ETV Bharat / state

Governor CV Ananda Bose: 'শুভেন্দু অধিকারীর দাবিকে দাবি হিসেবেই দেখব', 355 ধারা লাগু নিয়ে মত রাজ্যপালের - CV Ananda Bose Suvendu Adhikari Issue

বিধানসভার বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে 355 ধারা জারির দাবি জানিয়ে আসছেন ৷ এছাড়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছে সরকার ৷ এই বিষয়গুলি নিয়ে নিজের মতামত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

ETV Bharat
সিভি আনন্দ বোস
author img

By

Published : Aug 2, 2023, 9:40 AM IST

Updated : Aug 2, 2023, 10:37 AM IST

রাজ্যে 355 ধারা জারির দাবি এবং বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সম্পর্কে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 2 অগস্ট: রাজ্যে 355 ধারা জারির দাবি তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একে দাবি হিসেবেই দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ একটি সাংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথাই বললেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ রাজ্যপাল বলেন, "হ্যাঁ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি দাবি তুলেছেন ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা খতিয়ে দেখবে ৷ তাঁর দাবিকে একটি দাবি হিসেবেই দেখছি ৷"

সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন ৷ তাঁর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার ৷ রাজ্যপালের এই পদক্ষেপের বিরুদ্ধে তৃণমূল সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এ প্রসঙ্গে সিভি আনন্দ বোস জানান, এতে কোনও ভুল নেই ৷ সরকার সুপ্রিম কোর্টে যেতেই পারেন ৷ তিনি নিজে বোঝাপড়ায় বিশ্বাসী, সংঘর্ষে নয় ৷

  • #WATCH | "The Leader of the Opposition has only made a demand and I will treat it as only a demand," says West Bengal Governor CV Ananda Bose on LoP Suvendu Adhikari demanding imposition of Article 355 in the state. pic.twitter.com/VlvjXaknZs

    — ANI (@ANI) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ প্রসঙ্গে রাজ্যপাল জানান, এই বিষয়ে তিনি দেশের তাবড় আইনজীবী, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, এমনকী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সঙ্গে আলোচনা করেছেন ৷ তাঁদের থেকে পরামর্শ নিয়ে একটি নথি তৈরি করেছেন ৷ তাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্ষমতার বিষয়টি পরিষ্কারভাবে জানানো আছে ৷ তাতে শীর্ষ আদালত, কলকাতা হাইকোর্টের নির্দেশের উল্লেখও রয়েছে ৷

তাই সুপ্রিম কোর্টে যাওয়ার আগে অপর পক্ষ এটি ভালো করে দেখে নিতে পারে বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এদিন সিভি আনন্দ বোস বলেন, "এই বিষয়ে বিতর্ক হোক ৷ তাতে কোনও আইন লঙ্ঘনের বিষয় উঠে এলে, তা নিয়েও আমরা ভাবনাচিন্তা করব ৷ আমার একটাই উদ্দেশ্য যাতে বিশ্ববিদ্যালয়ের কার্যপদ্ধতির উন্নতি হয় ৷"

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতি মেনে নেয়নি রাজ্য, বিধানসভায় জানালেন ব্রাত্য বসু

প্রসঙ্গত, বুধবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে 'আমনে সামনে' শীর্ষক একটি কর্মসূচির উদ্বোধন করেন ৷ এই কর্মসূচিতে কলকাতার পড়ুয়ারা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন ৷ তাঁর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন ৷ তিনি বলেন, "এই কর্মসূচিতে রাজ্যপাল নতুন প্রজন্মের সঙ্গে কথা বলবেন ৷ তরুণ প্রজন্মের পড়ুয়ারা রাজভবনে ভোর সাড়ে 5টা থেকে সাড়ে 6টার মধ্যে এসে আমার সঙ্গে দেখা করতে পারে ৷"

রাজ্যে 355 ধারা জারির দাবি এবং বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সম্পর্কে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 2 অগস্ট: রাজ্যে 355 ধারা জারির দাবি তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একে দাবি হিসেবেই দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ একটি সাংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথাই বললেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ রাজ্যপাল বলেন, "হ্যাঁ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি দাবি তুলেছেন ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা খতিয়ে দেখবে ৷ তাঁর দাবিকে একটি দাবি হিসেবেই দেখছি ৷"

সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন ৷ তাঁর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার ৷ রাজ্যপালের এই পদক্ষেপের বিরুদ্ধে তৃণমূল সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এ প্রসঙ্গে সিভি আনন্দ বোস জানান, এতে কোনও ভুল নেই ৷ সরকার সুপ্রিম কোর্টে যেতেই পারেন ৷ তিনি নিজে বোঝাপড়ায় বিশ্বাসী, সংঘর্ষে নয় ৷

  • #WATCH | "The Leader of the Opposition has only made a demand and I will treat it as only a demand," says West Bengal Governor CV Ananda Bose on LoP Suvendu Adhikari demanding imposition of Article 355 in the state. pic.twitter.com/VlvjXaknZs

    — ANI (@ANI) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ প্রসঙ্গে রাজ্যপাল জানান, এই বিষয়ে তিনি দেশের তাবড় আইনজীবী, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, এমনকী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সঙ্গে আলোচনা করেছেন ৷ তাঁদের থেকে পরামর্শ নিয়ে একটি নথি তৈরি করেছেন ৷ তাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্ষমতার বিষয়টি পরিষ্কারভাবে জানানো আছে ৷ তাতে শীর্ষ আদালত, কলকাতা হাইকোর্টের নির্দেশের উল্লেখও রয়েছে ৷

তাই সুপ্রিম কোর্টে যাওয়ার আগে অপর পক্ষ এটি ভালো করে দেখে নিতে পারে বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এদিন সিভি আনন্দ বোস বলেন, "এই বিষয়ে বিতর্ক হোক ৷ তাতে কোনও আইন লঙ্ঘনের বিষয় উঠে এলে, তা নিয়েও আমরা ভাবনাচিন্তা করব ৷ আমার একটাই উদ্দেশ্য যাতে বিশ্ববিদ্যালয়ের কার্যপদ্ধতির উন্নতি হয় ৷"

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতি মেনে নেয়নি রাজ্য, বিধানসভায় জানালেন ব্রাত্য বসু

প্রসঙ্গত, বুধবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে 'আমনে সামনে' শীর্ষক একটি কর্মসূচির উদ্বোধন করেন ৷ এই কর্মসূচিতে কলকাতার পড়ুয়ারা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন ৷ তাঁর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন ৷ তিনি বলেন, "এই কর্মসূচিতে রাজ্যপাল নতুন প্রজন্মের সঙ্গে কথা বলবেন ৷ তরুণ প্রজন্মের পড়ুয়ারা রাজভবনে ভোর সাড়ে 5টা থেকে সাড়ে 6টার মধ্যে এসে আমার সঙ্গে দেখা করতে পারে ৷"

Last Updated : Aug 2, 2023, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.