কলকাতা, ১৭ সেপ্টেম্বর : চিকিৎসার খরচ বাবদ অতিরিক্ত টাকা বিল করেছিল বেসরকারি হাসপাতাল । প্রায় এক লাখ টাকা দিতে হয় ওই পরিবারকে । ওই পরিবারকে 10 হাজার টাকা ফিরিয়ে দিতে হবে বেসরকারি হাসপাতালকে । নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ।
পরিবারের অভিযোগ, শিশুর চিকিৎসা চলার সময় বারবার ওই হাসপাতালকে বিলের পরিমাণ জিজ্ঞাসা করা হয়েছিল । কিন্তু হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি । ওই শিশুকে ছুটি দেওয়ার সময় এক লাখ টাকা বিল করে হাসপাতাল । এবং ওই পরিবারের আর্থিক অবস্থাও সেরকম ভালো না । ফলে, এক লাখ টাকা জোগাড় করতে হিমশিম খেতে হয় পরিবারকে । কমিশনের কাছে অভিযোগ জমা পড়ে ।
কমিশন জানিয়েছে, কলকাতার বাইরের এক জেলার বাসিন্দা ওই নিম্ন-মধ্যবিত্ত পরিবার । তারা দুই মাস বয়সি শিশুকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসে । 18 জানুয়ারি এন্টালির একটি বেসরকারি হাসপাতালে শিশুটিকে ভরতি করা হয় । চিকিৎসা শুরুর আগেই বেসরকারি হাসপাতালের কাছে বারবার চিকিৎসার খরচ জানতে চাওয়া হয়েছিল । কিন্তু এই বিষয়ে তারা কিছু জানায়নি । 27 জানুয়ারি ওই শিশুকে ছুটি দেওয়ার সময়, তার পরিবারের হাতে প্রায় এক লাখ টাকার বিল ধরিয়ে দেওয়া হয় । এক লাখ টাকা জোগাড় করে বেসরকারি হাসপাতালকে বিল মিটিয়ে দেয় পরিবার ।
ওই বিলের বিরুদ্ধে পরিবারটি কমিশনে অভিযোগ জানিয়েছে । অভিযোগে ওই শিশুর পরিবার জানিয়েছে, বাইরে থেকে তাদের ওষুধ কিনে দিতে হয়েছিল । এই অভিযোগের শুনানি শুরু হয় কমিশনে । শোনা হয় সব পক্ষের বক্তব্য । রাজ্যের এই স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, "নিম্ন-মধ্যবিত্ত পরিবারটিকে 10 হাজার টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতালটিকে ।"