কলকাতা, 16 ডিসেম্বর: উচ্চমাধ্যমিকের সিলেবাস বদল নিয়ে নয়া সিদ্ধান্ত বিদ্যাসাগর ভবনে ৷ 2024 সালের জানুয়ারি সালের মধ্যে খসড়া জমা দেওয়ার নির্দেশ সাব কমিটিকে । সিলেবাস বদল নিয়ে শনিবার দুপুরে বিদ্যাসাগর ভবনে শুরু হয় বৈঠক। সিলেবাস সাব কমিটিদের সঙ্গে বৈঠক করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য । সেই বৈঠকের পরেই সিলেবাস সাব-কমিটির কাজ বুঝিয়ে দেন সভাপতি । সেই সঙ্গে জানিয়ে দেন সেমিস্টার পদ্ধতি শুরু হলে নতুন এই সিলেবাস কার্যকরী হবে ৷
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই সেমিস্টার পদ্ধতি চালু করার পরিকল্পনা নিয়েছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য । এই নিয়ে শিক্ষা মন্ত্রীর সঙ্গে বেশকয়েক বার বৈঠকে করেন তিনি। সভাপতির অনুমান 2024-25 শিক্ষাবর্ষ থেকেই সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে পারে । তবে সেমিস্টার পদ্ধতিকে পরীক্ষা হলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে চালু করতে হবে সিলেবাস । সেই দায়িত্বই এবার দেওয়া হলো সিলেবাস সাব কমিটিকে। আগামী বছর অর্থাৎ 2024 সালে জানুয়ারি মাসের মধ্যে এটি খসড়া জমা করতে বলা হয়েছে সিলেবাস সাব কমিটিকে।
নতুন সিলেবাসে নজর কীসে ?
বর্তমানে প্রাসঙ্গিক বিষয়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন সিলেবাস গঠন করা হবে । এই সিলেবাস গঠন করার পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণির সেমিস্টার এক ও দুইয়ের কি পাঠক্রম হবে তাও বিবেচনা করা হবে । তার সঙ্গে কোনও টপিকে কত নাম্বর হতে পারে তাও বিবেচনা করবে এই সাব কমিটি । এমনকী কোনও বিষয়ের জন্য কতক্ষণ ক্লাস ধার্য করা হবে তাও সাব কমিটির উপরই দায়িত্ব দেওয়া হয়েছে । এছাড়াও মডেল প্রশ্নপত্র তৈরি করবেন সিলেবাস সাব কমিটি । এমনকী প্রশ্নপত্রের প্যাটার্ন সেমিস্টারের কি হতে পারে তাও ঠিক করে দেবেন তারা । 2024 সালের জানুয়ারি মাসের মধ্যে সব তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছ সংসদ।
নতুন সিলেবাস প্রসঙ্গেই সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "সর্বভারতীয় বোর্ডগুলিতে প্রত্যেক বছর সিলেবাস বদল করা হয় । আমাদের শেষ সিলেবাস বদল করা হয়েছিল 2012-13 সালে । বর্তমানে সিলেবাস বদল করার প্রয়োজন আছে। করোনার জন্য আমরা এর আগে সিলেবাস বদল করতে পারিনি। তবে জাতীয় স্তরে বেশ কিছু পরীক্ষা হয় যার কারণে এই সিলেবাস বদলের দরকার ।"
আরও পড়ুন: