কলকাতা 19 মে : ভোট দিলেন কাকলি ঘোষ দস্তিদার । এরপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । বলেন, "ভালো ভোট হচ্ছে । প্রশাসন কাজ করছে ।"
ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, "আমি আশাবাদী । মানুষ পাশে আছে ।" সব্যসাচী দত্ত প্রসঙ্গ উঠতেই কার্যত তাঁকে চিনতে অস্বীকার করেন কাকলি । বলেন, "হু ইজ় সব্যসাচী ? মুনিয়ার (তৃণমূল কর্মী) কথা বলছেন ? ও বেশ ভালো কাজ করছে ।" এরপর তাঁকে মনে করিয়ে দেওয়া হয় মেয়র সব্যসাচী দত্তর কথা । কাকলি বলেন, "দমদমে বেশ খেটেছে ।"