ETV Bharat / state

Nurse Job WB: রাজ্যের স্বাস্থ্য বিভাগে নার্সের চাকরি - nurse

পশ্চিমবঙ্গ হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য বিভাগে নার্স নিয়োগ করা হবে ৷ শিক্ষাগত যোগ্যতা পোস্ট বেসিক নার্সিং অথবা জিএনএম উত্তীর্ণ হতে হবে ৷

Nurse Job WB
রাজ্যের স্বাস্থ্য বিভাগে নার্সের চাকরি
author img

By

Published : Nov 11, 2021, 11:46 AM IST

পশ্চিমবঙ্গ হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য বিভাগে 6,114 জন নার্স নিয়োগ করা হবে ৷ দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে ৷ যে কোনও ভারতীয় নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন ৷ পোস্ট বেসিক বিএসসি 2032টি এবং বেসিক বিএসসি 108টি পদ রয়েছে ৷ অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে মহিলা নার্স 3577 জন এবং পুরুষ নার্স পদে 397 জনকে নিয়োগ করা হবে ৷

শিক্ষাগত যোগ্যতা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা রাজ্য নার্সিং কাউন্সিলের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে পোস্ট বেসিক নার্সিং উত্তীর্ণ হতে হবে ৷ বাংলা এবং নেপালি বলতে ও লিখতে জানতে হবে ৷ মহিলা এবং পুরুষ নার্সের ক্ষেত্রে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা রাজ্য নার্সিং কাউন্সিলের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স পাশ করা হতে হবে ৷ বাংলা এবং নেপালি বলতে ও লিখতে জানতে হবে ৷

আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরি

বয়স হতে হবে 20-39 বছরের মধ্যে ৷ সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ৷ বেতন পে লেভেল 9 অনুযায়ী 29,800 টাকা সঙ্গে অন্যান্য ভাতা ৷ অনলাইনে আবেদন করতে হবে 3-18 নভেম্বর 2021-এর মধ্যে ৷ অনলাইনে আবেদনের সময় নাম, ই-মেল আইডি, মোবাইল নম্বর, এবং কোন পদে নিয়োগের জন্য আবেদন করছেন তার সঠিক তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে ৷ আবেদন ফি 210 টাকা ৷ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে ৷ তবে এসসি-এসটি প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না ৷ বিস্তারিত জানতে এবং আবেদন করতে দেখুন www.wbhealth.gov.in-য়ে ৷

পশ্চিমবঙ্গ হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য বিভাগে 6,114 জন নার্স নিয়োগ করা হবে ৷ দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে ৷ যে কোনও ভারতীয় নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন ৷ পোস্ট বেসিক বিএসসি 2032টি এবং বেসিক বিএসসি 108টি পদ রয়েছে ৷ অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে মহিলা নার্স 3577 জন এবং পুরুষ নার্স পদে 397 জনকে নিয়োগ করা হবে ৷

শিক্ষাগত যোগ্যতা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা রাজ্য নার্সিং কাউন্সিলের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে পোস্ট বেসিক নার্সিং উত্তীর্ণ হতে হবে ৷ বাংলা এবং নেপালি বলতে ও লিখতে জানতে হবে ৷ মহিলা এবং পুরুষ নার্সের ক্ষেত্রে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা রাজ্য নার্সিং কাউন্সিলের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স পাশ করা হতে হবে ৷ বাংলা এবং নেপালি বলতে ও লিখতে জানতে হবে ৷

আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরি

বয়স হতে হবে 20-39 বছরের মধ্যে ৷ সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ৷ বেতন পে লেভেল 9 অনুযায়ী 29,800 টাকা সঙ্গে অন্যান্য ভাতা ৷ অনলাইনে আবেদন করতে হবে 3-18 নভেম্বর 2021-এর মধ্যে ৷ অনলাইনে আবেদনের সময় নাম, ই-মেল আইডি, মোবাইল নম্বর, এবং কোন পদে নিয়োগের জন্য আবেদন করছেন তার সঠিক তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে ৷ আবেদন ফি 210 টাকা ৷ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে ৷ তবে এসসি-এসটি প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না ৷ বিস্তারিত জানতে এবং আবেদন করতে দেখুন www.wbhealth.gov.in-য়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.