ETV Bharat / state

Special Observer for HS Exam : নিজের স্কুলে বসেই পরীক্ষা, তাই উচ্চমাধ্যমিকে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ

author img

By

Published : Mar 31, 2022, 9:39 AM IST

অফলাইনে হতে চলছে উচ্চমাধ্যমিক ৷ সেই কথা মাথায় রেখে বিশেষ পর্যবেক্ষকদের ক্ষেত্রে নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (Special observer for HS Examination) ৷

HS Examination Guidelines
বিশেষ পর্যবেক্ষকদের জন্য নির্দেশিকা জারি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

কলকাতা, 31 মার্চ : আগামী 2 এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । গত দু'বছর বন্ধ থাকার পর আবার অফলাইনে হতে চলছে উচ্চমাধ্যমিক । তবে পরীক্ষা হবে নিজেদের স্কুলেই । তাই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করার নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (Special observer for HS Examination)।

করোনাকালে অফলাইনে পরীক্ষা বন্ধ থাকলেও এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে স্কুলেই । পড়ুয়ারা নিজেদের স্কুলে বা হোম সেন্টারে বসেই পরীক্ষা দেবে । সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করায় পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিশেষ পর্যবেক্ষকদের ভেনু সুপারভাইজার ও জেলাশাসকের সঙ্গে সংযোগ স্থাপন করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে । পড়ুয়ারা যাতে কোনওরকম অসাধু উপায়ে পরীক্ষা না দেয় বা কোনওরকম অশান্তি সৃষ্টি না হয় সেই কারণেই বিশেষ পর্যবেক্ষককে শুধুমাত্র পরীক্ষাকক্ষেরই নয়, গোটা পরীক্ষা কেন্দ্রের উপর নজর রাখতে হবে।

আরও পড়ুন : HS Admit Card Issue in Dinhata : অ্যাডমিট না আসায় দিনহাটার ৪ ছাত্রের উচ্চমাধ্যমিকে বসা অনিশ্চিত

পরীক্ষা কেন্দ্রের ভেতরে শুধুমাত্র বিশেষ পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন । শিক্ষক-শিক্ষিকারা মোবাইল ফোন নিতে পারবেন না । কারও কাছে মোবাইল ফোন থাকলে তা প্রধান শিক্ষক বা ভেনু সুপারভাইজারের কাছে জমা রাখতে হবে । পুলিশ ও বিশেষ পর্যবেক্ষকের উপস্থিতিতেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে প্রশ্নপত্র । পরীক্ষার প্রশ্নপত্র বিশেষ পর্যবেক্ষকের উপস্থিতিতেই খুলতে হবে । এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে চারজন করে পুলিশি প্রহরা থাকতে হবে যাদের মধ্যে থাকবেন মহিলা পুলিশও ।

পরীক্ষা কেন্দ্রের বাইরেও প্রহরার ব্যবস্থা করতে হবে ৷ পরীক্ষা কেন্দ্রের 50 মিটারের মধ্যে যাতে কোনও বহিরাগত প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর দিতে হবে । পরীক্ষার দিনগুলির জন্য খোলা হয়েছে 24 ঘণ্টা হেল্পলাইন নম্বর ৷ কোনওরকম সমস্যায় এই নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে ৷ হেল্পলাইন নম্বর- 033 23370792, 9674344422, 9433094021, 9851905529 ৷

কলকাতা, 31 মার্চ : আগামী 2 এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । গত দু'বছর বন্ধ থাকার পর আবার অফলাইনে হতে চলছে উচ্চমাধ্যমিক । তবে পরীক্ষা হবে নিজেদের স্কুলেই । তাই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করার নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (Special observer for HS Examination)।

করোনাকালে অফলাইনে পরীক্ষা বন্ধ থাকলেও এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে স্কুলেই । পড়ুয়ারা নিজেদের স্কুলে বা হোম সেন্টারে বসেই পরীক্ষা দেবে । সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করায় পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিশেষ পর্যবেক্ষকদের ভেনু সুপারভাইজার ও জেলাশাসকের সঙ্গে সংযোগ স্থাপন করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে । পড়ুয়ারা যাতে কোনওরকম অসাধু উপায়ে পরীক্ষা না দেয় বা কোনওরকম অশান্তি সৃষ্টি না হয় সেই কারণেই বিশেষ পর্যবেক্ষককে শুধুমাত্র পরীক্ষাকক্ষেরই নয়, গোটা পরীক্ষা কেন্দ্রের উপর নজর রাখতে হবে।

আরও পড়ুন : HS Admit Card Issue in Dinhata : অ্যাডমিট না আসায় দিনহাটার ৪ ছাত্রের উচ্চমাধ্যমিকে বসা অনিশ্চিত

পরীক্ষা কেন্দ্রের ভেতরে শুধুমাত্র বিশেষ পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন । শিক্ষক-শিক্ষিকারা মোবাইল ফোন নিতে পারবেন না । কারও কাছে মোবাইল ফোন থাকলে তা প্রধান শিক্ষক বা ভেনু সুপারভাইজারের কাছে জমা রাখতে হবে । পুলিশ ও বিশেষ পর্যবেক্ষকের উপস্থিতিতেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে প্রশ্নপত্র । পরীক্ষার প্রশ্নপত্র বিশেষ পর্যবেক্ষকের উপস্থিতিতেই খুলতে হবে । এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে চারজন করে পুলিশি প্রহরা থাকতে হবে যাদের মধ্যে থাকবেন মহিলা পুলিশও ।

পরীক্ষা কেন্দ্রের বাইরেও প্রহরার ব্যবস্থা করতে হবে ৷ পরীক্ষা কেন্দ্রের 50 মিটারের মধ্যে যাতে কোনও বহিরাগত প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর দিতে হবে । পরীক্ষার দিনগুলির জন্য খোলা হয়েছে 24 ঘণ্টা হেল্পলাইন নম্বর ৷ কোনওরকম সমস্যায় এই নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে ৷ হেল্পলাইন নম্বর- 033 23370792, 9674344422, 9433094021, 9851905529 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.