ETV Bharat / state

পুরুলিয়ায় সাধু নিগ্রহের ঘটনা নিয়ে সরব বিজেপি, পালটা জবাব তৃণমূলের - বিজেপি

BJP-TMC War of Words: বৃহস্পতিবার পুরুলিয়ায় তিনজন সাধুকে মারধরের অভিযোগ ওঠে ৷ সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয় শুক্রবার ৷ এই নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি ৷ পালটা জবাব দিয়েছে বাংলার শাসক দলও ৷

BJP-TMC
BJP-TMC
author img

By ANI

Published : Jan 13, 2024, 1:08 PM IST

Updated : Jan 13, 2024, 7:45 PM IST

নয়াদিল্লি ও কলকাতা, 13 জানুয়ারি: পুরুলিয়ায় সাধুদের উপর মারধরের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তাঁর কটাক্ষ, পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ ৷ এই নিয়ে পালটা তোপ দেগেছে তৃণমূল কংগ্রেসও ৷ একটি ভিডিয়ো বার্তায় বাংলার শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, বিলকিস বানো মামলা নিয়ে বিজেপি কেন নীরব ?

বৃহস্পতিবার পুরুলিয়ায় তিনজন সাধুকে নিগ্রহের অভিযোগ ওঠে৷ সেই ঘটনার ভিডিয়ো শুক্রবার ভাইরাল হয় ৷ তার পরই হইচই পড়ে যায় ৷ এই নিয়ে বিজেপি সরব হয়৷ গেরুয়া শিবির কাঠগড়ায় তোলে তৃণমূল কংগ্রেসকে ৷ বিজেপি নেতা তথা কেন্দ্রের শাসক দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷

সোশাল মিডিয়ায় করা পোস্টে অমিত মালব্য লিখেছেন, ‘‘একেবারে মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় । পালঘরের মতো মকর সংক্রান্তির জন্য গঙ্গাসাগরের দিকে যাওয়া সাধুদের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত অপরাধীরা ছিনিয়ে নিয়ে মারধর করেছে ৷’’ তাঁর অভিযোগ, বাংলায় শাহজাহান শেখের মতো নেতারা সুরক্ষা পায় আর সাধুরা আক্রান্ত হয় ৷ সোশাল মিডিয়ায় ওই পোস্টটি শুক্রবারই করেছেন অমিত মালব্য ৷ সেখানে তিনি আরও লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ ৷’’

এই নিয়ে বিজেপির বিরুদ্ধে পালটা তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ সেখানে তিনি বলেছেন, ‘‘বিজেপির অমিত মালব্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমজাররা কোন বিষয়ে নীরব শুধু দেখুন ৷ গুজরাতে বিলকিস বানো ধর্ষণকাণ্ডে 11 জন শাস্তপ্রাপ্তকে দরজা খুলে দিয়েছিল ৷ সংবর্ধনা দিয়ে মুক্তি দিয়ে দিল ৷ সুপ্রিম কোর্ট বলল এভাবে মুক্তি দেওয়া যায় না ৷ এই নিয়ে কোনও বক্তব্য নেই বিজেপি নেতাদের ৷’’

কুণাল ঘোষের আরও অভিযোগ, অমিত মালব্য যে আইটি সেলের প্রধান, সেই আইটি সেলের নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ নারী নিগ্রহ নিয়ে মুখ কুলুপ এঁটেছেন বিজেপি নেতারা ৷ অথচ পশ্চিমবঙ্গের যে কোনও ঘটনা নিয়ে তাঁরা সরব ৷

(এএনআই ইনপুট-সহ)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. সন্দেহের বশবর্তী হয়ে গঙ্গাসাগরের পথে যোগীরাজ্যের তিন সাধুকে মারধর, গ্রেফতার 12

নয়াদিল্লি ও কলকাতা, 13 জানুয়ারি: পুরুলিয়ায় সাধুদের উপর মারধরের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তাঁর কটাক্ষ, পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ ৷ এই নিয়ে পালটা তোপ দেগেছে তৃণমূল কংগ্রেসও ৷ একটি ভিডিয়ো বার্তায় বাংলার শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, বিলকিস বানো মামলা নিয়ে বিজেপি কেন নীরব ?

বৃহস্পতিবার পুরুলিয়ায় তিনজন সাধুকে নিগ্রহের অভিযোগ ওঠে৷ সেই ঘটনার ভিডিয়ো শুক্রবার ভাইরাল হয় ৷ তার পরই হইচই পড়ে যায় ৷ এই নিয়ে বিজেপি সরব হয়৷ গেরুয়া শিবির কাঠগড়ায় তোলে তৃণমূল কংগ্রেসকে ৷ বিজেপি নেতা তথা কেন্দ্রের শাসক দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷

সোশাল মিডিয়ায় করা পোস্টে অমিত মালব্য লিখেছেন, ‘‘একেবারে মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় । পালঘরের মতো মকর সংক্রান্তির জন্য গঙ্গাসাগরের দিকে যাওয়া সাধুদের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত অপরাধীরা ছিনিয়ে নিয়ে মারধর করেছে ৷’’ তাঁর অভিযোগ, বাংলায় শাহজাহান শেখের মতো নেতারা সুরক্ষা পায় আর সাধুরা আক্রান্ত হয় ৷ সোশাল মিডিয়ায় ওই পোস্টটি শুক্রবারই করেছেন অমিত মালব্য ৷ সেখানে তিনি আরও লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ ৷’’

এই নিয়ে বিজেপির বিরুদ্ধে পালটা তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ সেখানে তিনি বলেছেন, ‘‘বিজেপির অমিত মালব্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমজাররা কোন বিষয়ে নীরব শুধু দেখুন ৷ গুজরাতে বিলকিস বানো ধর্ষণকাণ্ডে 11 জন শাস্তপ্রাপ্তকে দরজা খুলে দিয়েছিল ৷ সংবর্ধনা দিয়ে মুক্তি দিয়ে দিল ৷ সুপ্রিম কোর্ট বলল এভাবে মুক্তি দেওয়া যায় না ৷ এই নিয়ে কোনও বক্তব্য নেই বিজেপি নেতাদের ৷’’

কুণাল ঘোষের আরও অভিযোগ, অমিত মালব্য যে আইটি সেলের প্রধান, সেই আইটি সেলের নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ নারী নিগ্রহ নিয়ে মুখ কুলুপ এঁটেছেন বিজেপি নেতারা ৷ অথচ পশ্চিমবঙ্গের যে কোনও ঘটনা নিয়ে তাঁরা সরব ৷

(এএনআই ইনপুট-সহ)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. সন্দেহের বশবর্তী হয়ে গঙ্গাসাগরের পথে যোগীরাজ্যের তিন সাধুকে মারধর, গ্রেফতার 12
Last Updated : Jan 13, 2024, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.