ETV Bharat / state

Water Meter: জলের অপচয় বন্ধ করতে বাড়িতে বসতে চলেছে ওয়াটার মিটার - বাড়িতে বসতে চলেছে জলের মিটার

জলের অপচয় বন্ধ করতে এবার বসতে চলেছে ওয়াটার মিটার ৷ দক্ষিণ কলকাতার বাড়িগুলি এই ওয়াটার মিটার বসবে বলে উল্লেখ করা হয়েছে কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগের পক্ষ থেকে (Water Meter will installed in South Kolkata) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 4, 2023, 9:53 PM IST

কলকাতা, 4 মার্চ: দেশের অধিকাংশ জায়গায় পানীয় জলের উপর কর নেওয়া হয় । তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই ঘোষণা করেছিলেন পানীয় জলের উপর কোনও কর নেওয়া হবে না । সেই অনুসারে কলকাতা কর্পোরেশন এখন পর্যন্ত বস্তি, স্ট্যান্ড পোস্ট (রাস্তায় বসানো জলের কল) জলের উপর কর নেয় না । তবে গরম পড়লেই বিভিন্ন এলাকায় ওঠে জল কষ্টের অভিযোগ । অথচ অন্যদিকে দেখা যায় বেলাগামভাবে জলের অপব্যবহার । তাই পরিশ্রুত পানীয় জল কলকাতার সব প্রান্তের নাগরিকদের মধ্যে সমানভাবে পৌঁছতে কলকাতা জুড়ে করা হচ্ছে ওয়াটার লস ম্যানেজমেন্ট । যার আওতায় প্রতি এলাকায় প্রতি ঘরে জলের লাইনে বসছে মিটার (Water Meters will Installed in Every House)।

ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের কর্পোরেশন এলাকায় জলের লাইনে মিটার বসেছে । সেই অনুসারে নেওয়া হয় জল কর । তবে কলকাতা কর্পোরেশন কর নেওয়ার পথে এখনো না হাঁটলেও বাড়ি বাড়ি জলের মিটার বসাতে শুরু করেছে । উত্তরের পর দক্ষিণ কলকাতার চারটি ওয়ার্ডে ওয়াটার মিটার বসাতে শুরু করেছে কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগ ।

এইভাবে চলতে থাকলে আগামিদিনে যে জলসংকটের সমস্যা সৃষ্টি হতে পারে তা বলার অপেক্ষা রাখে না ৷ তাই সেই পরিস্থিতি সৃষ্টির আগেই দক্ষিণ কলকাতার রাশ হাতে নিতে চলেছে কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগ ৷ গরম কালে জল এমনিতেই বেশি প্রয়োজন হয় ৷ এই দাবদাহে জল অপচয় না করে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে ৷ মিটার বসানো হলে সেই অপচয় কতটা হচ্ছে সেটা নজর থাকবে । পাশাপশি কতটা জল কোনও এলাকায় প্রয়োজন সেটাও বোঝা যাবে । তাই যেখানে অপচয় হবে সেখানে নিয়ন্ত্রণ করে যেখানে দরকার সেখানে জল পাঠানো যাবে । তাহলে জল নিয়ে জল সংকটের মুখে পড়া অনেকটাই কমে যাবে ৷

আরও পড়ুন: হোটেল, রেস্তোরাঁকে দেওয়া জলের গুণমান যাচাই করবে কেএমসি

এই প্রসঙ্গেই মেয়ের ফিরহাদ হাকিম বলেন, "জল যা উৎপাদন হচ্ছে তাতে সমস্যা থাকার কথা নয়। আরও বাড়ানো হচ্ছে উৎপাদন ক্ষমতা । ফলে বাড়তি থাকবে । এই জল অপ্রজনিয় ভাবে নষ্ট করা হচ্ছে কি না আমরা মিটারের মাধ্যমে বুঝতে পারব ।"

পাশাপাশি কলকাতা কর্পোরেশন এক আধিকারিক জানান, এই প্রকল্পে 1 নম্বর থেকে 6 নম্বর ওয়ার্ড এই মিটার বসানো শেষ হয়েছে । চলছে নজরদারি । এবার বেহালার 4টি ওয়ার্ডে মিটার বসানোর কাজ শুরু হচ্ছে । দ্রুত বাকি এলাকাগুলিতে মিটার বসানো হবে । উল্লেখ্য, 15 শতাংশের বেশি কোনও ভাবেই নষ্ট করা যায় না জল । কিন্তু কলকাতা শহরে দৈনিক সরবরাহ করা জলের 30 শতাংশ অপচয় হচ্ছে বলে জানানো হচ্ছে । এখন একজন মানুষের 150 লিটার জল লাগে প্রতিদিন । বহু জায়গায় তার বেশি ব্যবহার হয় । আবার অনেকে পান না । তাই ওয়াটার লস ম্যানেজমেন্টের মাধ্যমে জলের অপচয় বন্ধ ও চাহিদা পূরণ করা হবে ।

কলকাতা, 4 মার্চ: দেশের অধিকাংশ জায়গায় পানীয় জলের উপর কর নেওয়া হয় । তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই ঘোষণা করেছিলেন পানীয় জলের উপর কোনও কর নেওয়া হবে না । সেই অনুসারে কলকাতা কর্পোরেশন এখন পর্যন্ত বস্তি, স্ট্যান্ড পোস্ট (রাস্তায় বসানো জলের কল) জলের উপর কর নেয় না । তবে গরম পড়লেই বিভিন্ন এলাকায় ওঠে জল কষ্টের অভিযোগ । অথচ অন্যদিকে দেখা যায় বেলাগামভাবে জলের অপব্যবহার । তাই পরিশ্রুত পানীয় জল কলকাতার সব প্রান্তের নাগরিকদের মধ্যে সমানভাবে পৌঁছতে কলকাতা জুড়ে করা হচ্ছে ওয়াটার লস ম্যানেজমেন্ট । যার আওতায় প্রতি এলাকায় প্রতি ঘরে জলের লাইনে বসছে মিটার (Water Meters will Installed in Every House)।

ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের কর্পোরেশন এলাকায় জলের লাইনে মিটার বসেছে । সেই অনুসারে নেওয়া হয় জল কর । তবে কলকাতা কর্পোরেশন কর নেওয়ার পথে এখনো না হাঁটলেও বাড়ি বাড়ি জলের মিটার বসাতে শুরু করেছে । উত্তরের পর দক্ষিণ কলকাতার চারটি ওয়ার্ডে ওয়াটার মিটার বসাতে শুরু করেছে কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগ ।

এইভাবে চলতে থাকলে আগামিদিনে যে জলসংকটের সমস্যা সৃষ্টি হতে পারে তা বলার অপেক্ষা রাখে না ৷ তাই সেই পরিস্থিতি সৃষ্টির আগেই দক্ষিণ কলকাতার রাশ হাতে নিতে চলেছে কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগ ৷ গরম কালে জল এমনিতেই বেশি প্রয়োজন হয় ৷ এই দাবদাহে জল অপচয় না করে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে ৷ মিটার বসানো হলে সেই অপচয় কতটা হচ্ছে সেটা নজর থাকবে । পাশাপশি কতটা জল কোনও এলাকায় প্রয়োজন সেটাও বোঝা যাবে । তাই যেখানে অপচয় হবে সেখানে নিয়ন্ত্রণ করে যেখানে দরকার সেখানে জল পাঠানো যাবে । তাহলে জল নিয়ে জল সংকটের মুখে পড়া অনেকটাই কমে যাবে ৷

আরও পড়ুন: হোটেল, রেস্তোরাঁকে দেওয়া জলের গুণমান যাচাই করবে কেএমসি

এই প্রসঙ্গেই মেয়ের ফিরহাদ হাকিম বলেন, "জল যা উৎপাদন হচ্ছে তাতে সমস্যা থাকার কথা নয়। আরও বাড়ানো হচ্ছে উৎপাদন ক্ষমতা । ফলে বাড়তি থাকবে । এই জল অপ্রজনিয় ভাবে নষ্ট করা হচ্ছে কি না আমরা মিটারের মাধ্যমে বুঝতে পারব ।"

পাশাপাশি কলকাতা কর্পোরেশন এক আধিকারিক জানান, এই প্রকল্পে 1 নম্বর থেকে 6 নম্বর ওয়ার্ড এই মিটার বসানো শেষ হয়েছে । চলছে নজরদারি । এবার বেহালার 4টি ওয়ার্ডে মিটার বসানোর কাজ শুরু হচ্ছে । দ্রুত বাকি এলাকাগুলিতে মিটার বসানো হবে । উল্লেখ্য, 15 শতাংশের বেশি কোনও ভাবেই নষ্ট করা যায় না জল । কিন্তু কলকাতা শহরে দৈনিক সরবরাহ করা জলের 30 শতাংশ অপচয় হচ্ছে বলে জানানো হচ্ছে । এখন একজন মানুষের 150 লিটার জল লাগে প্রতিদিন । বহু জায়গায় তার বেশি ব্যবহার হয় । আবার অনেকে পান না । তাই ওয়াটার লস ম্যানেজমেন্টের মাধ্যমে জলের অপচয় বন্ধ ও চাহিদা পূরণ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.