ETV Bharat / state

প্রকাশিত হল মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার, স্কুল থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা - Madhya Siksha Parshads

Madhya Test Paper: প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার ৷ এই বছর অন্যান্য বছরের থেকে একটু দেরিতে প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষাপর্ষদের টেস্ট পেপার ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 10:58 PM IST

কালকাতা, 19 নভেম্বর: প্রকাশিত হল মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার । মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং মধ্যশিক্ষা পর্ষদের সচিব এই টেস্ট পেপার প্রকাশ করেন। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিও জারি করে জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে । বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, এই টেস্ট পেপার পৌঁছে যাবে শহর ও জেলার প্রতিটি স্কুলে। প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী তাদের স্কুল থেকে বিনামূল্যে সরকারের এই টেস্ট পেপার সংগ্রহ করতে পারবেন।

2024 সালে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। গতবছরের তুলনায় এই বছরে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ইতিমধ্যেই সমস্ত স্কুলে টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে। ফল প্রকাশও হয়েছে বেশ কয়েকটি স্কুলে। তবে বিতর্ক সৃষ্টি হয়েছিল টেস্ট পেপার প্রকাশের দিন নিয়ে । হাতে মাত্র দু’মাস তার আগে কবে টেস্ট পেপার বেরোবে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষক-শিক্ষিকারা । কারণ ইতিমধ্যে বেসরকারি টেস্ট পেপার বাজারজাত হয়েছে । সেই টেস্ট পেপার কিনেই অনুশীলন শুরু করেছেন বহু পরীক্ষার্থী। তাই সরকারের তরফ থেকে প্রকাশিত হওয়া এই টেস্ট পেপার আদৌ পরীক্ষার্থীরা অনুশীলন করার সময় পাবে কি না সেই প্রশ্নই তুলেছিলেন শিক্ষকরা । তবে প্রকাশ হওয়ার পরেও টেস্ট পেপার নিয়েও রয়েছে বিতর্ক । শিক্ষানুরাগী ঐক্য মঞ্চে সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "প্রতিবছর সরকারি টেস্ট পেপার দেরিতে প্রকাশিত হওয়ায় অনেক ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে এসে এই টেস্ট পেপার নেয় না। কোটি কোটি টাকার অপচয় হয়।পরিকল্পনা বিহীন এই উদ্যোগ এবং বিপুল অপচয় বন্ধ হোক।"

তবে অনেকের মতে এই টেস্ট পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ । মূলত নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে এই টেস্ট পেপার খুবই প্রয়োজনীয় । তবে এই বছর টেস্ট পেপার দেরিতে প্রকাশ হওয়ায় শিক্ষকদেরকেই দায়ী করেছেন পর্ষদ সভাপতি । তবে দেরিতে হলেও টেস্ট পেপার হাতে পাচ্ছে পড়ুয়ারা এটাই স্বস্তির ৷

আরও পড়ুন:

  1. আগামী সপ্তাহেই মাধ্যমিকের টেস্ট পেপার হাতে পাবেন পরীক্ষার্থীরা, আশ্বস্ত করল মধ্যশিক্ষা পর্ষদ
  2. টেস্ট পেপারে আজাদ কাশ্মীর ! এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের
  3. টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' বিতর্কে পদক্ষেপের আশ্বাস পর্ষদ সভাপতির

কালকাতা, 19 নভেম্বর: প্রকাশিত হল মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার । মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং মধ্যশিক্ষা পর্ষদের সচিব এই টেস্ট পেপার প্রকাশ করেন। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিও জারি করে জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে । বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, এই টেস্ট পেপার পৌঁছে যাবে শহর ও জেলার প্রতিটি স্কুলে। প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী তাদের স্কুল থেকে বিনামূল্যে সরকারের এই টেস্ট পেপার সংগ্রহ করতে পারবেন।

2024 সালে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। গতবছরের তুলনায় এই বছরে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ইতিমধ্যেই সমস্ত স্কুলে টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে। ফল প্রকাশও হয়েছে বেশ কয়েকটি স্কুলে। তবে বিতর্ক সৃষ্টি হয়েছিল টেস্ট পেপার প্রকাশের দিন নিয়ে । হাতে মাত্র দু’মাস তার আগে কবে টেস্ট পেপার বেরোবে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষক-শিক্ষিকারা । কারণ ইতিমধ্যে বেসরকারি টেস্ট পেপার বাজারজাত হয়েছে । সেই টেস্ট পেপার কিনেই অনুশীলন শুরু করেছেন বহু পরীক্ষার্থী। তাই সরকারের তরফ থেকে প্রকাশিত হওয়া এই টেস্ট পেপার আদৌ পরীক্ষার্থীরা অনুশীলন করার সময় পাবে কি না সেই প্রশ্নই তুলেছিলেন শিক্ষকরা । তবে প্রকাশ হওয়ার পরেও টেস্ট পেপার নিয়েও রয়েছে বিতর্ক । শিক্ষানুরাগী ঐক্য মঞ্চে সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "প্রতিবছর সরকারি টেস্ট পেপার দেরিতে প্রকাশিত হওয়ায় অনেক ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে এসে এই টেস্ট পেপার নেয় না। কোটি কোটি টাকার অপচয় হয়।পরিকল্পনা বিহীন এই উদ্যোগ এবং বিপুল অপচয় বন্ধ হোক।"

তবে অনেকের মতে এই টেস্ট পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ । মূলত নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে এই টেস্ট পেপার খুবই প্রয়োজনীয় । তবে এই বছর টেস্ট পেপার দেরিতে প্রকাশ হওয়ায় শিক্ষকদেরকেই দায়ী করেছেন পর্ষদ সভাপতি । তবে দেরিতে হলেও টেস্ট পেপার হাতে পাচ্ছে পড়ুয়ারা এটাই স্বস্তির ৷

আরও পড়ুন:

  1. আগামী সপ্তাহেই মাধ্যমিকের টেস্ট পেপার হাতে পাবেন পরীক্ষার্থীরা, আশ্বস্ত করল মধ্যশিক্ষা পর্ষদ
  2. টেস্ট পেপারে আজাদ কাশ্মীর ! এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের
  3. টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' বিতর্কে পদক্ষেপের আশ্বাস পর্ষদ সভাপতির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.