কলকাতা, 4 মে: রাজ্যের সমস্ত জেলার কংগ্রেস সভাপতিদের জরুরি নির্দেশ দেওয়া হল প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে । আগামী কয়েক ঘণ্টার মধ্যে তৈরি করতে হবে জেলা ভিত্তিক ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের তালিকা । আজ এমনই নির্দেশ পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভিন রাজ্যে গিয়ে আটকে পড়েছেন বহু শ্রমিক । দেশের বিভিন্ন রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্তে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে বলে জানানো হয়েছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে । তাদেরকে ফিরিয়ে আনার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে রাজ্যের সমস্ত জেলার কংগ্রেস সভাপতিরাও । সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশ অনুযায়ী ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরার খরচ বহন করবে সংশ্লিষ্ট প্রদেশ কংগ্রেস কমিটিগুলি । সেই কারণে প্রতিটি জেলা কংগ্রেসের সভাপতিদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
সোমেন মিত্র জানিয়েছেন, "পশ্চিমবঙ্গে কর্মসংস্থান না থাকার জন্য এ রাজ্যের বহু শ্রমিক রুটি-রুজির তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে । সমীক্ষা করলে দেখা যাবে, অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ থেকে বেশি সংখ্যায় শ্রমিক ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়ে থাকে । বুধবারের মধ্যে রাজ্যের সমস্ত জেলার শ্রমিকদের তালিকা চূড়ান্ত করে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে পাঠানো হবে । রাজ্যের সমস্ত শ্রমিককে বিনা খরচে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস ।"