ETV Bharat / state

শনিবার দক্ষিণ কলকাতায় বন্ধ থাকবে পরিশোধিত জল সরবরাহ - দক্ষিন কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ

জল সরবরাহ বন্ধ থাকবে কালীঘাট, রানিকুঠি, যাদবপুর, টালিগঞ্জ ,সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, গান্ধি ময়দান ,সেন পল্লি, প্রফুল্ল পার্ক, গার্ডেনরিচ, বেহালা ও পর্ণশ্রীতে ।

kolkata municipality
কলকাতা পৌরনিগমের বিজ্ঞপ্তি
author img

By

Published : Dec 4, 2019, 11:56 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : আগামী 7 ডিসেম্বর শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধ থাকবে পরিশোধিত জল সরবরাহ । আজ কলকাতা পৌরনিগম একটি বিক্ষিপ্ত জারি করে জানিয়েছে, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে জল সরবরাহ বন্ধ করা হবে । কালীঘাট স্টেশনে মেরামতির কাজের জন্য পানীয় জল পরিষেবা বন্ধ রাখা হবে ।

kolkata municipality
কলকাতা পৌরনিগমের বিজ্ঞপ্তি

পৌরনিগমের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জল সরবরাহ বন্ধ থাকবে কালীঘাট, রানিকুঠি, যাদবপুর, টালিগঞ্জ ,সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, গান্ধি ময়দান , সেন পল্লি, প্রফুল্ল পার্ক, গার্ডেনরিচ, বেহালা ও পর্ণশ্রীতে । সেইসঙ্গে জল বন্ধ মহেশতলা, বজবজের বেশি কিছু জায়গাতে । পৌরনিগমের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরিশোধিত জলের পাইপ লাইনের মেরামতি ও পুরাতন পাইপলাইন বদল করার জন্য শনিবার জল সরবরাহ বন্ধ রাখা হবে ।

শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল দশটা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে । রবিবার সকাল দশটার পর জল সরবরাহ স্বাবাভিক হবে বলে জানিয়েছে কলকাতা পৌরনিগম।

কলকাতা, 4 ডিসেম্বর : আগামী 7 ডিসেম্বর শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধ থাকবে পরিশোধিত জল সরবরাহ । আজ কলকাতা পৌরনিগম একটি বিক্ষিপ্ত জারি করে জানিয়েছে, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে জল সরবরাহ বন্ধ করা হবে । কালীঘাট স্টেশনে মেরামতির কাজের জন্য পানীয় জল পরিষেবা বন্ধ রাখা হবে ।

kolkata municipality
কলকাতা পৌরনিগমের বিজ্ঞপ্তি

পৌরনিগমের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জল সরবরাহ বন্ধ থাকবে কালীঘাট, রানিকুঠি, যাদবপুর, টালিগঞ্জ ,সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, গান্ধি ময়দান , সেন পল্লি, প্রফুল্ল পার্ক, গার্ডেনরিচ, বেহালা ও পর্ণশ্রীতে । সেইসঙ্গে জল বন্ধ মহেশতলা, বজবজের বেশি কিছু জায়গাতে । পৌরনিগমের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরিশোধিত জলের পাইপ লাইনের মেরামতি ও পুরাতন পাইপলাইন বদল করার জন্য শনিবার জল সরবরাহ বন্ধ রাখা হবে ।

শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল দশটা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে । রবিবার সকাল দশটার পর জল সরবরাহ স্বাবাভিক হবে বলে জানিয়েছে কলকাতা পৌরনিগম।

Intro:আগামী শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধ থাকবে পরিশোধিত জল। আজ কলকাতা পৌরনিগম একটি বিক্ষিপ্ত জারি করে জানিয়েছে 7 তারিখ শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে জল সরবরাহ বন্ধ করা হবে। জল সরবরাহ বন্ধ থাকবে কালীঘাট, রানীকুঠি, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাশদ্রনি, গান্ধী ময়দান ,সেন পল্লী, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী। সেইসঙ্গে জল বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ ,বেহালা ,মহেশতলা, বজ বজের বেশি কিছু জায়গায়।


Body:পুরনিগাম বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিশোধিত জলের পাইপ লাইনের মেরামতি ও পুরাতন পাইপলাইনের বদল করার জন্য শনিবার জল সরবরাহ বন্ধ রাখা হবে। শনিবার সকাল ছয়টা থেকে জল সরবরাহ করা হবে এবং পরের দিন রবিবার সকাল দশটার পর থেকে জল সরবরাহ হবে বলে জানিয়েছে কলকাতা পৌরনিগম। কালীঘাট স্টেশনে মেরামতির কাজের জন্য পানীয় জল পরিষেবা বন্ধ রাখা হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.