্ট্রিট পর্যন্ত ট্রাম পরিষেবার ছবি ৷ রয়েছে পরবর্তী পর্যায়ে অর্থাৎ 1900 সালে বিদ্যুৎ চালিত ট্রামের ছবি ৷ সেই সময় যে দু'টি রুটে ইলেকট্রিক ট্রাম চলত অর্থাৎ এসপ্ল্যানেড থেকে খিদিরপুর ও এসপ্ল্যানেড থেকে কালীঘাট রুটের ছবি ৷

photo
ট্রামের পুরোনো ইতিহাসের ছবি

WBSTC-র এক পদস্থ আধিকারিক বলেন , " শহরবাসীকে ট্রামের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে মনে করিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে । এশিয়ার মধ্যে কলকাতায় প্রথমবার ট্রাম পরিষেবা চালু হয় । তাই নিজেদের ঐতিহ্য বজায় রাখতে যাত্রীরা যদি সচেতন হন তাহলে হয়ত ট্রামগুলি নোংরা কম হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.