ETV Bharat / state

CS-DM Meeting : মুখ্যসচিবের সঙ্গে জেলাশাসকদের বৈঠক, দ্রুত প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ

গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পর্যালোচনা বৈঠকের পর নবান্নে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (CS-DM Meeting) ৷

Nabanna Meeting
Nabanna Meeting
author img

By

Published : Feb 4, 2022, 5:57 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকালই প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জেলায় জেলায় বিভিন্ন প্রকল্পের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা হয়, তা দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ৷ এই বিষয়ে জেলাশাসকদের সঙ্গে আজ নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক সারলেন মুখ্যসচিব ৷ জেলাশাসকদের বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি (CS-DM Meeting ) ৷

পুরাতন বছর গড়িয়ে নতুন বছরের একমাস অতিক্রান্ত ৷ অথচ বহু প্রকল্পের অর্থ এখনও খরচ করা সম্ভব হয়নি । পড়ে থাকা প্রকল্পের কাজগুলি মার্চ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ৷ এর পাশাপাশি তিনি জেলাশাসকদের সাফ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে প্রস্তাবিত অর্থ ফিরিয়ে নেবে নবান্ন ।

গ্রামাঞ্চলে উন্নয়নের গতি দ্রুত করার দিকে জোর দিয়েছেন মুখ্যসচিব । এক্ষেত্রে বাংলা আবাস যোজনার অধীনে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য আরও বেশি সংখ্যায় বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলেছেন তিনি ৷ গতকাল মুখ্যমন্ত্রী এই বিষয়টির উপর আলোকপাত করেন । তিনি সংশ্লিষ্ট দফতরের সচিবকে বিষয়টি দেখার জন্য বলেন । মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ সচিবদের পাশাপাশি জেলাশাসক স্তরেও পৌঁছে দিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী । যেখানে আশাকর্মীদের নিয়োগ বাকি রয়েছে, তা দ্রুতগতিতে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন ৷ অনেক সময় লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার পরও আবেদনকারীরা টাকা পাচ্ছেন না ৷ এই সমস্যার দ্রুত সমাধানের বিষয়ে নজর দিতে বলেছে নবান্ন ।

আরও পড়ুন : Agriculture Department Advisory : সপ্তাহ শেষে ফের বৃষ্টিপাতের ভ্রুকুটি, কৃষিজীবীদের জন্য অ্যাডভাইজারি জারি কৃষি দফতরের

এদিনের বৈঠকে করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন মুখ্যসচিব । রাজ্যে ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে । প্রায় সমস্ত জেলাতেই সংক্রমণের গতি নিম্নমুখী । এই অবস্থায় প্রয়োজন পড়লে জেলায় তৈরি করা সরকারি-সরকার অধিকৃত সেফহোমগুলি বন্ধ করা যেতে পারে । পাশাপাশি বাড়ি বাড়ি সার্ভে করে দ্বিতীয় ডোজের ভ্যাকসিনেশন দ্রুত শেষ করতে হবে ।

এদিনের বৈঠক থেকে হরিকৃষ্ণ দ্বিবেদী নির্দেশ দিয়েছেন, প্রত্যেক জেলায় ফিনান্সিয়াল পার্কগুলির বিষয়ে নবান্নে রিপোর্ট পাঠাতে হবে । প্রত্যেক জেলায় তিনটি করে শিল্পপার্ক গড়তে চায় রাজ্য । এর মাধ্যমে জেলায় কর্মসংস্থানে গতি আনার দিকে জোর দিচ্ছে সরকার । এদিনের বৈঠকে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বিভিন্ন সরকারি কাজে আরও বেশি করে সংযুক্ত করার কথা বলা হয়েছে ।

সামনেই সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের স্কুলের পোশাক দেওয়া হবে । যা এই স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে তৈরি করতে চায় রাজ্য সরকার । এই বিষয়টি মনে করিয়ে দিয়ে কাজে গতি আনার নির্দেশ দিয়েছে রাজ্য । মোটের উপরে এদিনের বৈঠক ছিল গতকালের পর্যালোচনা বৈঠকের পর কাজে গতি আনার সচেতনতা বৈঠক ।

কলকাতা, 4 ফেব্রুয়ারি : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকালই প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জেলায় জেলায় বিভিন্ন প্রকল্পের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা হয়, তা দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ৷ এই বিষয়ে জেলাশাসকদের সঙ্গে আজ নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক সারলেন মুখ্যসচিব ৷ জেলাশাসকদের বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি (CS-DM Meeting ) ৷

পুরাতন বছর গড়িয়ে নতুন বছরের একমাস অতিক্রান্ত ৷ অথচ বহু প্রকল্পের অর্থ এখনও খরচ করা সম্ভব হয়নি । পড়ে থাকা প্রকল্পের কাজগুলি মার্চ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ৷ এর পাশাপাশি তিনি জেলাশাসকদের সাফ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে প্রস্তাবিত অর্থ ফিরিয়ে নেবে নবান্ন ।

গ্রামাঞ্চলে উন্নয়নের গতি দ্রুত করার দিকে জোর দিয়েছেন মুখ্যসচিব । এক্ষেত্রে বাংলা আবাস যোজনার অধীনে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য আরও বেশি সংখ্যায় বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলেছেন তিনি ৷ গতকাল মুখ্যমন্ত্রী এই বিষয়টির উপর আলোকপাত করেন । তিনি সংশ্লিষ্ট দফতরের সচিবকে বিষয়টি দেখার জন্য বলেন । মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ সচিবদের পাশাপাশি জেলাশাসক স্তরেও পৌঁছে দিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী । যেখানে আশাকর্মীদের নিয়োগ বাকি রয়েছে, তা দ্রুতগতিতে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন ৷ অনেক সময় লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার পরও আবেদনকারীরা টাকা পাচ্ছেন না ৷ এই সমস্যার দ্রুত সমাধানের বিষয়ে নজর দিতে বলেছে নবান্ন ।

আরও পড়ুন : Agriculture Department Advisory : সপ্তাহ শেষে ফের বৃষ্টিপাতের ভ্রুকুটি, কৃষিজীবীদের জন্য অ্যাডভাইজারি জারি কৃষি দফতরের

এদিনের বৈঠকে করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন মুখ্যসচিব । রাজ্যে ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে । প্রায় সমস্ত জেলাতেই সংক্রমণের গতি নিম্নমুখী । এই অবস্থায় প্রয়োজন পড়লে জেলায় তৈরি করা সরকারি-সরকার অধিকৃত সেফহোমগুলি বন্ধ করা যেতে পারে । পাশাপাশি বাড়ি বাড়ি সার্ভে করে দ্বিতীয় ডোজের ভ্যাকসিনেশন দ্রুত শেষ করতে হবে ।

এদিনের বৈঠক থেকে হরিকৃষ্ণ দ্বিবেদী নির্দেশ দিয়েছেন, প্রত্যেক জেলায় ফিনান্সিয়াল পার্কগুলির বিষয়ে নবান্নে রিপোর্ট পাঠাতে হবে । প্রত্যেক জেলায় তিনটি করে শিল্পপার্ক গড়তে চায় রাজ্য । এর মাধ্যমে জেলায় কর্মসংস্থানে গতি আনার দিকে জোর দিচ্ছে সরকার । এদিনের বৈঠকে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বিভিন্ন সরকারি কাজে আরও বেশি করে সংযুক্ত করার কথা বলা হয়েছে ।

সামনেই সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের স্কুলের পোশাক দেওয়া হবে । যা এই স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে তৈরি করতে চায় রাজ্য সরকার । এই বিষয়টি মনে করিয়ে দিয়ে কাজে গতি আনার নির্দেশ দিয়েছে রাজ্য । মোটের উপরে এদিনের বৈঠক ছিল গতকালের পর্যালোচনা বৈঠকের পর কাজে গতি আনার সচেতনতা বৈঠক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.