ETV Bharat / state

শোভন-বৈশাখীকে নিয়ে মাথা ঘামাতে নারাজ পায়েল - পায়েল সরকার

বেহালা পূর্ব বরাবরই শোভন চট্টোপাধ্যায়ের শক্ত ঘাঁটি । স্বাভাবিকভাবেই এই কেন্দ্র থেকে শোভন অথবা বৈশাখীকে প্রার্থী করা হবে বলে ভাবা হয়েছিল । তাই প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপির জেলা সভাপতিকে তাদের পদত্যাগ পত্র পাঠান বৈশাখী ।

শোভন বৈশাখীকে নিয়ে মাথা ঘামাতে নারাজ পায়েল
শোভন বৈশাখীকে নিয়ে মাথা ঘামাতে নারাজ পায়েল
author img

By

Published : Mar 17, 2021, 8:40 PM IST

কলকাতা, 17 মার্চ : বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র করে রূপোলি পর্দার তারকা পায়েল সরকারকে প্রার্থী করেছে বিজেপি ৷ ওই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার জোর দাবিদার ছিলেন শোভন চট্টোপাধ্যায় ৷ তাই তালিকা প্রকাশিত হতেই পদ্মের মায়া ত্যাগ করেছেন শোভন চট্টোপাধ্যায় ৷ দল ছেড়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও ৷ যদিও শোভন-বৈশাখীকে নিয়ে মাথা ঘামাতে রাজি নন পায়েল সরকার ৷

রবিবাসরীয় দুপুরে বড় চমক দিয়েছে বিজেপি । তৃণমূলে ও সিপিএম আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছিল ৷ সবার শেষে প্রার্থী তালিকা ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি । প্রত্যাশা ছিল, সেই মতই এক ঝাঁক তারকা এবার ভোট ময়দানে লড়বে বিজেপির হয়ে । প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন যশ, পায়েল, তনুশ্রী, অঞ্জনা বসুর মতো তারকা মুখগুলি । সব ঠিকই ছিল ৷ কিন্তু বাধ সাধল বিজেপি বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রকে নিয়ে । বিজেপি বেহালা পূর্বে প্রার্থী করেছে অভিনেত্রী পায়েল সরকারকে । প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার কথা জানিয়ে দেন ৷ এই বিষয়ে ইটিভি ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে ৷ তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ পায়েল ।

আরও পড়ুন : অভিনেত্রী হিসেবে আসিনি, বেহালায় প্রচারে বেরিয়ে বললেন পায়েল

তিনি বলেছেন, "এই বিষয়ে আমার কিছু বলার নেই ৷ সবটাই দলের সিদ্ধান্ত ।" বেহালা পূর্বে পায়েলের বিপরীতে রয়েছেন তৃণমূলের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় । স্বাভাবিকভাবেই সাঁড়াশি লড়াই হতে চলেছে এই কেন্দ্রে । সদ্যই বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রীর কাছে এটা বড় চ্যালেঞ্জ ।

শুনুন পায়েল সরকারের বক্তব্য

বেহালা পূর্ব বরাবরই শোভন চট্টোপাধ্যায়ের শক্ত ঘাঁটি । স্বাভাবিকভাবেই এই কেন্দ্র থেকে শোভন অথবা বৈশাখীকে প্রার্থী করা হবে বলে ভাবা হয়েছিল । তাই প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপির জেলা সভাপতিকে তাদের পদত্যাগ পত্র পাঠান বৈশাখী । তবে এসব নিয়ে মাথা ঘামাতে চান না অভিনেত্রী পায়েল সরকার । বরং মোদিজির সোনার বাংলা গড়ার কারিগর হতে চান পায়েল । পাশাপাশি তার কেন্দ্রে তার বিভিন্ন সমস্যাগুলির সমাধান করতে চান ৷

এখনও নিজের কেন্দ্র বেহালা পূর্ব সম্পর্কে পুরোপুরি না জানলেও কিছুটা ধারণা রয়েছে । জল ও রাস্তার সমস্যা নিয়ে কাজ করতে চান অভিনেত্রী । তবে তারকা হিসেবে নয় বেহালাবাসীর ঘরের মেয়ে হয়ে কাজ করবেন পায়েল । আজ থেকেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন তিনি ৷

কলকাতা, 17 মার্চ : বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র করে রূপোলি পর্দার তারকা পায়েল সরকারকে প্রার্থী করেছে বিজেপি ৷ ওই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার জোর দাবিদার ছিলেন শোভন চট্টোপাধ্যায় ৷ তাই তালিকা প্রকাশিত হতেই পদ্মের মায়া ত্যাগ করেছেন শোভন চট্টোপাধ্যায় ৷ দল ছেড়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও ৷ যদিও শোভন-বৈশাখীকে নিয়ে মাথা ঘামাতে রাজি নন পায়েল সরকার ৷

রবিবাসরীয় দুপুরে বড় চমক দিয়েছে বিজেপি । তৃণমূলে ও সিপিএম আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছিল ৷ সবার শেষে প্রার্থী তালিকা ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি । প্রত্যাশা ছিল, সেই মতই এক ঝাঁক তারকা এবার ভোট ময়দানে লড়বে বিজেপির হয়ে । প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন যশ, পায়েল, তনুশ্রী, অঞ্জনা বসুর মতো তারকা মুখগুলি । সব ঠিকই ছিল ৷ কিন্তু বাধ সাধল বিজেপি বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রকে নিয়ে । বিজেপি বেহালা পূর্বে প্রার্থী করেছে অভিনেত্রী পায়েল সরকারকে । প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার কথা জানিয়ে দেন ৷ এই বিষয়ে ইটিভি ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে ৷ তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ পায়েল ।

আরও পড়ুন : অভিনেত্রী হিসেবে আসিনি, বেহালায় প্রচারে বেরিয়ে বললেন পায়েল

তিনি বলেছেন, "এই বিষয়ে আমার কিছু বলার নেই ৷ সবটাই দলের সিদ্ধান্ত ।" বেহালা পূর্বে পায়েলের বিপরীতে রয়েছেন তৃণমূলের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় । স্বাভাবিকভাবেই সাঁড়াশি লড়াই হতে চলেছে এই কেন্দ্রে । সদ্যই বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রীর কাছে এটা বড় চ্যালেঞ্জ ।

শুনুন পায়েল সরকারের বক্তব্য

বেহালা পূর্ব বরাবরই শোভন চট্টোপাধ্যায়ের শক্ত ঘাঁটি । স্বাভাবিকভাবেই এই কেন্দ্র থেকে শোভন অথবা বৈশাখীকে প্রার্থী করা হবে বলে ভাবা হয়েছিল । তাই প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপির জেলা সভাপতিকে তাদের পদত্যাগ পত্র পাঠান বৈশাখী । তবে এসব নিয়ে মাথা ঘামাতে চান না অভিনেত্রী পায়েল সরকার । বরং মোদিজির সোনার বাংলা গড়ার কারিগর হতে চান পায়েল । পাশাপাশি তার কেন্দ্রে তার বিভিন্ন সমস্যাগুলির সমাধান করতে চান ৷

এখনও নিজের কেন্দ্র বেহালা পূর্ব সম্পর্কে পুরোপুরি না জানলেও কিছুটা ধারণা রয়েছে । জল ও রাস্তার সমস্যা নিয়ে কাজ করতে চান অভিনেত্রী । তবে তারকা হিসেবে নয় বেহালাবাসীর ঘরের মেয়ে হয়ে কাজ করবেন পায়েল । আজ থেকেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.