ETV Bharat / state

Eastern Freight Corridor: ইস্টার্ন ফ্রেট করিডরের জন্য দু'টি জমি বরাদ্দ করল রাজ্য - ইস্টার্ন রেল

সোমবার রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে এই ফ্রেট করিডরের জন্য ইস্টার্ন রেলকে দু'টি জমি হস্তান্তরের কথা ঘোষণা করা হয়েছে।

Eastern Freight Corridor
ইস্টার্ন ফ্রেট করিডরের জন্য দুটি জমি বরাদ্দ রাজ্যের
author img

By

Published : May 22, 2023, 10:39 PM IST

কলকাতা, 22 মে: ইস্টার্ন ফ্রেট করিডরকে সামনে রেখে বিপুল উন্নয়ন এবং কর্মসংস্থানের স্বপ্ন দেখছে রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে একাধিকবার এই শিল্প করিডর নিয়ে সম্ভাবনার কথা বলতে শোনা গিয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে এই ফ্রেট করিডোরের জন্য ইস্টার্ন রেলকে দু'টি জমি হস্তান্তরের কথা ঘোষণা করল। এদিন নবান্নে ইসিএলের সম্প্রসারণের জন্য রাজ্যের কাছে চাওয়া জমির মঞ্জুর নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। সেখানেই ফ্রেট করিডর নিয়ে দু'টি জমি দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এদিন যে দু'টি জমি দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন তার মধ্যে রয়েছে 2.56 একর জমি জাম গ্রামে দেওয়া হয়েছে ইস্টার্ন রেলকে এই করিডর তৈরির জন্য। এছাড়া আরও 1 একর জমি এই ফ্রেট করিডরের জন্য ইস্টার্ন রেলকে দিয়েছে রাজ্য। এদিন জমির বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, "এটাই প্রথম নয়, ধাপে ধাপে রেলকে এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য জমি দেওয়া হচ্ছে। একটা অংশ হিসাবে এই দু'টি জমি এদিন পূর্ব রেলকে দেওয়া হয়েছে।"

আরও পড়ুন: ইসিএলের সম্প্রসারণে জমি দিল রাজ্য, মন্ত্রিসভার সিদ্ধান্ত জানালেন মলয় ঘটক

উল্লেখ্য, 1 হাজার 856 কিলোমিটার দীর্ঘ এই ফ্রেট করিডরের কাজ শুরু হয়েছিল 2005 সালে। মূলত পাঁচ রাজ্যকে সংযুক্ত করছে এই ফ্রেট করিডর। যার গুরুত্বপূর্ণ অংশ রয়েছে এই রাজ্যে ৷ ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় এই ফ্রেট করিডরের জমি নিয়ে বিভিন্ন সময়ে রেলকে অভিযোগ করতে শোনা গিয়েছে। কিন্তু এদিন রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প রূপায়ণের জন্য দু'টি জমি বরাদ্দ করা হয়েছে। এই অবস্থায় এই প্রকল্প দ্রুত রূপায়ণ করা যায় কি না, সেটাই এখন দেখার।

উল্লেখ্য, কয়লা খাদান সম্প্রসারণের জন্য এদিন ইসিএলকে জমি দিয়েছে রাজ্য। সোমবার রাজ্য মন্ত্রিসভার কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামুড়িয়া-সহ দু'টি এলাকায় জমি দিচ্ছে রাজ্য। এর ফলে ভিনরাজ্যে পণ্য পরিবহণ আরও সহজ হবে।

কলকাতা, 22 মে: ইস্টার্ন ফ্রেট করিডরকে সামনে রেখে বিপুল উন্নয়ন এবং কর্মসংস্থানের স্বপ্ন দেখছে রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে একাধিকবার এই শিল্প করিডর নিয়ে সম্ভাবনার কথা বলতে শোনা গিয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে এই ফ্রেট করিডোরের জন্য ইস্টার্ন রেলকে দু'টি জমি হস্তান্তরের কথা ঘোষণা করল। এদিন নবান্নে ইসিএলের সম্প্রসারণের জন্য রাজ্যের কাছে চাওয়া জমির মঞ্জুর নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। সেখানেই ফ্রেট করিডর নিয়ে দু'টি জমি দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এদিন যে দু'টি জমি দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন তার মধ্যে রয়েছে 2.56 একর জমি জাম গ্রামে দেওয়া হয়েছে ইস্টার্ন রেলকে এই করিডর তৈরির জন্য। এছাড়া আরও 1 একর জমি এই ফ্রেট করিডরের জন্য ইস্টার্ন রেলকে দিয়েছে রাজ্য। এদিন জমির বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, "এটাই প্রথম নয়, ধাপে ধাপে রেলকে এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য জমি দেওয়া হচ্ছে। একটা অংশ হিসাবে এই দু'টি জমি এদিন পূর্ব রেলকে দেওয়া হয়েছে।"

আরও পড়ুন: ইসিএলের সম্প্রসারণে জমি দিল রাজ্য, মন্ত্রিসভার সিদ্ধান্ত জানালেন মলয় ঘটক

উল্লেখ্য, 1 হাজার 856 কিলোমিটার দীর্ঘ এই ফ্রেট করিডরের কাজ শুরু হয়েছিল 2005 সালে। মূলত পাঁচ রাজ্যকে সংযুক্ত করছে এই ফ্রেট করিডর। যার গুরুত্বপূর্ণ অংশ রয়েছে এই রাজ্যে ৷ ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় এই ফ্রেট করিডরের জমি নিয়ে বিভিন্ন সময়ে রেলকে অভিযোগ করতে শোনা গিয়েছে। কিন্তু এদিন রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প রূপায়ণের জন্য দু'টি জমি বরাদ্দ করা হয়েছে। এই অবস্থায় এই প্রকল্প দ্রুত রূপায়ণ করা যায় কি না, সেটাই এখন দেখার।

উল্লেখ্য, কয়লা খাদান সম্প্রসারণের জন্য এদিন ইসিএলকে জমি দিয়েছে রাজ্য। সোমবার রাজ্য মন্ত্রিসভার কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামুড়িয়া-সহ দু'টি এলাকায় জমি দিচ্ছে রাজ্য। এর ফলে ভিনরাজ্যে পণ্য পরিবহণ আরও সহজ হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.