ETV Bharat / state

Jagdeep Dhankhar on Netai : মুখ্যসচিবকে শেষ সুযোগ, নেতাই নিয়ে টুইট রাজ্যপালের - Netai Jagdeep Dhankhar news

7 জানুয়ারি নেতাই শহিদ দিবসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই যেতে না দেওয়ার কারণ কী ? কেন তিনবার ডাকা সত্ত্বেও মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী রাজ্যপালের সঙ্গে দেখা করেননি ৷ এবার এই সবকিছু জানতে চান রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar on Netai) ৷

Jagdeep Dhankhar
টুইট করলেন জগদীপ ধনকড়
author img

By

Published : Jan 19, 2022, 10:34 AM IST

Updated : Jan 19, 2022, 11:33 AM IST

কলকাতা, 19 জানুয়ারি : সাত দিনের মধ্যে জবাবদিহির নির্দেশ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ 7 জানুয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে যেতে দেওয়া হয়নি ৷ রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর কাছে এর কারণ জানতে চেয়েছিলেন রাজ্যপাল ৷ কিন্তু উত্তর পাননি ৷ তাই এবার শেষ সুযোগ দিচ্ছেন তিনি, জানিয়ে টুইট করেছেন রাজ্যপাল ৷ টুইটটি রাজ্য সরকার, আইএএস অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করেছেন তিনি (WB Governor Jagdeep Dhankhar tweets to take legal action over Netai issue) ৷

7 জানুয়ারি নেতাই শহিদ দিবস (Netaji Martyrs Divas) ৷ 2010-এর এই দিনে ঝাড়গ্রামের নেতাইয়ে বহু বাসিন্দাকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল সিপিএম-এর বিরুদ্ধে ৷ প্রতি বছর এই দিনটি 'নেতাই শহিদ দিবস' হিসেবে পালন করা হয় ৷

শহিদ দিবসে নেতাই যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari) ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে নেতাই যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করে রাজ্যপালের কাছে চিঠি পাঠান শুভেন্দু অধিকারী (Suvendu writes letter to Dhankahr) ৷

আরও পড়ুন : Dhankhar tweeted on Suvendu : শুভেন্দুকে আটকানোর তথ্য না পেয়ে ‘অপমানিত’ রাজ্যপালের কড়া টুইট-বার্তা

8 জানুয়ারি এই নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary Hari Krishna Dwivedi) ও রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালব্যকে (DGP Manoj Malaviya) তলব করেন রাজ্যপাল ৷ 11 জানুয়ারি, সোমবার সকাল 11টার মধ্যে তাঁদের রাজভবনে উপস্থিত হওয়ার নির্দেশ দেন তিনি ৷ কিন্তু দুই আধিকারিক জানান, তাঁরা করোনার কারণে আইসোলেশনে আছেন ৷ তাঁদের পরিবর্তে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ও পুলিশের কোনও শীর্ষ আধিকারিককে পাঠাতে বলে টুইট করেন ধনকড় ৷ সোমবার দুপুরে একটি টুইট করে তিনি অভিযোগ করেন, তাঁর সঙ্গে কেউ দেখা করতে আসেননি ৷ বরং একই বয়ানে মুখ্যসচিব ও ডিজির পক্ষ থেকে দু'টি বার্তা তাঁকে পাঠানো হয়েছে ৷ সেখানে করোনা, গঙ্গাসাগর মেলা ইত্যাদি পরিস্থিতির কথা উল্লেখ করে পরে বৈঠকের অনুরোধ জানানো হয়েছে ৷

12 জানুয়ারি আরেকটি টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankar) রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও পুলিশের ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধে অভিযোগ করেন, বুধবার 12 জানুয়ারি তিনি মুখ্যসচিব ও ডিজিকে ডেকেছিলেন ৷ গত তিনদিনে দু'বার তাঁর ডাকা বৈঠক 'বয়কট' করেছেন দুই আধিকারিক (Dhankhar alleges that CS DGP boycott his meeting) ৷ এই ঘটনাকে তিনি অসাংবিধানিক বলেও দাবি করেন ৷

আরও পড়ুন : Dhankhar on CS-DGP Meeting : বৈঠক ‘বয়কট’ মুখ্যসচিব-ডিজির, ক্ষুব্ধ রাজ্যপাল

এবার রীতিমতো আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিলেন রাজ্যপাল ৷ গণতান্ত্রিক সংবিধানে বিরোধী দলনেতার বিশেষ জায়গা রয়েছে ৷ আর কলকাতা হাইকোর্টের নির্দেশও গুরুতর ৷ কিন্তু মুখ্যসচিব এই বিষয় দু'টিকে কোনও গুরুত্ব দেননি ৷ তাই 18 জানুয়ারি এই চিঠি দেওয়ার সাত দিনের মধ্যে হরি কৃষ্ণ দ্বিবেদীকে শুভেন্দু অধিকারীকে নেতাই না-যেতে দেওয়ার কারণ দর্শাতে হবে এবং বিগত দিনগুলিতে তাঁকে কেন ডাকা হয়নি তার ব্যাখ্যা দিতে হবে ৷ না-হলে, ধরা হবে যে তিনি ইচ্ছাকৃত অল ইন্ডিয়া সার্ভিস রুলস, 1968 (All India Service (Conduct) Rules, 1968) লঙ্ঘন করেছেন ৷ এরপর তাঁর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করবেন রাজ্যপাল ৷ এটাই শেষ সুযোগ ৷

কলকাতা, 19 জানুয়ারি : সাত দিনের মধ্যে জবাবদিহির নির্দেশ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ 7 জানুয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে যেতে দেওয়া হয়নি ৷ রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর কাছে এর কারণ জানতে চেয়েছিলেন রাজ্যপাল ৷ কিন্তু উত্তর পাননি ৷ তাই এবার শেষ সুযোগ দিচ্ছেন তিনি, জানিয়ে টুইট করেছেন রাজ্যপাল ৷ টুইটটি রাজ্য সরকার, আইএএস অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করেছেন তিনি (WB Governor Jagdeep Dhankhar tweets to take legal action over Netai issue) ৷

7 জানুয়ারি নেতাই শহিদ দিবস (Netaji Martyrs Divas) ৷ 2010-এর এই দিনে ঝাড়গ্রামের নেতাইয়ে বহু বাসিন্দাকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল সিপিএম-এর বিরুদ্ধে ৷ প্রতি বছর এই দিনটি 'নেতাই শহিদ দিবস' হিসেবে পালন করা হয় ৷

শহিদ দিবসে নেতাই যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari) ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে নেতাই যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করে রাজ্যপালের কাছে চিঠি পাঠান শুভেন্দু অধিকারী (Suvendu writes letter to Dhankahr) ৷

আরও পড়ুন : Dhankhar tweeted on Suvendu : শুভেন্দুকে আটকানোর তথ্য না পেয়ে ‘অপমানিত’ রাজ্যপালের কড়া টুইট-বার্তা

8 জানুয়ারি এই নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary Hari Krishna Dwivedi) ও রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালব্যকে (DGP Manoj Malaviya) তলব করেন রাজ্যপাল ৷ 11 জানুয়ারি, সোমবার সকাল 11টার মধ্যে তাঁদের রাজভবনে উপস্থিত হওয়ার নির্দেশ দেন তিনি ৷ কিন্তু দুই আধিকারিক জানান, তাঁরা করোনার কারণে আইসোলেশনে আছেন ৷ তাঁদের পরিবর্তে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ও পুলিশের কোনও শীর্ষ আধিকারিককে পাঠাতে বলে টুইট করেন ধনকড় ৷ সোমবার দুপুরে একটি টুইট করে তিনি অভিযোগ করেন, তাঁর সঙ্গে কেউ দেখা করতে আসেননি ৷ বরং একই বয়ানে মুখ্যসচিব ও ডিজির পক্ষ থেকে দু'টি বার্তা তাঁকে পাঠানো হয়েছে ৷ সেখানে করোনা, গঙ্গাসাগর মেলা ইত্যাদি পরিস্থিতির কথা উল্লেখ করে পরে বৈঠকের অনুরোধ জানানো হয়েছে ৷

12 জানুয়ারি আরেকটি টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankar) রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও পুলিশের ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধে অভিযোগ করেন, বুধবার 12 জানুয়ারি তিনি মুখ্যসচিব ও ডিজিকে ডেকেছিলেন ৷ গত তিনদিনে দু'বার তাঁর ডাকা বৈঠক 'বয়কট' করেছেন দুই আধিকারিক (Dhankhar alleges that CS DGP boycott his meeting) ৷ এই ঘটনাকে তিনি অসাংবিধানিক বলেও দাবি করেন ৷

আরও পড়ুন : Dhankhar on CS-DGP Meeting : বৈঠক ‘বয়কট’ মুখ্যসচিব-ডিজির, ক্ষুব্ধ রাজ্যপাল

এবার রীতিমতো আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিলেন রাজ্যপাল ৷ গণতান্ত্রিক সংবিধানে বিরোধী দলনেতার বিশেষ জায়গা রয়েছে ৷ আর কলকাতা হাইকোর্টের নির্দেশও গুরুতর ৷ কিন্তু মুখ্যসচিব এই বিষয় দু'টিকে কোনও গুরুত্ব দেননি ৷ তাই 18 জানুয়ারি এই চিঠি দেওয়ার সাত দিনের মধ্যে হরি কৃষ্ণ দ্বিবেদীকে শুভেন্দু অধিকারীকে নেতাই না-যেতে দেওয়ার কারণ দর্শাতে হবে এবং বিগত দিনগুলিতে তাঁকে কেন ডাকা হয়নি তার ব্যাখ্যা দিতে হবে ৷ না-হলে, ধরা হবে যে তিনি ইচ্ছাকৃত অল ইন্ডিয়া সার্ভিস রুলস, 1968 (All India Service (Conduct) Rules, 1968) লঙ্ঘন করেছেন ৷ এরপর তাঁর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করবেন রাজ্যপাল ৷ এটাই শেষ সুযোগ ৷

Last Updated : Jan 19, 2022, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.