ETV Bharat / state

Chief Secretary on Shibpur Incident: 'হাওড়ায় পরিস্থিতি স্বাভাবিক', নবান্নে জানালেন মুখ্যসচিব

হাওড়ার পরিস্থিতি বর্তমানে একেবারে স্বাভাবিক রয়েছে ৷ শনিবার নবান্ন থেকে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ আর কী কী বললেন তিনি ?

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Apr 1, 2023, 8:01 PM IST

Updated : Apr 1, 2023, 8:28 PM IST

কলকাতা, 1 এপ্রিল: এই মুহূর্তে হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ সময়ের সঙ্গে ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরছে শিবপুর ৷ শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ এদিন বিকেলে 'দুয়ারে সরকার' শিবির নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷ সেখানেই তাঁকে হাওড়ার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ সেই প্রশ্নের জবাবে উপরোক্ত মন্তব্যগুলি করেন মুখ্যসচিব ৷

প্রসঙ্গত, এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস উত্তরবঙ্গ সফরে গিয়েও একই কথা বলেছেন ৷ এদিন সকালে বিমানে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছন রাজ্যপাল ৷ বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বর্তমানে হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ পুলিশ গোটা বিষয়টির উপর নজরদারি চালাচ্ছে ৷ ঘটনার পর রাজভবনে একটি আলাদা 'মনিটরিং সেল' তৈরি করা হয়েছে ৷ সংশ্লিষ্ট এলাকা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ৷ দোকানপাটও খুলতে শুরু করেছে ৷ তবে পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে ৷ প্রয়োজনে সবরকম পদক্ষেপ করা হবে ৷ বৃহস্পতিবারের ঘটনার যাতে কোনওভাবেই পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে ৷

অন্যদিকে, এই ইস্যুতে এদিন রাজ্যের মুখ্যসচিব যে কথা বলেছেন, তা রাজ্যপালের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ ৷ তিনি বলেন, "হাওড়ার পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে ৷ এলাকায় শান্তি বজায় রয়েছে ৷ স্থানীয় বাসিন্দারাও শান্তিতে রয়েছেন ৷ প্রশাসন সর্বক্ষণ কড়া নজর রাখছে ৷ পরিস্থিতি এই মুহূর্তে একেবারে স্বাভাবিক রয়েছে ৷ আজ দুই-তিনবার এলাকার মানুষের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে ৷ একবার রাজ্যের এক মন্ত্রী বৈঠক করেছেন ৷ জেলাশাসকের তরফ থেকেও একবার বৈঠক করা হয়েছে ৷ যাঁদের ক্ষয়ক্ষতি হয়েছে, তারা সত্যিই খুব গরিব ৷ রাজ্য সরকারের তরফ থেকে তাঁদের সাহায্য করা হচ্ছে ৷ তবে, পরিস্থিতি এখন আর অশান্ত নয় ৷ সবকিছু স্বাভাবিক রয়েছে ৷"

আরও পড়ুন: 'শিবপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে', জি20-তে যোগ দিতে এসে জানালেন রাজ্যপাল

প্রসঙ্গত, রামনবমী উপলক্ষে গত বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে একটি শোভাযাত্রা বের করা হয় ৷ সেই শোভাযাত্রা চলাকালীন অশান্তি ছড়িয়ে পড়ে ৷ তা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল ৷ একদিকে সরকারপক্ষ, অন্যদিকে বিরোধী শিবির, দুই তরফে অভিযোগ, পালটা অভিযোগের পালা চলছে ৷ এই ঘটনা নিয়ে কার্যত ফের একবার সম্মুখ সমরে নেমেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার বার্তা দিয়েছেন ৷

কলকাতা, 1 এপ্রিল: এই মুহূর্তে হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ সময়ের সঙ্গে ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরছে শিবপুর ৷ শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ এদিন বিকেলে 'দুয়ারে সরকার' শিবির নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷ সেখানেই তাঁকে হাওড়ার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ সেই প্রশ্নের জবাবে উপরোক্ত মন্তব্যগুলি করেন মুখ্যসচিব ৷

প্রসঙ্গত, এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস উত্তরবঙ্গ সফরে গিয়েও একই কথা বলেছেন ৷ এদিন সকালে বিমানে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছন রাজ্যপাল ৷ বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বর্তমানে হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ পুলিশ গোটা বিষয়টির উপর নজরদারি চালাচ্ছে ৷ ঘটনার পর রাজভবনে একটি আলাদা 'মনিটরিং সেল' তৈরি করা হয়েছে ৷ সংশ্লিষ্ট এলাকা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ৷ দোকানপাটও খুলতে শুরু করেছে ৷ তবে পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে ৷ প্রয়োজনে সবরকম পদক্ষেপ করা হবে ৷ বৃহস্পতিবারের ঘটনার যাতে কোনওভাবেই পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে ৷

অন্যদিকে, এই ইস্যুতে এদিন রাজ্যের মুখ্যসচিব যে কথা বলেছেন, তা রাজ্যপালের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ ৷ তিনি বলেন, "হাওড়ার পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে ৷ এলাকায় শান্তি বজায় রয়েছে ৷ স্থানীয় বাসিন্দারাও শান্তিতে রয়েছেন ৷ প্রশাসন সর্বক্ষণ কড়া নজর রাখছে ৷ পরিস্থিতি এই মুহূর্তে একেবারে স্বাভাবিক রয়েছে ৷ আজ দুই-তিনবার এলাকার মানুষের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে ৷ একবার রাজ্যের এক মন্ত্রী বৈঠক করেছেন ৷ জেলাশাসকের তরফ থেকেও একবার বৈঠক করা হয়েছে ৷ যাঁদের ক্ষয়ক্ষতি হয়েছে, তারা সত্যিই খুব গরিব ৷ রাজ্য সরকারের তরফ থেকে তাঁদের সাহায্য করা হচ্ছে ৷ তবে, পরিস্থিতি এখন আর অশান্ত নয় ৷ সবকিছু স্বাভাবিক রয়েছে ৷"

আরও পড়ুন: 'শিবপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে', জি20-তে যোগ দিতে এসে জানালেন রাজ্যপাল

প্রসঙ্গত, রামনবমী উপলক্ষে গত বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে একটি শোভাযাত্রা বের করা হয় ৷ সেই শোভাযাত্রা চলাকালীন অশান্তি ছড়িয়ে পড়ে ৷ তা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল ৷ একদিকে সরকারপক্ষ, অন্যদিকে বিরোধী শিবির, দুই তরফে অভিযোগ, পালটা অভিযোগের পালা চলছে ৷ এই ঘটনা নিয়ে কার্যত ফের একবার সম্মুখ সমরে নেমেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার বার্তা দিয়েছেন ৷

Last Updated : Apr 1, 2023, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.