একুশের নবান্ন দখলের লড়াইয়ে আসরে একাধিক রূপোলি সেনা - a bunch of tollywood actor to contest in polls
সায়ন্তিকা, রাজ, সোহম, সায়নীর মতো তরুণ মুখকে তুলে এনে তৃণমূল কংগ্রসকে মধ্যবিত্তের বৈঠকখানায় পৌঁছে দেওয়ার প্রয়াস স্বাভাবিকভাবেই নজরে এল ৷
কলকাতা, 5 মার্চ : তৃণমূল কংগ্রেসে এবার রূপোলি পর্দার লড়াই ৷
34 বছরের লাল দূর্গকে রুখতে গুটিকয়েক অভিনেতা-অভিনেত্রীর উপর ভরসা রেখেছিলেন ৷ কিন্তু দশবছর পর যখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে দল তখন একঝাঁক অভিনেতা-অভিনেত্রীকে নেত্রী করার পথে হাঁটলেন মমতা ৷ তালিকায় রয়েছেন সায়নী ঘোষ, সোহম চক্রবর্তী, লাভলি মিত্র, রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, চিরঞ্জিৎ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, কৌশানী মুখোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক মুখকে ৷ প্রার্থী করা হয়েছে ক্রীড়া জগতের বেশ কয়েকজনকে ৷ আর এরপরই শুরু হয়েছে নতুন করে জল্পনা ৷
রাজ্যের সুপার পাওয়ার হওয়ার ইঙ্গিত দেওয়া বিজেপি বেশি কিছুদিন ধরেই গুটি সাজিয়েছে ৷ টালিগঞ্জের একাধিক মুখকে নিজেদের দলে নিয়েছে তারা ৷ গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, পায়েল সরকার, শ্রাবন্তীর মতো মুখেরা ৷ স্বাভাবিকভাবেই রাজনীতির লড়াই পৌঁছে গিয়েছে টালিগঞ্জে ৷ সবকিছু ঠিকঠাক থাকলে রুপাঞ্জনা, হিরণ থেকে শুরু করে ঋষি কৌশিক সবাইকেই প্রার্থী করতে পারে বিজেপি ৷ স্বাভাবিকভাবেই টালিগঞ্জে একটা বিভাজনের রাজনীতির ক্ষেত্র প্রস্তুত হয়েছে ৷ এই পরিস্থিতিতে একঝাঁক টলি মুখকে প্রার্থী করলেন তৃণমূল নেত্রী ৷ অভিমত রাজনৈতিক মহলের ৷ সায়ন্তিকা, রাজ, সোহম, সায়নীর মতো তরুণ মুখকে তুলে এনে তৃণমূল কংগ্রসকে মধ্যবিত্তের বৈঠকখানায় পৌঁছে দেওয়ার প্রয়াস স্বাভাবিকভাবেই নজরে এল ৷
আরও পড়ুন : কথা রেখে নন্দীগ্রামে চললেন মমতা
এর আগেও বিধানসভা এবং লোকসভা নির্বাচনে টালিগঞ্জের বেশ কিছু মুখকে তুলে এনেছিলেন নেত্রী ৷ প্রার্থী করা হয়েছিল দেব, মুনমুন সেন, দেবশ্রী, শতাব্দীদের ৷ সেইসময় প্রতি ক্ষেত্রেই মমতা দাবি করেছেন প্রার্থী তিনিই ৷ তাঁকে সামনে রেখেই সব মানুষ ভোট দেবেন ৷ প্রতিক্ষেত্রেই সাফল্য এসেছে ৷ টালিগঞ্জ থেকে আসা অভিনেতাদের হয় লোকসভা নয়তো বিধানসভায় পাঠিয়েছেন মমতা ৷ আর এবার যখন তাঁর দলের দীর্ঘদিনের বেশ কিছু সদস্য বিজেপিতে নাম লিখিয়েছেন ঠিক তখনই ফের একবার রূপোলি পর্দার নায়কদের উপর বিশ্বাস রাখলেন মমতা ৷
-
আসানসোল এবার একসঙ্গে, ভালোবাসে, একে অপরের পাশে থেকে, চলো কিছু করে দেখাই। 💚@MamataOfficial @AITCofficial pic.twitter.com/N3L6NAkDM6
— saayoni ghosh (@sayani06) March 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">আসানসোল এবার একসঙ্গে, ভালোবাসে, একে অপরের পাশে থেকে, চলো কিছু করে দেখাই। 💚@MamataOfficial @AITCofficial pic.twitter.com/N3L6NAkDM6
— saayoni ghosh (@sayani06) March 5, 2021আসানসোল এবার একসঙ্গে, ভালোবাসে, একে অপরের পাশে থেকে, চলো কিছু করে দেখাই। 💚@MamataOfficial @AITCofficial pic.twitter.com/N3L6NAkDM6
— saayoni ghosh (@sayani06) March 5, 2021
আরও পড়ুন : কামারহাটিতে গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলায় আস্থা মদনে
সন্দেহ নেই সোহম, সায়নী বা অদিতি মুন্সি কেউই এতদিন সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না ৷ দলের বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যেত বটে কিন্তু তা কখনই প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেননি ৷ আর এবার তারাই দলের অন্যতম ভরসা ৷ বেশ কিছুদিন আগেই দলের অন্যতম রূপোলি মুখ চিরঞ্জিৎ চক্রবর্তীকে বেসুরো লেগেছিল ৷ বলেছিলেন, বিধায়ক না হলে রাজনীতি ছেড়ে দেবেন ৷ কারণ তাঁর যুক্তি ছিল, বিধায়ক হতে না পারলে 'মানুষের সেবা' সেভাবে করা যায় না ৷ কিন্তু সেই চিরঞ্জিতকেও বারাসত থেকে তৃতীয়বারের জন্য প্রার্থী করা হয়েছে ৷ এরপরই চিরঞ্জিতের প্রতিক্রিয়া "পরপর তিনবার ৷ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূলে থাকব ৷ সাধারণ মানুষের হয়ে কাজ করব ৷"