ETV Bharat / state

WB Govt Advisory: ঈদের মুখে অপ্রিয় ঘটনা এড়াতে পুলিশ ও প্রশাসনকে সতর্ক করল নবান্ন, বৈঠকে মুখ্যসচিব

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে রয়েছে বকরি ঈদ ৷ এই সময় যাতে কোনও অশান্তি না ছড়ায় তা নিয়ে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jun 26, 2023, 11:03 PM IST

Updated : Jun 27, 2023, 6:25 AM IST

কলকাতা, 26 জুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে । মনোনয়ন পর্ব শেষ । এবার চলছে প্রচারের পালা । নির্বাচনের এই মরশুমে যাতে রাজ্যে কোনওভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত না-হয় সেই বিষয়ে সতর্ক রাজ্য প্রশাসন ৷ সামনেই বকরি ঈদ ৷ এই সময় যাতে কোনওভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের এই উৎসবে আইনশৃঙ্খলার অবনতি না হয়, তা নিয়ে আগেভাগে সতর্ক হল রাজ্য প্রশাসন ।

বকরি ঈদ উপলক্ষে রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখতে পুলিশকে সতর্ক করল রাজ্য প্রশাসন । ভোটের এই মরশুমে ধর্মীয় হিংসা ছড়ানোর চেষ্টা হতে পারে । আর সেই কারণেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন । এমনটাই অন্তত নবান্ন সূত্রে খবর ৷ পঞ্চায়েত ভোট উপলক্ষে এই মুহূর্তে জেলাগুলিতে আদর্শ আচরণ বিধি চালু থাকায় আইন-শৃঙ্খলার বিষয়টি নির্বাচন কমিশনের আওতাভুক্ত বিষয় । মূলত কমিশনের নির্দেশেই এদিন বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব । সেখানেই তাদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি ।

সংখ্যালঘুদের এই ধর্মীয় উৎসব যাতে সর্বত্র শান্তিপূর্ণভাবে পালিত হয়, তা দেখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব । এদিন এই ভার্চুয়াল বৈঠকে মুখ্যসচিব যে বার্তা পুলিশ সুপার ও জেলা শাসকদের জন্য দিয়েছেন সেখানে তিনি বলেন, বকরি ঈদের আগে কিছু জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হতে পারে । সে কারণেই সতর্ক থাকতে হবে । সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে নির্বাচনে সুবিধা নেওয়ার চেষ্টা হতে পারে । এক্ষেত্রে তৎপর থাকতে হবে পুলিশকে । অনেক সময় অনেক ছোট ঘটনাও বড় আকার ধারণ করে । তাই কোথাও কোনওরকম গোলমালের খবর পেলেই পুলিশকে সক্রিয়তার সঙ্গে তা মোকাবিলা করতে হবে । প্রত্যেক জেলার উত্তেজনাপ্রবণ এলাকাগুলিকেকে চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারিরও নির্দেশ দেন তিনি । একইসঙ্গে এই বৈঠকে পুলিশের নিজস্ব সোর্স ব্যবহার করে অপ্রিয় ঘটনা যাতে আটকানো যায় তার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে ।

আরও পড়ুন: এক দফাতেই ভোট, স্পর্শকাতর এলাকায় যাবেন পরিদর্শনে; শিলিগুড়িতে জানালেন রাজ্যপাল

প্রসঙ্গত সাম্প্রতিক অতীতে রাম নবমীকে কেন্দ্র করে রাজ্যে যে ধরনের হিংসার ঘটনা ঘটেছিল তার স্মৃতি এখনও রাজ্যের মানুষ ভোলেনি । এক্ষেত্রে পুলিশি ব্যর্থতার জন্য এমন কোনও ঘটনা ঘটুক, তা চাইছে না রাজ্য প্রশাসন ৷

কলকাতা, 26 জুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে । মনোনয়ন পর্ব শেষ । এবার চলছে প্রচারের পালা । নির্বাচনের এই মরশুমে যাতে রাজ্যে কোনওভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত না-হয় সেই বিষয়ে সতর্ক রাজ্য প্রশাসন ৷ সামনেই বকরি ঈদ ৷ এই সময় যাতে কোনওভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের এই উৎসবে আইনশৃঙ্খলার অবনতি না হয়, তা নিয়ে আগেভাগে সতর্ক হল রাজ্য প্রশাসন ।

বকরি ঈদ উপলক্ষে রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখতে পুলিশকে সতর্ক করল রাজ্য প্রশাসন । ভোটের এই মরশুমে ধর্মীয় হিংসা ছড়ানোর চেষ্টা হতে পারে । আর সেই কারণেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন । এমনটাই অন্তত নবান্ন সূত্রে খবর ৷ পঞ্চায়েত ভোট উপলক্ষে এই মুহূর্তে জেলাগুলিতে আদর্শ আচরণ বিধি চালু থাকায় আইন-শৃঙ্খলার বিষয়টি নির্বাচন কমিশনের আওতাভুক্ত বিষয় । মূলত কমিশনের নির্দেশেই এদিন বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব । সেখানেই তাদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি ।

সংখ্যালঘুদের এই ধর্মীয় উৎসব যাতে সর্বত্র শান্তিপূর্ণভাবে পালিত হয়, তা দেখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব । এদিন এই ভার্চুয়াল বৈঠকে মুখ্যসচিব যে বার্তা পুলিশ সুপার ও জেলা শাসকদের জন্য দিয়েছেন সেখানে তিনি বলেন, বকরি ঈদের আগে কিছু জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হতে পারে । সে কারণেই সতর্ক থাকতে হবে । সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে নির্বাচনে সুবিধা নেওয়ার চেষ্টা হতে পারে । এক্ষেত্রে তৎপর থাকতে হবে পুলিশকে । অনেক সময় অনেক ছোট ঘটনাও বড় আকার ধারণ করে । তাই কোথাও কোনওরকম গোলমালের খবর পেলেই পুলিশকে সক্রিয়তার সঙ্গে তা মোকাবিলা করতে হবে । প্রত্যেক জেলার উত্তেজনাপ্রবণ এলাকাগুলিকেকে চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারিরও নির্দেশ দেন তিনি । একইসঙ্গে এই বৈঠকে পুলিশের নিজস্ব সোর্স ব্যবহার করে অপ্রিয় ঘটনা যাতে আটকানো যায় তার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে ।

আরও পড়ুন: এক দফাতেই ভোট, স্পর্শকাতর এলাকায় যাবেন পরিদর্শনে; শিলিগুড়িতে জানালেন রাজ্যপাল

প্রসঙ্গত সাম্প্রতিক অতীতে রাম নবমীকে কেন্দ্র করে রাজ্যে যে ধরনের হিংসার ঘটনা ঘটেছিল তার স্মৃতি এখনও রাজ্যের মানুষ ভোলেনি । এক্ষেত্রে পুলিশি ব্যর্থতার জন্য এমন কোনও ঘটনা ঘটুক, তা চাইছে না রাজ্য প্রশাসন ৷

Last Updated : Jun 27, 2023, 6:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.