ETV Bharat / state

Chief Secretory meets Governor: রাজ্যপালের তলবে রাজভবনে মুখ্যসচিব, কারণ নিয়ে ধোঁয়াশা - CV Ananda Bose

সংবাদমাধ্যমের মুখ খুলতে চাননি রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী । একইভাবে রাজভবনের তরফে কোনও কিছু জানানো হয়নি । ফলে বৈঠকের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 9:20 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: সকাল থেকে রাজ্য-রাজ্যপাল সংঘাতে উত্তপ্ত বাংলা । রাজ্যপাল সিভি আনন্দ বোস ‘অ্যাকশন’ দেখাতে মাঝরাত পর্যন্ত অপেক্ষার কথা বলছেন । অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কটাক্ষ, ‘নতুন ভ্যাম্পায়ার এসেছে শহরে’ । এসবের মাঝেই শনিবার রাজভবনে আসেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ৷ বিকেল নাগাদ রাজভবনে প্রবেশ করেন তিনি । বেরোন প্রায় এক ঘণ্টা বৈঠকের পর ৷ সংবাদমাধ্যমে এ বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। একইভাবে রাজভবনের তরফে কোনও কিছু জানানো হয়নি । ফলে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর বৈঠকের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ।

এদিন সকালে সল্টলেক ইজেডে এক অনুষ্ঠানের পরে রাজ্যপাল আনন্দ বোস সাংবাদিকদের মুখোমুখি হন ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী এবং সরকারের নানা পদক্ষেপের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণের কথা বলেন । রাজ্যপাল বলেন, ‘‘আমি আমার কাজের জন্য গর্বিত । আজ মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন । দেখুন কী পদক্ষেপ নেওয়া হয় ।"

এরপরই পালটা টুইটে ব্রাত্য লেখেন, ‘‘মধ্যরাত পর্যন্ত দেখুন, কর্ম দেখুন ৷ সাবধান! সাবধান! সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার! নাগরিকরা দয়া করে নিজের দিকে খেয়াল রাখুন । ভারতীয় পৌরাণিক কাহিনী অনুসারে ‘রাক্ষস প্রহর’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি !’’ তারপরেই বিকেলে আচমকাই মুখ্যসচিবকে ডেকে পাঠানোয় নানান জল্পনা শুরু হয়েছে ৷ কিন্তু দু’পক্ষের কেউই মুখ খুলছেন না ।

Chief Secretory meets Governor
‘অ্যাকশন’ দেখাতে মাঝরাত পর্যন্ত অপেক্ষার কথা বলছেন রাজ্যপাল বোস

তবে অভিজ্ঞ মহলের মতে, আজ সকালে রাজ্যপাল অ্যাকশন গ্রহণের কথা বলেছেন ৷ সে বিষয়ে মুখ্যসচিবের সঙ্গে আলোচনা হতে পারে । শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হয়তো পদক্ষেপও গ্রহণ করতে পারেন রাজ্যপাল । নতুবা গতকাল ব্রাত্য বসুর বৈঠকে অনুপস্থিত বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের যে শো-কজ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সে বিষয়েও রাজ্যপাল হস্তক্ষেপ করতে পারেন । তবে রাজভবনের আরেক সূত্রের দাবি, রাজ্য মন্ত্রিসভার যে রদবদলের কথা শোনা যাচ্ছিল সে বিষয়ে দু’পক্ষের আলোচনা হতে পারে । ঠিক তেমনই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির যে যে সমস্যা রয়েছে সে বিষয়েও আলোচনা হতে পারে ।

আরও পড়ুন: 'মাঝরাত পর্যন্ত অপেক্ষা করুন, কী করতে চলেছি'; ব্রাত্যকে পালটা হুঁশিয়ারি রাজ্যপালের

কলকাতা, 9 সেপ্টেম্বর: সকাল থেকে রাজ্য-রাজ্যপাল সংঘাতে উত্তপ্ত বাংলা । রাজ্যপাল সিভি আনন্দ বোস ‘অ্যাকশন’ দেখাতে মাঝরাত পর্যন্ত অপেক্ষার কথা বলছেন । অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কটাক্ষ, ‘নতুন ভ্যাম্পায়ার এসেছে শহরে’ । এসবের মাঝেই শনিবার রাজভবনে আসেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ৷ বিকেল নাগাদ রাজভবনে প্রবেশ করেন তিনি । বেরোন প্রায় এক ঘণ্টা বৈঠকের পর ৷ সংবাদমাধ্যমে এ বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। একইভাবে রাজভবনের তরফে কোনও কিছু জানানো হয়নি । ফলে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর বৈঠকের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ।

এদিন সকালে সল্টলেক ইজেডে এক অনুষ্ঠানের পরে রাজ্যপাল আনন্দ বোস সাংবাদিকদের মুখোমুখি হন ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী এবং সরকারের নানা পদক্ষেপের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণের কথা বলেন । রাজ্যপাল বলেন, ‘‘আমি আমার কাজের জন্য গর্বিত । আজ মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন । দেখুন কী পদক্ষেপ নেওয়া হয় ।"

এরপরই পালটা টুইটে ব্রাত্য লেখেন, ‘‘মধ্যরাত পর্যন্ত দেখুন, কর্ম দেখুন ৷ সাবধান! সাবধান! সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার! নাগরিকরা দয়া করে নিজের দিকে খেয়াল রাখুন । ভারতীয় পৌরাণিক কাহিনী অনুসারে ‘রাক্ষস প্রহর’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি !’’ তারপরেই বিকেলে আচমকাই মুখ্যসচিবকে ডেকে পাঠানোয় নানান জল্পনা শুরু হয়েছে ৷ কিন্তু দু’পক্ষের কেউই মুখ খুলছেন না ।

Chief Secretory meets Governor
‘অ্যাকশন’ দেখাতে মাঝরাত পর্যন্ত অপেক্ষার কথা বলছেন রাজ্যপাল বোস

তবে অভিজ্ঞ মহলের মতে, আজ সকালে রাজ্যপাল অ্যাকশন গ্রহণের কথা বলেছেন ৷ সে বিষয়ে মুখ্যসচিবের সঙ্গে আলোচনা হতে পারে । শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হয়তো পদক্ষেপও গ্রহণ করতে পারেন রাজ্যপাল । নতুবা গতকাল ব্রাত্য বসুর বৈঠকে অনুপস্থিত বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের যে শো-কজ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সে বিষয়েও রাজ্যপাল হস্তক্ষেপ করতে পারেন । তবে রাজভবনের আরেক সূত্রের দাবি, রাজ্য মন্ত্রিসভার যে রদবদলের কথা শোনা যাচ্ছিল সে বিষয়ে দু’পক্ষের আলোচনা হতে পারে । ঠিক তেমনই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির যে যে সমস্যা রয়েছে সে বিষয়েও আলোচনা হতে পারে ।

আরও পড়ুন: 'মাঝরাত পর্যন্ত অপেক্ষা করুন, কী করতে চলেছি'; ব্রাত্যকে পালটা হুঁশিয়ারি রাজ্যপালের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.