পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ (WBSEDCL Job) জুনিয়র এক্সিকিউটিভ এবং জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ৷ প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ৷ শূন্যপদের সংখ্যা 414টি ৷ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে ৷ কম্পিউটার জানতে হবে ৷
প্রার্থীর বয়স হতে হবে 18-32 বছরের মধ্যে ৷ তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ৷ জুনিয়র এক্সিকিউটিভ পদে 14 জনকে নিয়োগ করা হবে ৷ বেতন 37,400-1 লক্ষ 8 হাজার 200 টাকা ৷ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে 400 জনকে ৷ বেতন 36,800-1 লক্ষ 67 হাজার টাকা ৷
আরও পড়ুন: Indian Army Job: সেনায় অফিসার নিয়োগ
প্রার্থীরা শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন ৷ আবেদনের শেষ তারিখ 15 জানুয়ারি 2022 ৷ এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এবং আবেদন করতে দেখুন www.wbsetcl.in এই ওয়েবসাইটে ৷