ETV Bharat / state

20 জুন রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশ - joint exam

পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে 20 জুন । একথা জানালেন রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা ।

20 জুন রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশ
author img

By

Published : Jun 15, 2019, 10:22 PM IST

কলকাতা, 15 জুন : 20 জুন প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল । বৃহস্পতিবার দুপুর একটায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (WBJEEB) । দুপুর 2টো থেকে রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbjeeb.in -এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা । আজ একথা জানালেন রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা ।

মলয়েন্দুবাবু বলেন, "20 জুন রেজ়াল্ট বেরোবে । 1টার সময় আমরা প্রেস কনফারেন্স করব । আর 2টোর পর থেকে ছাত্রছাত্রীরা দেখতে পাবে ।" এই বছর রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা হয়েছিল 26 মে । মোট পরীক্ষার্থী ছিলেন 1 লাখ 13 হাজার 992 জন ।

কলকাতা, 15 জুন : 20 জুন প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল । বৃহস্পতিবার দুপুর একটায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (WBJEEB) । দুপুর 2টো থেকে রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbjeeb.in -এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা । আজ একথা জানালেন রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা ।

মলয়েন্দুবাবু বলেন, "20 জুন রেজ়াল্ট বেরোবে । 1টার সময় আমরা প্রেস কনফারেন্স করব । আর 2টোর পর থেকে ছাত্রছাত্রীরা দেখতে পাবে ।" এই বছর রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা হয়েছিল 26 মে । মোট পরীক্ষার্থী ছিলেন 1 লাখ 13 হাজার 992 জন ।

Intro:কলকাতা, 15 জুন: আগামী 20 জুন প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার দুপুর একটায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)। দুপুর 2টো থেকে রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbjeeb.in -এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। আজ এমনই জানালেন রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা।




Body:রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেন, "20 জুন বেরোবে। 1টার সময় আমরা প্রেস কনফারেন্স করব। আর 2টোর থেকে ছাত্র-ছাত্রীরা দেখতে পারবে।" এই বছর রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা হয়েছিল 26 মে। মোট পরীক্ষার্থী ছিলেন 1 লক্ষ 13 হাজার 992 জন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.