ETV Bharat / state

Government over VC Appointment: রাজ্যপালকে এড়াতে উপাচার্য নিয়োগে বদল! অর্ডিন্যান্সের ভাবনা ব্রাত্যদের - ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন

উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে তৃণমূল সরকারের বিরোধ চরমে পৌঁছেছিল ৷ আবারও কি তার পুনরাবৃত্তি হবে ? সম্প্রতি নয়া রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলির কাজকর্ম, আর্থিক লেনদেন সবিস্তার জানতে উপাচার্যদের চিঠি পাঠিয়েছেন ৷ এই পদক্ষেপের বিকল্প সন্ধান করছে রাজ্য ৷

VC Appointment
উপাচার্য নিয়োগ
author img

By

Published : Apr 9, 2023, 7:59 AM IST

কলকাতা, 9 এপ্রিল: ফের চর্চায় রাজভবন বনাম শিক্ষাদফতর ৷ 6 এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যপাল সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের কাছ থেকে কাজকর্মের খতিয়ান, আর্থিক লেনদেনের হিসেব জানতে চেয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠান ৷ সাংবিধানিক পদমর্যাদায় রাজ্যপাল রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য ৷ তাঁর পাঠানো নির্দেশিকার প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যপালের এই নির্দেশিকা আইনের দিক দিয়ে কতটা যুক্তিযুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তাই রাজ্যে আবারও রাজ্যপাল বনাম সরকারের মধ্যে সংঘাতের আভাস মিলছে ৷ এই পরিস্থিতিতে বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার ৷ সূত্রে জানা গিয়েছে, এতে রাজ্যপাল যাতে উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় কোনও ভাবে হস্তক্ষেপ করতে না পারেন, তার ব্যবস্থা নেবে সরকার ৷

বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে পুরনো রীতি চালু করার উদ্যোগ নিচ্ছে তৃণমূল ৷ স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে একটি সার্চ কমিটি থাকে ৷ বর্তমানে এই কমিটিতে 3 জন সদস্য আছেন ৷ এর বদলে সেখানে 5 জন সদস্য রাখার কথা চিন্তা করছে শিক্ষা দফতর ৷ পয়লা বৈশাখের পর মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনা হতে পারে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে ৷

পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন সার্চ কমিটিতে প্রতিনিধির সংখ্যা পাঁচ থেকে কমিয়ে তিনজন করা হয়েছিল ৷ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (ইউজিসি) বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছিল ৷ এবার নতুন সার্চ কমিটি গঠিত হলে তাতে থাকবেন ইউজিসির অনুমোদিত প্রতিনিধি ৷ প্রথমে মন্ত্রিসভায় এই প্রস্তাব গৃহীত হবে ৷ তারপর তা অর্ডিন্যান্স আকারে পাশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এর পরের ধাপে সেই অর্ডিন্যান্স রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে ৷

প্রাক্তন আমলা সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল হওয়ার পর উপাচার্য নিয়োগ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয় ৷ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য রাখার জন্য উদ্যোগ নিয়েছিলেন রাজ্যপাল ৷ 6 এপ্রিল রাজভবন থেকে উপাচার্যদের চিঠি দেওয়ার পরপরই তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী ৷ বর্তমানে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনও উপাচার্যদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ আচার্যের অনুমোদন ছাড়া কেন উপাচার্য নিয়োগ করা হবে ? এই প্রশ্নকে ঘিরে তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি ৷ নতুন রাজ্যপাল এসেও সেই সংঘাতের পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে হচ্ছে ৷ আদালতের নির্দেশে নিজেদের সিদ্ধান্ত বদলে সার্চ কমিটিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ ইউজিসির প্রতিনিধিকে ফেরাতে চলেছে সরকার ৷

আরও পড়ুন: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশিকা রাজভবনের, প্রতি সপ্তাহে রিপোর্ট পাঠানোর নির্দেশ

কলকাতা, 9 এপ্রিল: ফের চর্চায় রাজভবন বনাম শিক্ষাদফতর ৷ 6 এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যপাল সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের কাছ থেকে কাজকর্মের খতিয়ান, আর্থিক লেনদেনের হিসেব জানতে চেয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠান ৷ সাংবিধানিক পদমর্যাদায় রাজ্যপাল রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য ৷ তাঁর পাঠানো নির্দেশিকার প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যপালের এই নির্দেশিকা আইনের দিক দিয়ে কতটা যুক্তিযুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তাই রাজ্যে আবারও রাজ্যপাল বনাম সরকারের মধ্যে সংঘাতের আভাস মিলছে ৷ এই পরিস্থিতিতে বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার ৷ সূত্রে জানা গিয়েছে, এতে রাজ্যপাল যাতে উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় কোনও ভাবে হস্তক্ষেপ করতে না পারেন, তার ব্যবস্থা নেবে সরকার ৷

বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে পুরনো রীতি চালু করার উদ্যোগ নিচ্ছে তৃণমূল ৷ স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে একটি সার্চ কমিটি থাকে ৷ বর্তমানে এই কমিটিতে 3 জন সদস্য আছেন ৷ এর বদলে সেখানে 5 জন সদস্য রাখার কথা চিন্তা করছে শিক্ষা দফতর ৷ পয়লা বৈশাখের পর মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনা হতে পারে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে ৷

পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন সার্চ কমিটিতে প্রতিনিধির সংখ্যা পাঁচ থেকে কমিয়ে তিনজন করা হয়েছিল ৷ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (ইউজিসি) বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছিল ৷ এবার নতুন সার্চ কমিটি গঠিত হলে তাতে থাকবেন ইউজিসির অনুমোদিত প্রতিনিধি ৷ প্রথমে মন্ত্রিসভায় এই প্রস্তাব গৃহীত হবে ৷ তারপর তা অর্ডিন্যান্স আকারে পাশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এর পরের ধাপে সেই অর্ডিন্যান্স রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে ৷

প্রাক্তন আমলা সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল হওয়ার পর উপাচার্য নিয়োগ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয় ৷ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য রাখার জন্য উদ্যোগ নিয়েছিলেন রাজ্যপাল ৷ 6 এপ্রিল রাজভবন থেকে উপাচার্যদের চিঠি দেওয়ার পরপরই তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী ৷ বর্তমানে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনও উপাচার্যদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ আচার্যের অনুমোদন ছাড়া কেন উপাচার্য নিয়োগ করা হবে ? এই প্রশ্নকে ঘিরে তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি ৷ নতুন রাজ্যপাল এসেও সেই সংঘাতের পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে হচ্ছে ৷ আদালতের নির্দেশে নিজেদের সিদ্ধান্ত বদলে সার্চ কমিটিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ ইউজিসির প্রতিনিধিকে ফেরাতে চলেছে সরকার ৷

আরও পড়ুন: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশিকা রাজভবনের, প্রতি সপ্তাহে রিপোর্ট পাঠানোর নির্দেশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.