ETV Bharat / state

আগামীকাল দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় বন্ধ থাকবে জল সরবরাহ

আগামীকাল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ। পাইপলাইনে মেরামতির কারণেই এই পরিষেবা বন্ধ থাকবে।

ছবি সৌজন্যে:Pixabay
author img

By

Published : Apr 5, 2019, 10:50 PM IST

কলকাতা, 5 এপ্রিল : দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ রাখা হবে আগামীকাল। গার্ডেনরিচে জলের পাইপলাইন মেরামতি এবং পাম্পিং মেশিনে কাজের জন্যই এই জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে।

আজ নোটিশ জারি করে জল বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, 7 এপ্রিল থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে। বরো 11, বরো 13, বরো 14, বরো 15 ও বরো 16-তে আংশিকভাবে জল সরবরাহ বন্ধ রাখা হবে। আগামীকাল বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, প্রফুল্ল পাক, সেন পল্লি, পর্ণশ্রী, গান্ধি ময়দান, মহেশতলা সহ দক্ষিণ কলকাতার বহু জায়গায় জল সরবরাহ বন্ধ থাকবে। সকাল দশটার পর থেকে আর জল পাওয়া যাবে না।

পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, গার্ডেনরিচে পাম্পিং স্টেশনে যান্ত্রিক মেরামতি ও পাইপলাইনে কাজের জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে। এরই সঙ্গে দক্ষিণ কলকাতার একাধিক বুস্টার পাম্পিং স্টেশনে পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ করা হবে ওই সময়।

কলকাতা, 5 এপ্রিল : দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ রাখা হবে আগামীকাল। গার্ডেনরিচে জলের পাইপলাইন মেরামতি এবং পাম্পিং মেশিনে কাজের জন্যই এই জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে।

আজ নোটিশ জারি করে জল বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, 7 এপ্রিল থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে। বরো 11, বরো 13, বরো 14, বরো 15 ও বরো 16-তে আংশিকভাবে জল সরবরাহ বন্ধ রাখা হবে। আগামীকাল বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, প্রফুল্ল পাক, সেন পল্লি, পর্ণশ্রী, গান্ধি ময়দান, মহেশতলা সহ দক্ষিণ কলকাতার বহু জায়গায় জল সরবরাহ বন্ধ থাকবে। সকাল দশটার পর থেকে আর জল পাওয়া যাবে না।

পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, গার্ডেনরিচে পাম্পিং স্টেশনে যান্ত্রিক মেরামতি ও পাইপলাইনে কাজের জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে। এরই সঙ্গে দক্ষিণ কলকাতার একাধিক বুস্টার পাম্পিং স্টেশনে পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ করা হবে ওই সময়।

Intro:চৈত্রের দাবদাহে ফের বন্ধ কলকাতা পৌর নিগমের জল সরবরাহ। আগামীকাল 6 ই এপ্রিল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে জল সরবরাহ বন্ধ রাখা হবে। গার্ডেনরিচ পরিশুদ্ধ জলের কাজের জন্যই এই জল বন্ধ হবে বলে জানানো হয়েছে কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে। এদিন নোটিশ জারি করে জল বন্ধ থাকার ঘোষণা করা হয়। নোটিসে বলা হয়েছে পরশু 7 এপ্রিল জল সরবরাহ স্বাভাবিক হবে।


Body:বরো 11 ,বরো 13, বরো14,বরো 15 ও বরো 16তে একাংশ আংশিক জল সরবরাহ বন্ধ রাখা হবে। 6 তারিখ সকাল দশটার পর জল সরবরাহ বন্ধ করা হবে। 7 তারিখ থেকে জল সরবরাহ আবার স্বাভাবিক হবে। সেদিন জল সরবরাহ বন্ধ থাকবে বেহালা ,সিরিটি, দাসপাড়া, বাশদ্রনী, প্রফুল্ল পাক ,সেন পল্লী , পর্ণশ্রী ,গান্ধী ময়দান ,মহেশতলা সহ দক্ষিণ কলকাতার বহু জায়গায়।




Conclusion:পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে গার্ডেন রিচে পাম্পিং স্টেশন এই যান্ত্রিক মেরামতির জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে। এরই সঙ্গে দক্ষিণ কলকাতার একাধিক বুস্টার পাম্পিং স্টেশনে পাইপ লাইনের লিকেজ মেরামতের কাজ করা হবে ওই সময়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.