কলকাতা, 16 মার্চ : দু'টি পৃথক ঘটনায় দু'টি বেসরকারি হাসপাতালকে সব মিলিয়ে মোট সাত লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন । একটি ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ দায়ের হয়েছিল । এই ঘটনায় পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । অপর ঘটনায় অতিরিক্ত বিলের অভিযোগ দায়ের হয়েছিল । এই ঘটনায় দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন।
ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC), রাজ্যের এই স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 2018 সালের 28 জুন গলব্লাডার স্টোনের অস্ত্রোপচারের জন্য রাজারহাটের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি ৷ এই ব্যক্তি রাজারহাটের বাসিন্দা ছিলেন । হাসপাতালে ভর্তির দিনই তাঁর অস্ত্রোপচার হয়েছিল । কিন্তু, অস্ত্রোপচারের জেরে সমস্যা দেখা দেয় । যার জেরে তাঁর শারীরিক অবস্থা জটিল হয়ে ওঠে। 2018-র 11 জুলাই পর্যন্ত ওই নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি । 2019-এর 29 জানুয়ারি রাজ্য স্বাস্থ্য কমিশনে এই ব্যক্তি অভিযোগ দায়ের করেন । অভিযোগে জানানো হয়, তিনি ঠিকমতো সুস্থ হননি । তাঁর শরীরে অসহ্য যন্ত্রণা থেকে গিয়েছে । এর পরে অন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন তিনি । দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালেও দুইবার অস্ত্রোপচারের পরেও সমস্যা মুক্ত হতে পারেননি তিনি । দক্ষিণ ভারতেও তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন । এই ধরনের পরিস্থিতির কারণে, চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়ে গিয়েছিল । তিনি সুস্থ হয়ে উঠছিলেন না ।
কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন, 2020-র 14 জানুয়ারি মামলার শুনানির সময় ওই ব্যক্তির স্ত্রী জানান, তাঁর স্বামী আত্মহত্যা করেছেন । তবে, তিনি এই মামলা চালিয়ে নিয়ে যাবেন । কমিশন জানিয়েছে, চিকিৎসার জন্য খরচের বোঝা এবং শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন ওই ব্যক্তি । এই ঘটনায় রাজারহাটের নার্সিংহোমকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন ।
আরও পড়ুন, লাখ লাখ টাকা ঘুষ নিয়ে বাহিনীতে নিয়োগ, অভিযুক্ত 7 সেনা অফিসার-সহ 23
অপর একটি ঘটনায় কমিশন জানিয়েছে, করোনা পরিস্থিতিতে মুকুন্দপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভবানীপুরের বাসিন্দা এক রোগী ভর্তি ছিলেন ৷ 6 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত তিনি ভর্তি ছিলেন । 25 ডিসেম্বর ওই রোগীর মৃত্যু হয় । তার চিকিৎসার খরচ হিসাবে 13 লাখ 79 হাজার টাকার বিল করা হয়েছিল । কমিশন জানিয়েছে, এই ঘটনায় অভিযোগকারীর বক্তব্য চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অভিযোগ নেই । তাঁর অভিযোগ এই বিলের বিরুদ্ধে । কমিশন জানিয়েছে, কমিশনের অ্যাডভাইসরি অনুযায়ী এই বিলে ওষুধ এবং চিকিৎসার জন্য সহায়ক সামগ্রীতে সেভাবে ছাড় দেওয়া হয়নি । প্যাথলজিক্যাল বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও বেশি চার্জ করা হয়েছে । এই ঘটনায় ওই বেসরকারি হাসপাতালকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন।