ETV Bharat / state

ICU-এর বেড ফাঁকা নেই, অন্য হাসপাতালে কেন ব্যবস্থা নয়? কমিশনের কড়া অবস্থান - west bengal clinical establishment regulatory commission

ICU বিভাগের বেড খালি না থাকায় অন্য হাসপাতালে ভরতির ব্যবস্থা করায় জরিমানা দিতে হল বেসরকারি এক হাসপাতালকে ৷ রাজ্য স্বাস্থ্য কমিশনের তরফে জানান হয়েছে পরিষেবায় খামতি থাকার কারণে ওই সংশ্লিষ্ট হাসপাতালকে জরিমানা দিতে হবে ৷

wbcerc_fine private hospitals in this pandemic situation
কমিশনের কড়া অবস্থান
author img

By

Published : Sep 15, 2020, 10:43 PM IST

কলকাতা, ১৫ সেপ্টেম্বর : কোনও রোগীর জন্য ICU বিভাগে বেড প্রয়োজন । অথচ, এই বেড ফাঁকা নেই সংশ্লিষ্ট হাসপাতালে । এই অবস্থায় সংশ্লিষ্ট ওই হাসপাতাল যাতে অন্য কোনও হাসপাতালে ওই রোগীর জন্য ICU বিভাগে বেডের ব্যবস্থা করে দেয়, তার জন্য ফের এক বেসরকারি হাসপাতালকে জরিমানা করে এই বিষয়ে আবারও কড়া মনোভাব স্পষ্ট করে দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)। পরিষেবায় খামতি থাকার কারণে অন্য একটি বেসরকারি হাসপাতালকেও জরিমানা করল কমিশন ।

সারা রাত চেষ্টা করেও শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত 78 বছরের এক প্রবীণকে কলকাতার 3টি বেসরকারি হাসপাতালের কোনওটিতেই ভরতি করানো সম্ভব হয়নি । কারণ, এই রোগীর জন্য ICU বিভাগে ভরতির প্রয়োজন ছিল । আর, ওই 3টি হাসপাতালের প্রতিটি থেকেই বলা হয়েছিল, ICU বিভাগে বেড খালি নেই । ওই 3টি হাসপাতালের মধ্যে একটি হাসপাতালে এই রোগীর নিয়মিত চিকিৎসা করান হত । অবশেষে, অন্য একটি হাসপাতালে ভরতি করানোর পরে এই প্রবীণের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে । ওই ঘটনার চার দিনের মাথায় রোগীর মৃত্যু হয় । ঘটনার জেরে বেসরকারি ওই তিন হাসপাতালের মধ্যে যে হাসপাতালে এই রোগীর নিয়মিত চিকিৎসা করানো হত, সেই হাসপাতালকে 1 লাখ টাকা এবং বাকি 2টি হাসপাতালকে 50 হাজার টাকা করে মোট 2 লাখ টাকা জরিমানা করেছে রাজ‍্যের স্বাস্থ্য কমিশন ।

গত সপ্তাহে কমিশনের এই পদক্ষেপের পরে ফের ICU বিভাগে বেড সংক্রান্ত বিষয়ে আবারও বেসরকারি একটি হাসপাতালকে জরিমানা করল কমিশন । বেসরকারি এই হাসপাতালটি শিলিগুড়িতে অবস্থিত । স্বাস্থ্য কমিশন জানিয়েছে, 26 অগাস্ট রাতে 64 বছর বয়সি এক প্রবীণকে নিয়ে যাওয়া হয়েছিল শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে । এই রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল । হাসপাতালে তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় । এদিকে এই রোগীর ক্ষেত্রে তখন ICU বিভাগের বেড প্রয়োজন । অথচ, ওই হাসপাতালে তখন ICU বিভাগের কোনও বেড ফাঁকা ছিল না বলে জানান হয় পরিজনদের । ফলে অন্য একটি হাসপাতালে তখন এই রোগীকে নিয়ে যান পরিজনরা । পরে সেই রাতে মারা যান রোগী ।

জানা গেছে, রোগী কোরোনায় আক্রান্ত ছিলেন । ঘটনার জেরে অভিযোগ জানানো হয় রাজ্যের এই স্বাস্থ্য কমিশনে । এবিষয়ে কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, "ওই রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিল । ICU বিভাগের বেড প্রয়োজন ছিল । তবে কোনও বেড ফাঁকা নেই বলেছিল শিলিগুড়ির বেসরকারি ওই হাসপাতাল ৷ এক্ষেত্রে অন্য হাসপাতালে ব্যবস্থা করে দেওয়ার মতো মানবিক এবং নৈতিক দায়িত্ব তারা গ্রহণ করেনি । শিলিগুড়ির ওই হাসপাতালকে 10 হাজার টাকা জরিমানা করা হয়েছে ।"

কমিশন জানিয়েছে, কোনও হাসপাতালে ICU বিভাগে বেড ফাঁকা না থাকলে সংশ্লিষ্ট রোগীর জন্য অন্য কোনও হাসপাতালের বন্দোবস্ত করে দিতে হবে ৷ এটা একটি দায়িত্ব । এক্ষেত্রে কমিশনের কড়া নির্দেশ রয়েছে । সেকারণে বিভিন্ন হাসপাতালকে জরিমানাও করা হচ্ছে । পরিষেবায় খামতি থাকার কারণে সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালকে 10 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ এক চিকিৎসকের মা এবং বাবা দুই জনকেই ভরতি করান হয়েছিল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে । এক্ষেত্রে ওই চিকিৎসক এবং হাসপাতালের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয় । এই চিকিৎসকের মা-কে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে, সল্টলেকের ওই হাসপাতালে এই চিকিৎসকের মায়ের নার্সিং কেয়ারে কিছু খামতি থেকে গিয়েছে । একারণে সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালকে 10 হাজার টাকা জরিমানা করেছে এই কমিশন ।

জানা গেছে, দুর্গাপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে 5 দিন ভরতি ছিলেন এক রোগী । ওই রোগীর ছেলে বিদেশে থাকেন । তাঁর অভিযোগ, তাঁর বোনকে ঠিক মত বোঝান হয়নি, ফলে হাসপাতালে তাঁদের বাবার চিকিৎসার খরচ হিসাবে বিল বেড়ে গেছে । কমিশন সে ব্যাপারে জানিয়েছে, এক্ষেত্রে তাঁর বোন বিষয়টি ভাল বলতে পারবেন । তাই, চাইলে তাঁর বোন অভিযোগ দায়ের করতে পারেন । তবে, এই রোগীকে অতিরিক্ত একদিন ICU-তে রাখা হয়েছিল ওই হাসপাতালে । একারণে, একদিনের ICU বিভাগের চার্জ সাড়ে 5 হাজার টাকা বেসরকারি ওই হাসপাতালকে ফিরিয়ে দিতে বলেছে কমিশন ।

কলকাতা, ১৫ সেপ্টেম্বর : কোনও রোগীর জন্য ICU বিভাগে বেড প্রয়োজন । অথচ, এই বেড ফাঁকা নেই সংশ্লিষ্ট হাসপাতালে । এই অবস্থায় সংশ্লিষ্ট ওই হাসপাতাল যাতে অন্য কোনও হাসপাতালে ওই রোগীর জন্য ICU বিভাগে বেডের ব্যবস্থা করে দেয়, তার জন্য ফের এক বেসরকারি হাসপাতালকে জরিমানা করে এই বিষয়ে আবারও কড়া মনোভাব স্পষ্ট করে দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)। পরিষেবায় খামতি থাকার কারণে অন্য একটি বেসরকারি হাসপাতালকেও জরিমানা করল কমিশন ।

সারা রাত চেষ্টা করেও শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত 78 বছরের এক প্রবীণকে কলকাতার 3টি বেসরকারি হাসপাতালের কোনওটিতেই ভরতি করানো সম্ভব হয়নি । কারণ, এই রোগীর জন্য ICU বিভাগে ভরতির প্রয়োজন ছিল । আর, ওই 3টি হাসপাতালের প্রতিটি থেকেই বলা হয়েছিল, ICU বিভাগে বেড খালি নেই । ওই 3টি হাসপাতালের মধ্যে একটি হাসপাতালে এই রোগীর নিয়মিত চিকিৎসা করান হত । অবশেষে, অন্য একটি হাসপাতালে ভরতি করানোর পরে এই প্রবীণের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে । ওই ঘটনার চার দিনের মাথায় রোগীর মৃত্যু হয় । ঘটনার জেরে বেসরকারি ওই তিন হাসপাতালের মধ্যে যে হাসপাতালে এই রোগীর নিয়মিত চিকিৎসা করানো হত, সেই হাসপাতালকে 1 লাখ টাকা এবং বাকি 2টি হাসপাতালকে 50 হাজার টাকা করে মোট 2 লাখ টাকা জরিমানা করেছে রাজ‍্যের স্বাস্থ্য কমিশন ।

গত সপ্তাহে কমিশনের এই পদক্ষেপের পরে ফের ICU বিভাগে বেড সংক্রান্ত বিষয়ে আবারও বেসরকারি একটি হাসপাতালকে জরিমানা করল কমিশন । বেসরকারি এই হাসপাতালটি শিলিগুড়িতে অবস্থিত । স্বাস্থ্য কমিশন জানিয়েছে, 26 অগাস্ট রাতে 64 বছর বয়সি এক প্রবীণকে নিয়ে যাওয়া হয়েছিল শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে । এই রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল । হাসপাতালে তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় । এদিকে এই রোগীর ক্ষেত্রে তখন ICU বিভাগের বেড প্রয়োজন । অথচ, ওই হাসপাতালে তখন ICU বিভাগের কোনও বেড ফাঁকা ছিল না বলে জানান হয় পরিজনদের । ফলে অন্য একটি হাসপাতালে তখন এই রোগীকে নিয়ে যান পরিজনরা । পরে সেই রাতে মারা যান রোগী ।

জানা গেছে, রোগী কোরোনায় আক্রান্ত ছিলেন । ঘটনার জেরে অভিযোগ জানানো হয় রাজ্যের এই স্বাস্থ্য কমিশনে । এবিষয়ে কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, "ওই রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিল । ICU বিভাগের বেড প্রয়োজন ছিল । তবে কোনও বেড ফাঁকা নেই বলেছিল শিলিগুড়ির বেসরকারি ওই হাসপাতাল ৷ এক্ষেত্রে অন্য হাসপাতালে ব্যবস্থা করে দেওয়ার মতো মানবিক এবং নৈতিক দায়িত্ব তারা গ্রহণ করেনি । শিলিগুড়ির ওই হাসপাতালকে 10 হাজার টাকা জরিমানা করা হয়েছে ।"

কমিশন জানিয়েছে, কোনও হাসপাতালে ICU বিভাগে বেড ফাঁকা না থাকলে সংশ্লিষ্ট রোগীর জন্য অন্য কোনও হাসপাতালের বন্দোবস্ত করে দিতে হবে ৷ এটা একটি দায়িত্ব । এক্ষেত্রে কমিশনের কড়া নির্দেশ রয়েছে । সেকারণে বিভিন্ন হাসপাতালকে জরিমানাও করা হচ্ছে । পরিষেবায় খামতি থাকার কারণে সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালকে 10 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ এক চিকিৎসকের মা এবং বাবা দুই জনকেই ভরতি করান হয়েছিল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে । এক্ষেত্রে ওই চিকিৎসক এবং হাসপাতালের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয় । এই চিকিৎসকের মা-কে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে, সল্টলেকের ওই হাসপাতালে এই চিকিৎসকের মায়ের নার্সিং কেয়ারে কিছু খামতি থেকে গিয়েছে । একারণে সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালকে 10 হাজার টাকা জরিমানা করেছে এই কমিশন ।

জানা গেছে, দুর্গাপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে 5 দিন ভরতি ছিলেন এক রোগী । ওই রোগীর ছেলে বিদেশে থাকেন । তাঁর অভিযোগ, তাঁর বোনকে ঠিক মত বোঝান হয়নি, ফলে হাসপাতালে তাঁদের বাবার চিকিৎসার খরচ হিসাবে বিল বেড়ে গেছে । কমিশন সে ব্যাপারে জানিয়েছে, এক্ষেত্রে তাঁর বোন বিষয়টি ভাল বলতে পারবেন । তাই, চাইলে তাঁর বোন অভিযোগ দায়ের করতে পারেন । তবে, এই রোগীকে অতিরিক্ত একদিন ICU-তে রাখা হয়েছিল ওই হাসপাতালে । একারণে, একদিনের ICU বিভাগের চার্জ সাড়ে 5 হাজার টাকা বেসরকারি ওই হাসপাতালকে ফিরিয়ে দিতে বলেছে কমিশন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.