ETV Bharat / state

লকডাউনের প্রথম দিনে প্রায় ক্রেতাশূন্য ডানলপ বাজার - রবিবারে ডানলপ মার্কেটের ব্যস্ততা

করোনা সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে শুরু হয়েছে কড়া বিধিনিষেধ ৷ সকালে 7টা থেকে 10টা খোলা দোকান বাজার ৷ লকডাউনের শুরুর দিন রবিবার ৷ তাও ডানলপ বাজারের একটা অন্য ছবি চোখে পড়ল ৷

লকডাউনের প্রথম রবিবারে ডানলপ বাজারের ছবি
লকডাউনের প্রথম রবিবারে ডানলপ বাজারের ছবি
author img

By

Published : May 16, 2021, 3:19 PM IST

কলকাতা, 16 মে : রাজ্যজুড়ে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী লকডাউন । আজ প্রথম দিনে ডানলপ বাজারের চিত্রটা অনেকটাই আলাদা । সপ্তাহের ছুটির দিন রবিবার । কিন্তু আর পাঁচটা রবিবারের মতো ডানলপ মার্কেটে সাতসকালে ভিড়ের ছবিটা একেবারে চোখে পড়ল না ।
মাছ বিক্রেতা থেকে মাংস বিক্রেতা প্রত্যেকেই ক্রেতাশূন্য অবস্থায় বসে রয়েছেন । বিক্রেতাদের অভিযোগ, এইভাবে লকডাউন হলে সাধারণ মানুষ আর বাঁচতে পারবেন না । তাঁদের বক্তব্য, মাছ এবং শাকসবজি কিনে রেখে দিয়েছিলেন তাঁরা । একটা আংশিক লকডাউন হবে আভাস পেয়ে আগে থেকেই সচেতন হয়ে গিয়েছিলেন তাঁরা ।

লকডাউনের প্রথম দিনে ডানলপ বাজার

আরো পড়ুন: ভাটপাড়ায় বোমাবাজিতে মৃত 1, আহত 5

রবিবারে ডানলপ মার্কেটে সেই ব্যস্ততা, হুড়োহুড়ি, ভিড়ের ছবিটা কিন্তু চোখে পড়ল না ৷ এবার সাধারণ মানুষ অনেকটাই সচেতন হয়েছেন তা বলাই চলে ।
এদিন মাংসের দোকানে বেশ কিছুটা লাইন দেখা গেলেও সাধারণ মানুষের অনেকেই ক্যামেরার সামনে আসতে অনীহা প্রকাশ করেছিলেন । মাংস বিক্রেতা জানালেন, সকাল থেকে বসে থাকার পর কিছু কাস্টমার এসেছেন । তাই মোটামুটি ভালো লাগছে । কিন্তু আর পাঁচটা রবিবার যে ভাবে বিক্রি-বাট্টা হয়, আজ তার ছিটেফোঁটাও হয়নি ৷ এই ভাবে তাঁদের সংসার চালাতে অত্যন্ত কষ্ট হচ্ছে বলে জানান তিনি ।

কলকাতা, 16 মে : রাজ্যজুড়ে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী লকডাউন । আজ প্রথম দিনে ডানলপ বাজারের চিত্রটা অনেকটাই আলাদা । সপ্তাহের ছুটির দিন রবিবার । কিন্তু আর পাঁচটা রবিবারের মতো ডানলপ মার্কেটে সাতসকালে ভিড়ের ছবিটা একেবারে চোখে পড়ল না ।
মাছ বিক্রেতা থেকে মাংস বিক্রেতা প্রত্যেকেই ক্রেতাশূন্য অবস্থায় বসে রয়েছেন । বিক্রেতাদের অভিযোগ, এইভাবে লকডাউন হলে সাধারণ মানুষ আর বাঁচতে পারবেন না । তাঁদের বক্তব্য, মাছ এবং শাকসবজি কিনে রেখে দিয়েছিলেন তাঁরা । একটা আংশিক লকডাউন হবে আভাস পেয়ে আগে থেকেই সচেতন হয়ে গিয়েছিলেন তাঁরা ।

লকডাউনের প্রথম দিনে ডানলপ বাজার

আরো পড়ুন: ভাটপাড়ায় বোমাবাজিতে মৃত 1, আহত 5

রবিবারে ডানলপ মার্কেটে সেই ব্যস্ততা, হুড়োহুড়ি, ভিড়ের ছবিটা কিন্তু চোখে পড়ল না ৷ এবার সাধারণ মানুষ অনেকটাই সচেতন হয়েছেন তা বলাই চলে ।
এদিন মাংসের দোকানে বেশ কিছুটা লাইন দেখা গেলেও সাধারণ মানুষের অনেকেই ক্যামেরার সামনে আসতে অনীহা প্রকাশ করেছিলেন । মাংস বিক্রেতা জানালেন, সকাল থেকে বসে থাকার পর কিছু কাস্টমার এসেছেন । তাই মোটামুটি ভালো লাগছে । কিন্তু আর পাঁচটা রবিবার যে ভাবে বিক্রি-বাট্টা হয়, আজ তার ছিটেফোঁটাও হয়নি ৷ এই ভাবে তাঁদের সংসার চালাতে অত্যন্ত কষ্ট হচ্ছে বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.