কলকাতা,7 ফেব্রুয়ারি: পূর্ব ঘোষণা মতোই আজ, সোমবার দু'দিনের উত্তরপ্রদেশ (UP election 2022) সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে পৌঁছবেন লখনউ (uttar pradesh election campaign)। মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করবেন অখিলেশ যাদবের সঙ্গে। সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতেই উত্তরপ্রদেশ সফর মুখ্য়মন্ত্রীর।
আরও পড়ুন : কিশোরের পেটে-পিঠে ঘাসফুল, বুকে লেখা ‘বাংলার গর্ব মমতা’
রাজ্যে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠিত হওয়ার পর জাতীয় ক্ষেত্রেও গুরুত্ব বেড়েছে তৃণমূলের । এবার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে তৃণমূল কংগ্রেস গোয়া, ত্রিপুরাতেও নিজেদের শক্তি বৃদ্ধিতে উদ্যত হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে তাদের সাংগঠনিক শক্তি বিস্তারের উদ্যোগ নিয়েছে তৃণমূল (mamta banerjee is going to uttar pradesh)। যদিও আসন্ন নির্বাচনে যোগী-রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে না এ রাজ্যের শাসকদল । ঠিক যেভাবে একুশে বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন করে বাংলায় কোনও প্রার্থী দেয়নি (Tuesday akhilesh- mamata meeting)। একইভাবে এবার তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশে অখিলেশকে সম্পূর্ণ সমর্থন করছে । সেই ধারাকে বজায় রাখতে আজ যোগী রাজ্যে মমতা । আগামীকাল উত্তরপ্রদেশে অখিলেশ ও মমতা যৌথ প্রচার করবেন । প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জয়া বচ্চন কলকাতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে । এবার তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উত্তরপ্রদেশ যাচ্ছেন অখিলেশের দলের হয়ে প্রচারে ।
আরও পড়ুন : খ্যাপা ষাঁড়ের গুঁতোয় লণ্ডভণ্ড মমতার রোড শো
সূত্রের খবর, আজ বিকাল ৫টা নাগাদ লখনউ পৌঁছবেন তিনি । তৃণমূল নেত্রীর সফর সম্পর্কে আগেই জানিয়েছিলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ । তৃণমূল সূত্রে খবর, মূলত ২ দফায় উত্তরপ্রদেশে ভার্চুয়াল প্রচারে যাবেন সুপ্রিমো । আজ লখনউ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল সভায় যোগ দেবেন মমতা । মঙ্গলবার যৌথ সাংবাদিক বৈঠকে অখিলেশের সঙ্গে যোগ দেবেন তিনি । পরবর্তীতে দ্বিতীয় দফায় আবার বারাণসীতে প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেও তার সঙ্গে থাকবেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব । মোটের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দু'দফার এই সফর যোগী-রাজ্যের নির্বাচনে তৃণমূল সশরীরে না থেকেও ভোটযুদ্ধ যে জমিয়ে তুলবে, তাতে কোনও সন্দেহ নেই ।