কলকাতা, 5 ফেব্রুয়ারি: জোড়াবাগান খুনের ঘটনায় যবনিকা পতনের মুখে দাঁড়িয়ে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সংশ্লিষ্ট বাড়ির দারোয়ান রামকুমার ওরফে লম্বুকে। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
জানা গিয়েছে, বাড়ির দারোয়ান লম্বুর বাড়ি ঝাড়খণ্ডে। কয়েক বছর আগে দারোয়ানের কাজ নিয়ে কলকাতায় আসে সে। তার শারীরিক পরীক্ষা করে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, বালিকা খুনের দিন অত্যধিক মদ্যপান করেছিল রামকুমার। ঘটনাস্থান থেকে একটি মদের বোতলও উদ্ধার হয়েছে।
দারোয়ানকে আটক করে প্রথমে জোড়াবাগান থানা ও পরে লালবাজারে নিয়ে গিয়ে প্রায় সারা রাত তাকে জেরা করা হয়। গোয়েন্দা সূত্রের খবর, জেরায় সে ভেঙে পড়ে। জেরায় পুলিশ জানতে পেরেছে, প্রথমে 8 বছরের বালিকাকে বিরিয়ানি দিয়ে ওই ঘরে ডাকা হয়েছিল। এরপর তার উপর চলে অত্যাচার। নাবালিকাকে যৌন হেনস্থার পর মদের নেশায় অচৈতন্য হয়ে পড়ে রামকুমার। জ্ঞান ফেরার পর অভিযুক্তের আশঙ্কা হয় যে, ওই বালিকা বাইরে গিয়ে গোটা ঘটনাটি প্রকাশ্যে আনতে পারে। সেই ভয়ে তাকে গলা টিপে খুন করে সে। এরপর মৃত্যু নিশ্চিত করতে একটি ছুরি দিয়ে তার গলায় আঘাত করা হয়।
আরও পড়ুন: জোড়াবাগানে নাবালিকা খুনে উদ্ধার 'মার্ডার ওয়েপন', মিলেছে ফিঙ্গারপ্রিন্ট
এই ঘটনায় এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। দফায় দফায় প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা। আজ সন্ধেয় মোমবাতি মিছিল করবেন এলাকার বাসিন্দারা। এই মোমবাতি মিছিল শেষ হবে জোড়াবাগান ক্রসিংয়ে। সেখানে তাঁরা অপরাধীদের যোগ্য শাস্তির দাবি জানাবেন।