ETV Bharat / state

Washing Machine in Mamata Dharna: মমতার ধরনায় ওয়াশিং মেশিন বিজেপি, তাৎপর্যপূর্ণভাবে খাড়গের টুইটেও একই তত্ত্ব - মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনায় ওয়াশিং মেশিন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনায় ওয়াশিং মেশিন (Washing Machine in Mamata Dharna) তকমা দেওয়া হল বিজেপিকে ৷ তাৎপর্যপূর্ণভাবে মল্লিকার্জুন খাড়গের টুইটেও উঠে এল সেই ওয়াশিং মেশিন তত্ত্ব ৷

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 29, 2023, 8:05 PM IST

কলকাতা, 29 মার্চ: একটা স্লোগান মিলিয়ে দিল এই মুহূর্তে রাজনীতিতে দূরবর্তী অবস্থানে থাকা কংগ্রেস ও তৃণমূলকে । যদিও জ্বালানি শেষ পর্যন্ত এই দুই রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব দূর করবে কি না তা সময় বলবে । তবে বুধবার দেশ দেখল বিজেপির বিরুদ্ধে আক্রমণে একাট্টা কংগ্রেস ও তৃণমূল । কারণ কয়েকশো যোজন দূরে থেকে কংগ্রেস সভাপতি যে কথা বলছেন, সেই একই সুর এবং আক্রমণের লক্ষ্যও এক তৃণমূলের । একই কথা বলছেন তৃণমূল সুপ্রিমোও ।

এই মুহূর্তে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এই ধরনা থেকে বুধবার তিনি কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপিকে । এ দিন মমতার ধরনা মঞ্চে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে 'বিজেপি' নামক ওয়াশিং মেশিন । বুধবার রেড রোডে মুখ্যমন্ত্রীর অবস্থান বিক্ষোভস্থলে আচমকাই একটি ওয়াশিং মেশিন (Washing Machine in Mamata Dharna) হাজির করা হয় যেখানে লেখা আছে বিজেপির নাম । মমতার মঞ্চে এভাবে ওয়াশিং মেশিন দেখে হতবাক হয়ে যান অনেকেই । তবে ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হয় ।

দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Dharna) এই ওয়াশিং মেশিনের মধ্যে একটি কালো কাপড় ভরে দেন । আসলে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে 'ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা'। কিছুক্ষণ বাদেই ওই কালো কাপড় সাদা হয়ে বেরিয়ে আসে ওয়াশিং মেশিন থেকে । আর তৃণমূল নেতারা বলেন, বিজেপি করলেই সমস্ত কালো ধুয়ে মুছে সাফ । আসলে সবটাই ছিল তৃণমূল কংগ্রেসের প্রতীকী প্রতিবাদ । তৃণমূলের পক্ষ থেকে বারবারই অভিযোগ করা হয়, নানা দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পরে কেউ যদি বিজেপির ওয়াশিং মেশিনে চলে যান, তবে তিনি একেবারে ধোপদুরস্ত হয়ে যান । এটা ছিল তারই নমুনা । আর এ ভাবেই এ দিন বিজেপিকে বিঁধেছেন মমতা ।

আরও পড়ুন: দিদি, ও দিদি মন্তব্যের জন্য মোদির পদ খারিজ কেন হবে না, প্রশ্ন অভিষেকের

অন্যদিকে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির বক্তব্যেও তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে এই ওয়াশিং মেশিন প্রসঙ্গ । এ দিন দুর্নীতি প্রশ্নে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মল্লিকার্জুন খাড়গে (Kharge tweets against BJP)। সোশ্যাল সাইটে তিনি বলেছেন, "আদানির শেল কোম্পানিতে 20,000 কোটি টাকার মালিক কে ? ললিত মোদি, নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়া, যতীন মেহতা প্রমুখ কি আপনার ভ্রষ্টচারী ভাগাও অভিযানের সদস্য ? আপনি কি এই জোটের আহ্বায়ক ? নিজেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা বন্ধ করুন । অন্যকে দোষারোপ করার আগে নিজের ঘরের দিকে তাকান-কেন আপনার সরকার কর্ণাটকে চল্লিশ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগে অভিযুক্ত ? কেন আপনি মেঘালয়ের এক নম্বর দুর্নীতিবাজ সরকারের সঙ্গে জড়িত ? বিজেপি নেতারা কি রাজস্থানের সঞ্জীবনী কো-অপারেটিভ কেলেঙ্কারি, মধ্যপ্রদেশের পোষণ কেলেঙ্কারি বা ছত্তীশগড়ের নানা কেলেঙ্কারিতে জড়িত নন ? একদিকে দেশের 35 শতাংশ নেতার পিছনে ইডি লেলিয়ে দেওয়া হচ্ছে । অন্যদিকে আপনার দলের দুর্নীতিবাজ নেতারা বিজেপি নামক ওয়াশিং মেশিনে ঢুকে সাফ হয়ে যাচ্ছেন । আপনার যদি সত্যিই 56 ইঞ্চি ছাতি থাকে তাহলে আদানি ইস্যুতে জেপিসি মেনে নিন । ন বছরের মধ্যে প্রথমবার খোলাখুলি ভাবে সাংবাদিকদের মুখোমুখি হোন ।"

যাই হোক, যতই কংগ্রেস এবং তৃণমূলের দূরত্ব থাকুক, বিরোধীদের উপর আক্রমণের প্রশ্নে তাদের ভাবনা যে এক আরও একবার প্রকাশ্যে এসেছে । এখন প্রশ্ন, এই ওয়াশিং মেশিন তত্ত্বই কি তাহলে কাছাকাছি নিয়ে আসবে কংগ্রেস এবং তৃণমূলকে !

কলকাতা, 29 মার্চ: একটা স্লোগান মিলিয়ে দিল এই মুহূর্তে রাজনীতিতে দূরবর্তী অবস্থানে থাকা কংগ্রেস ও তৃণমূলকে । যদিও জ্বালানি শেষ পর্যন্ত এই দুই রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব দূর করবে কি না তা সময় বলবে । তবে বুধবার দেশ দেখল বিজেপির বিরুদ্ধে আক্রমণে একাট্টা কংগ্রেস ও তৃণমূল । কারণ কয়েকশো যোজন দূরে থেকে কংগ্রেস সভাপতি যে কথা বলছেন, সেই একই সুর এবং আক্রমণের লক্ষ্যও এক তৃণমূলের । একই কথা বলছেন তৃণমূল সুপ্রিমোও ।

এই মুহূর্তে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এই ধরনা থেকে বুধবার তিনি কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপিকে । এ দিন মমতার ধরনা মঞ্চে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে 'বিজেপি' নামক ওয়াশিং মেশিন । বুধবার রেড রোডে মুখ্যমন্ত্রীর অবস্থান বিক্ষোভস্থলে আচমকাই একটি ওয়াশিং মেশিন (Washing Machine in Mamata Dharna) হাজির করা হয় যেখানে লেখা আছে বিজেপির নাম । মমতার মঞ্চে এভাবে ওয়াশিং মেশিন দেখে হতবাক হয়ে যান অনেকেই । তবে ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হয় ।

দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Dharna) এই ওয়াশিং মেশিনের মধ্যে একটি কালো কাপড় ভরে দেন । আসলে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে 'ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা'। কিছুক্ষণ বাদেই ওই কালো কাপড় সাদা হয়ে বেরিয়ে আসে ওয়াশিং মেশিন থেকে । আর তৃণমূল নেতারা বলেন, বিজেপি করলেই সমস্ত কালো ধুয়ে মুছে সাফ । আসলে সবটাই ছিল তৃণমূল কংগ্রেসের প্রতীকী প্রতিবাদ । তৃণমূলের পক্ষ থেকে বারবারই অভিযোগ করা হয়, নানা দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পরে কেউ যদি বিজেপির ওয়াশিং মেশিনে চলে যান, তবে তিনি একেবারে ধোপদুরস্ত হয়ে যান । এটা ছিল তারই নমুনা । আর এ ভাবেই এ দিন বিজেপিকে বিঁধেছেন মমতা ।

আরও পড়ুন: দিদি, ও দিদি মন্তব্যের জন্য মোদির পদ খারিজ কেন হবে না, প্রশ্ন অভিষেকের

অন্যদিকে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির বক্তব্যেও তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে এই ওয়াশিং মেশিন প্রসঙ্গ । এ দিন দুর্নীতি প্রশ্নে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মল্লিকার্জুন খাড়গে (Kharge tweets against BJP)। সোশ্যাল সাইটে তিনি বলেছেন, "আদানির শেল কোম্পানিতে 20,000 কোটি টাকার মালিক কে ? ললিত মোদি, নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়া, যতীন মেহতা প্রমুখ কি আপনার ভ্রষ্টচারী ভাগাও অভিযানের সদস্য ? আপনি কি এই জোটের আহ্বায়ক ? নিজেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা বন্ধ করুন । অন্যকে দোষারোপ করার আগে নিজের ঘরের দিকে তাকান-কেন আপনার সরকার কর্ণাটকে চল্লিশ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগে অভিযুক্ত ? কেন আপনি মেঘালয়ের এক নম্বর দুর্নীতিবাজ সরকারের সঙ্গে জড়িত ? বিজেপি নেতারা কি রাজস্থানের সঞ্জীবনী কো-অপারেটিভ কেলেঙ্কারি, মধ্যপ্রদেশের পোষণ কেলেঙ্কারি বা ছত্তীশগড়ের নানা কেলেঙ্কারিতে জড়িত নন ? একদিকে দেশের 35 শতাংশ নেতার পিছনে ইডি লেলিয়ে দেওয়া হচ্ছে । অন্যদিকে আপনার দলের দুর্নীতিবাজ নেতারা বিজেপি নামক ওয়াশিং মেশিনে ঢুকে সাফ হয়ে যাচ্ছেন । আপনার যদি সত্যিই 56 ইঞ্চি ছাতি থাকে তাহলে আদানি ইস্যুতে জেপিসি মেনে নিন । ন বছরের মধ্যে প্রথমবার খোলাখুলি ভাবে সাংবাদিকদের মুখোমুখি হোন ।"

যাই হোক, যতই কংগ্রেস এবং তৃণমূলের দূরত্ব থাকুক, বিরোধীদের উপর আক্রমণের প্রশ্নে তাদের ভাবনা যে এক আরও একবার প্রকাশ্যে এসেছে । এখন প্রশ্ন, এই ওয়াশিং মেশিন তত্ত্বই কি তাহলে কাছাকাছি নিয়ে আসবে কংগ্রেস এবং তৃণমূলকে !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.