কলকাতা, 4 অগস্ট: বকেয়া মহার্ঘভাতার দাবিতে দিনের পর দিন শহিদ মিনারের কাছে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের যৌথমঞ্চের সদস্যরা । সেই মঞ্চ থেকেই শুক্রবার অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা রাষ্ট্রপতির কাছে ই-মেল করে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন ।
একদিকে প্রতিদিন বেড়ে চলেছে বাজারে জিনিসপত্রের দাম । অন্যদিকে বিভিন্ন পরিষেবা খরচ বাড়ছে । তবে তাল মিলিয়ে বাড়ছে না অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘভাতা । ফলে সংসার-পরিবার চালানো আরও দুর্বিষহ হয়ে উঠছে । এই অবস্থায় বেচেঁ থাকাটাই যন্ত্রণাদায়ক। হয় বকেয়া মহার্ঘ্যভাতা দিক সরকার, নয় মৃত্যু ছাড়া পথ নেই । এমনই বক্তব্য আন্দলনরত অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের ৷ তাই এদিন মঞ্চ থেকে ই-মেল করে রাষ্ট্রপতির দরবারে স্বেচ্ছামৃত্যুর আর্জি জানালেন তাঁরা ।
এদিন প্রথমে আনুষ্ঠানিকভাবে 5টি ই-মেল রাষ্ট্রপতির কাছে পাঠান হয় ৷ পরবর্তী সময়ে সব মিলিয়ে 50টির বেশি ই-মেল রাষ্ট্রপতি ভবনে পাঠান হয়েছে বলে খবর ৷ আন্দোলনরত অবসরপ্রাপ্ত কর্মীদের কথায়, "আমরা বকেয়া মহার্ঘভাতা, স্বচ্ছ নিয়োগের দাবিতে অবস্থান চালাচ্ছি । অনশনও করেছি । রাজ্যপাল অনশন তুলতে বললে তাঁর অনুরোধ মেনে তুলে নিয়েছিলাম । সমস্যাগুলি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে আলোচনার ব্যবস্থা করে দেবেন বলা হয়েছিল । কিন্তু দীর্ঘ সময় কেটে গিয়েছে । আমরা যারা অবসরপ্রাপ্ত, তাদের মহার্ঘভাতা ছাড়া আয়ের আর কোনও পথ নেই ৷ আমদের অন্য কোনো সুযোগ সুবিধা নেই । এই অবস্থায় দিনের পর দিন মূল্যবৃদ্ধি হচ্ছে । অবসরপ্রাপ্তরা সামান্য মহার্ঘভাতা পাচ্ছেন । বয়স হওয়াতে ওষুধের খরচও বাড়ছে । সংসার চালানো অসম্ভব হয়ে উঠছে । কেন্দ্র বা রাজ্যে সরকারের কোনও হেলদোল নেই ।"
আরও পড়ুন: সকালে বিজেপি বিরোধিতা, বিকেলে বিধানসভায় জয় শ্রীরাম - একই দিনে বিধায়কের দুই রূপ
আন্দোলনকারীদের দাবি, তাই যেমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ রাষ্ট্রপতির কাছে আবেদন জানান স্বেচ্ছা মৃত্যুর জন্য, তাঁরাও সেরকম আবেদন জানাচ্ছেন ৷ তিল তিল করে মারা যাওয়ার থেকে এই মৃত্যুই ভালো বলে আন্দোলনকারীদের দাবি ৷