ETV Bharat / state

ইন্টারভিউ বোর্ডের সংখ্যা বাড়াতে চলছে WBPSC

author img

By

Published : Nov 11, 2020, 8:45 AM IST

কম সময়ের মধ্যে বেশি সংখ্যক প্রার্থীর ইন্টারভিউ যাতে নেওয়া সম্ভব হয় সেই লক্ষ্যে ইন্টারভিউ বোর্ডের সংখ্যা বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)।

ছবি
ছবি

কলকাতা, 11 নভেম্বর : একাধিক রাজ্য সরকারি চাকরির নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া এখনও বাকি রয়েছে । যার মধ্যে বেশ কয়েকটি ইন্টারভিউয়ের প্রার্থী সংখ্যা অনেক । তাই কম সময়ের মধ্যে বেশি সংখ্যক প্রার্থীর ইন্টারভিউ যাতে নেওয়া সম্ভব হয় সেই লক্ষ্যে ইন্টারভিউ বোর্ডের সংখ্যা বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। গতকাল জানালেন WBPSC-র চেয়ারম্যান দেবাশিস বোস ।

লকডাউনে থমকে গেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত বহু নিয়োগ প্রক্রিয়া । কোনওটি লিখিত পরীক্ষা নেওয়ার পর্যায়ে আবার কোনওটি ইন্টারভিউ তথা পার্সোনালিটি টেস্টের পর্যায়ে । দিন ঘোষণা হয়ে যাওয়ার পরও বহু ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল আবার কোনওটি চলতে চলতেই থমকে গিয়েছিল । জুলাইয়ের মাঝামাঝি সময়ে WBCS 2018-র গ্রুপ-C-র অনলাইন ইন্টারভিউ করে আবার চালু করা হয় ইন্টারভিউ নেওয়া । তারপর থেকে একে একে অন‍্য থমকে থাকা ইন্টারভিউগুলি নেওয়া শুরু করেছে WBPSC । প্রথমদিকে শুধুমাত্র কম সংখ‍্যক প্রার্থী রয়েছে এমন সব ইন্টারভিউ করলেও ধীরে ধীরে বেশি সংখ্যক প্রার্থী রয়েছে এমন ইন্টারভিউ প্রক্রিয়াও চালু করা হয়েছে ।

2 নভেম্বর থেকে প্রতিদিনই একের পর এক ইন্টারভিউ চলছে WBPSC-র অফিসে । ইন্টারভিউ যাতে কম সময়ে সম্পন্ন করা সম্ভব হয় তার জন্য ইতিমধ্যেই ইন্টারভিউ বোর্ডের সংখ্যা বাড়িয়েছে WBPSC। কিন্তু সামনে আরও বড় বড় কয়েকটি নিয়োগের পরীক্ষার ইন্টারভিউ রয়েছে । যেগুলিতে প্রার্থী স‌ংখ‍্যা আরও বেশি । সেগুলি যাতে কম সময়ের মধ‍্যে সম্পন্ন করা যায় তাই ইন্টারভিউ বোর্ডের স‌ংখ‍্যা আরও বাড়ানোর পরিকল্পনা করেছে কমিশন । এই প্রসঙ্গে WBPSC-র চেয়ারম্যান বলেন, "এখন আমাদের পাঁচটা বোর্ড একসঙ্গে কাজ করছে । পাঁচ জায়গায় ইন্টারভিউ হচ্ছে প্রতিদিন । এটা এপ্রিল-মে মাস পর্যন্ত চলবেই । তারপরও চলতে পারে । এছাড়া আমরা চেষ্টা করছি একটু বাড়তি বোর্ড করে যেগুলোতে বেশি নিয়োগ রয়েছে যেমন সাব ইন্সপেক্টর অফ ফুড অ্যান্ড সাপ্লাই, ফায়ার অপারেটরে প্রায় 1500 শূন‍্যপদ আছে, মিসলেনিয়াস পরীক্ষা আছে, ICDS-এ বড় ভ‍্যাকেন্সি আছে, এগুলো যাতে দ্রুত করা যায় তার জন্য আমরা বাড়তি ইন্টারভিউ করার প্রস্তাব পাঠিয়েছি রাজ্য সরকারের কাছে । সেটার অনুমোদন পেলেই আমরা আশা করি, খুব শিগগিরই এইসব পরীক্ষার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে ফেলতে পারব ।"

বর্তমানে পরিবহন দপ্তরে মোটর ভেহিকলস ইনস্পেক্টর (নন টেকনিক্যাল) পদের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া চলছে । 2 নভেম্বর থেকে শুরু হয়েছে প্রার্থীদের ইন্টারভিউ, যা চলবে 8 ডিসেম্বর পর্যন্ত । 2 নভেম্বর হয়ে গেছে কনজ়িউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধীনস্ত ডাইরেক্টরেট অফ লিগাল মেট্রোলজিতে অ্যাসিস্টেন্ট কন্ট্রোলার অফ লেগাল মেট্রোলজি পদের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া । 9 ডিসেম্বর পর্যন্ত চলবে ডাইরেকটরেট অফ অ্যানিমেল রিসোর্স অ্যান্ড অ্যানিমেল হেলথে লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ইন্টারভিউ । কয়েকটি সশরীরে ও কয়েকটি অনলাইনে হবে । অনলাইনে শুধুমাত্র খুব কম সংখ্যক প্রার্থী রয়েছেন এই ধরনেরই ইন্টারভিউ নেওয়া হচ্ছে বলে জানান চেয়ারম্যান । তিনি বলেন, "যেগুলোয় কম সংখ্যক প্রার্থী রয়েছে সেগুলো আমরা করেছি এবং এখনও করছি । সংখ্যায় বেশি হলে তখন অসুবিধা হয় । ছোটো ছোটো ইন্টারভিউগুলো আমরা করে নিচ্ছি ।"

কলকাতা, 11 নভেম্বর : একাধিক রাজ্য সরকারি চাকরির নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া এখনও বাকি রয়েছে । যার মধ্যে বেশ কয়েকটি ইন্টারভিউয়ের প্রার্থী সংখ্যা অনেক । তাই কম সময়ের মধ্যে বেশি সংখ্যক প্রার্থীর ইন্টারভিউ যাতে নেওয়া সম্ভব হয় সেই লক্ষ্যে ইন্টারভিউ বোর্ডের সংখ্যা বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। গতকাল জানালেন WBPSC-র চেয়ারম্যান দেবাশিস বোস ।

লকডাউনে থমকে গেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত বহু নিয়োগ প্রক্রিয়া । কোনওটি লিখিত পরীক্ষা নেওয়ার পর্যায়ে আবার কোনওটি ইন্টারভিউ তথা পার্সোনালিটি টেস্টের পর্যায়ে । দিন ঘোষণা হয়ে যাওয়ার পরও বহু ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল আবার কোনওটি চলতে চলতেই থমকে গিয়েছিল । জুলাইয়ের মাঝামাঝি সময়ে WBCS 2018-র গ্রুপ-C-র অনলাইন ইন্টারভিউ করে আবার চালু করা হয় ইন্টারভিউ নেওয়া । তারপর থেকে একে একে অন‍্য থমকে থাকা ইন্টারভিউগুলি নেওয়া শুরু করেছে WBPSC । প্রথমদিকে শুধুমাত্র কম সংখ‍্যক প্রার্থী রয়েছে এমন সব ইন্টারভিউ করলেও ধীরে ধীরে বেশি সংখ্যক প্রার্থী রয়েছে এমন ইন্টারভিউ প্রক্রিয়াও চালু করা হয়েছে ।

2 নভেম্বর থেকে প্রতিদিনই একের পর এক ইন্টারভিউ চলছে WBPSC-র অফিসে । ইন্টারভিউ যাতে কম সময়ে সম্পন্ন করা সম্ভব হয় তার জন্য ইতিমধ্যেই ইন্টারভিউ বোর্ডের সংখ্যা বাড়িয়েছে WBPSC। কিন্তু সামনে আরও বড় বড় কয়েকটি নিয়োগের পরীক্ষার ইন্টারভিউ রয়েছে । যেগুলিতে প্রার্থী স‌ংখ‍্যা আরও বেশি । সেগুলি যাতে কম সময়ের মধ‍্যে সম্পন্ন করা যায় তাই ইন্টারভিউ বোর্ডের স‌ংখ‍্যা আরও বাড়ানোর পরিকল্পনা করেছে কমিশন । এই প্রসঙ্গে WBPSC-র চেয়ারম্যান বলেন, "এখন আমাদের পাঁচটা বোর্ড একসঙ্গে কাজ করছে । পাঁচ জায়গায় ইন্টারভিউ হচ্ছে প্রতিদিন । এটা এপ্রিল-মে মাস পর্যন্ত চলবেই । তারপরও চলতে পারে । এছাড়া আমরা চেষ্টা করছি একটু বাড়তি বোর্ড করে যেগুলোতে বেশি নিয়োগ রয়েছে যেমন সাব ইন্সপেক্টর অফ ফুড অ্যান্ড সাপ্লাই, ফায়ার অপারেটরে প্রায় 1500 শূন‍্যপদ আছে, মিসলেনিয়াস পরীক্ষা আছে, ICDS-এ বড় ভ‍্যাকেন্সি আছে, এগুলো যাতে দ্রুত করা যায় তার জন্য আমরা বাড়তি ইন্টারভিউ করার প্রস্তাব পাঠিয়েছি রাজ্য সরকারের কাছে । সেটার অনুমোদন পেলেই আমরা আশা করি, খুব শিগগিরই এইসব পরীক্ষার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে ফেলতে পারব ।"

বর্তমানে পরিবহন দপ্তরে মোটর ভেহিকলস ইনস্পেক্টর (নন টেকনিক্যাল) পদের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া চলছে । 2 নভেম্বর থেকে শুরু হয়েছে প্রার্থীদের ইন্টারভিউ, যা চলবে 8 ডিসেম্বর পর্যন্ত । 2 নভেম্বর হয়ে গেছে কনজ়িউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধীনস্ত ডাইরেক্টরেট অফ লিগাল মেট্রোলজিতে অ্যাসিস্টেন্ট কন্ট্রোলার অফ লেগাল মেট্রোলজি পদের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া । 9 ডিসেম্বর পর্যন্ত চলবে ডাইরেকটরেট অফ অ্যানিমেল রিসোর্স অ্যান্ড অ্যানিমেল হেলথে লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ইন্টারভিউ । কয়েকটি সশরীরে ও কয়েকটি অনলাইনে হবে । অনলাইনে শুধুমাত্র খুব কম সংখ্যক প্রার্থী রয়েছেন এই ধরনেরই ইন্টারভিউ নেওয়া হচ্ছে বলে জানান চেয়ারম্যান । তিনি বলেন, "যেগুলোয় কম সংখ্যক প্রার্থী রয়েছে সেগুলো আমরা করেছি এবং এখনও করছি । সংখ্যায় বেশি হলে তখন অসুবিধা হয় । ছোটো ছোটো ইন্টারভিউগুলো আমরা করে নিচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.