কলকাতা, 20 ডিসেম্বর: আবারও ফিরছে করোনা আতঙ্ক। এই রাজ্যে সংক্রমণ এখনও না-বাড়লেও অন্য রাজ্যে ইতিমধ্যেই থাবা বসাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। কোভিডের আগ্রাসন রুখতে রাজ্যে ফের তৎপরতা তুঙ্গে । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রতিটি রাজ্যকে সাবধানতা অবলম্বন করার বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে কয়েকটি নিয়ম মেনে চলতে বলা হয়েছে। সেই নির্দেশিকা আসার পরেই নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দফতর। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব, হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্য ভবনের অন্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। আজ, বুধবার ফের করোনা নিয়ে বৈঠকে বসতে চলেছে নবান্নে।
সূত্রের খবর, গতকাল, মঙ্গলবার নবান্নে একটি বৈঠক হয় ৷ মুখ্যসচিবের কাছে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে ওই বৈঠকে। আজ ফের বৈঠকে বসতে চলেছে রাজ্য। নবান্নেই হবে এই বৈঠক। তবে এখনও পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। এমতাবস্থায় নজর থাকবে আজকের এই হাই কমিটি বৈঠকের দিকেই। কারণ আজকের বৈঠকের পরে হয়তো জারি হতে পারে কয়েকটি নির্দেশ। ফিরে আসতে পারে মাস্ক ও স্যানিরাইজারের ব্যবহারও। নবান্নের পাশাপাশি সতর্ক কলকাতা কর্পোরেশনও।
প্রসঙ্গত, আবারও ত্রাস ছড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ৷ নাম জেএন.1। ইতিমধ্যেই দেশে সক্রিয় রোগীর সংখ্যা 1 হাজার 800 পার করেছে ৷ উৎসবের মরশুমে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সামনেই 25 ডিসেম্বর এবং তারপরেই ইংরেজি বর্ষবরণ। আর এই দু'টি দিন তো মানুষের একসঙ্গে হন ৷ এদিক সেদিক ঘুরতে যাওয়া থেকে শুরু করে পিকনিক এবং নানা রকমের সেলিব্রেশন লেগেই থাকে ৷ এমনকী 25 এবং 31 ডিসেম্বর পার্ক স্ট্রিট থেকে শুরু করে সারা শহরজুড়ে মানুষের ঢল উপচে পড়ে। তাই অবিলম্বে এই বিষয় পদক্ষেপ না-করলে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে সংক্রমণ। সেদিক থেকে আগাম সতর্ক থাকতেই বৈঠকে বসছে নবান্ন।
আরও পড়ুন: