কলকাতা, 26 জুন : COVID-19 মৃত্যুর হার কমানোর জন্য রাজ্যেরপ্রতিটি কোরোনা হাসপাতালে QRT (কুইকরেসপন্স টিম) গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর । এইবার স্বাস্থ্যদপ্তরের তরফেPMT (প্রোটোকলমনিটরিং টিম) গঠনের নির্দেশ দেওয়া হল । রাজ্যে COVID-19-এ মৃত্যু প্রতিরোধ করতে বিভিন্নহাসপাতালে পরিদর্শনে যাবে এই প্রতিনিধি দল ।
রাজ্যে COVID-19-এ মৃত্যুর হার কমানোর উদ্দেশে 23 জুন নির্দেশিকা জারি করেস্বাস্থ্যদপ্তর । ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়, কয়েকটি হাসপাতালে CCU অথবা ICU-তে COVID-19 রোগীদের চিকিৎসার সময় গিয়েছে,COVID-19 রোগীদেরমৃত্যুর হার অনেকাংশে কমানো যেতে পারে । তার জন্য সঠিক সময়ে অত্যন্ত তৎপরতারসঙ্গে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন । এর জন্য রাজ্যের প্রতিটি COVID-19 হাসপাতালে অবশ্যই QRT গঠন করতে হবে ।
QRT গঠনের নির্দেশের পর COVID-19-এ মৃত্যুর হার কমানোর লক্ষ্যে এইবার PMT গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর । তাদেরপ্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, হাসপাতালে পরিদর্শনে গিয়ে PMT দেখবে COVID-19-এর চিকিৎসার ক্ষেত্রে প্রোটোকল মানা হচ্ছে কি না । যেসব COVID-19রোগীর কো-মরবিডিটি রয়েছে, তাঁদের চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থানেওয়া হচ্ছে কি না । দুইটি PMT গঠনের কথা নির্দেশিকায় জানানো হয়েছে । প্রতিটি দলেরয়েছেন দুইজন করে অধ্যাপক-চিকিৎসক এবং একজন স্বাস্থ্য আধিকারিক । যে হাসপাতালেকোনও COVID-19রোগীর মৃত্যু হবে, সেই হাসপাতলে এই দল পরিদর্শনে যাবে । COVID-19রোগীর মৃত্যুর খবর পাওয়ার 24 ঘণ্টার মধ্যে এই দল যাবে সংশ্লিষ্ট হাসপাতালে ।হাসপাতালে পরিদর্শনে গিয়ে PMT মৃত রোগীর চিকিৎসার রেকর্ড দেখবে, । সংশ্লিষ্ট হাসপাতালের আধিকারিকের সঙ্গে কথা বলবে ।চিকিৎসায় কোনও খামতি থেকে গিয়েছে কি না, তা দেখবে । COVID-19 রোগীদের চিকিৎসায় প্রোটোকল যথাযথভাবে মেনে চলারক্ষেত্রে প্রয়োজনে সহায়তা করবে এই দল । COVID-19 রোগীর মৃত্যু প্রতিরোধ করতে চিকিৎসার ক্ষেত্রে কোনওপরিবর্তন আনতে হবে কি না তাও চিহ্নিত করবে এই দল ।