ETV Bharat / state

Bankura BJP Leader Death: বাঁকুড়ায় বিজেপি নেতার মৃত্যুতে সিবিআই দাবি শুভেন্দুর, পালটা কটাক্ষ দেবাংশুর - তৃণমূল কংগ্রেস

War of Words between Suvendu Adhikari and Debangshu Bhattacahrya: বুধবার বাঁকুড়ায় এক বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ এই ঘটনায় সরাসরি তৃণমূলকে অভিযুক্ত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি এই নিয়ে সিবিআই তদন্ত দাবি করেছেন ৷ এই ইস্যুতে বিরোধী দলনেতাকে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য ৷

Suvendu Adhikari and Debangshu Bhattacahrya
Suvendu Adhikari and Debangshu Bhattacahrya
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 4:13 PM IST

কলকাতা, 8 নভেম্বর: বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হল রাজনৈতিক তরজা ৷ একদিকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও রাজ্য়ের পুলিশ-প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অন্যদিকে এই নিয়ে পালটা তোপ দেগেছেন বাংলার শাসক দলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য ৷ নিহতের মায়ের বক্তব্যকে হাতিয়ার করে তিনি সমালোচনা করেছেন বিরোধী দলনেতার ৷

বাঁকুড়ায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার: বুধবার সকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামে শুভদীপ ওরফে দীপু মিশ্র নামে এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ বাড়ির সামনে একটি গাছে হাত-বাঁধা অবস্থায় তাঁর দেহটি ঝুলছিল ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে ৷ মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ ৷

মৃতের পরিবারের দাবি, দীপু পরকীয়ায় জড়িয়ে পড়েছিল ৷ সেই কারণে তাঁকে খুন হতে হল ৷ যদিও বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক বিজেপির চন্দনা বাউড়ির দাবি, দীপুকে তৃণমূলের লোকেরাই খুন করেছে ৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ: তিনিও এই ঘটনার দায় চাপিয়েছেন তৃণমূলের উপর ৷ তিনি জানিয়েছেন, সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে ভোটে লড়েছিলেন শুভদীপ মিশ্র ৷ এলাকায় জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ওই তরুণকে খুন করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর ৷

  • TMC goons have murdered Subhadeep Mishra and hung his body from a tree with his hands tied.

    Subhadeep Mishra of Bankura District was a @BJP4Bengal Candidate who contested the 2023 Panchayat Elections from the Nidhirampur 257 No. Booth; at Lotiyaboni Anchal of Gangajalghati Block… pic.twitter.com/DT09YXpJec

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি এই নিয়ে সরাসরি পুলিশকে কাঠগড়ায় তুলেছেন ৷ প্রশ্ন তুলেছেন বাঁকুড়ার বর্তমান পুলিশ সুপারের ভূমিকা নিয়ে ৷ শুভেন্দুর অভিযোগ, পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে ৷ তাই তারা শাসক দলের হয়েই কাজ করছে ৷ তাই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা ৷

শুভেন্দুকে তোপ দেবাংশুর: বিরোধী দলনেতা এই দাবি করার পরই পালটা সরব হন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ৷ তিনি নিহতের পরিবারের বক্তব্যকে হাতিয়ার করে তোপ দাগেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ দেবাংশুর বক্তব্য, ‘‘বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত বিজেপি কর্মীর মা যেখানে স্বয়ং দাবি করেছেন তাঁর সন্তানের মৃত্যুর পেছনে মৃতের বান্ধবীর পরিবারের হাত আছে, সেখানে শুভেন্দুবাবু কি তাঁর মায়ের থেকেও বড় দরদী ‘মাসি’ হয়ে গিয়েছেন ?’’

  • বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত বিজেপি কর্মীর মা যেখানে স্বয়ং দাবী করেছেন তাঁর সন্তানের মৃত্যুর পেছনে মৃতের বান্ধবীর পরিবারের হাত আছে, সেখানে শুভেন্দু বাবু কি তাঁর মায়ের থেকেও বড় দরদী "মাসি" হয়ে গিয়েছেন?

    অন্ধ তৃণমূল বিরোধিতার রাজনীতি করতে করতে লোকটা এমন পর্যায়ে নেমে এসেছে,…

    — Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পর বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘‘অন্ধ তৃণমূল বিরোধিতার রাজনীতি করতে করতে লোকটা এমন পর্যায়ে নেমে এসেছে, যেখান থেকে তাঁকে টেনে তোলা ভালো কোম্পানির ক্রেনের পক্ষেও সম্ভব নয় !’’

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ! বাঁকুড়ায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

কলকাতা, 8 নভেম্বর: বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হল রাজনৈতিক তরজা ৷ একদিকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও রাজ্য়ের পুলিশ-প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অন্যদিকে এই নিয়ে পালটা তোপ দেগেছেন বাংলার শাসক দলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য ৷ নিহতের মায়ের বক্তব্যকে হাতিয়ার করে তিনি সমালোচনা করেছেন বিরোধী দলনেতার ৷

বাঁকুড়ায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার: বুধবার সকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামে শুভদীপ ওরফে দীপু মিশ্র নামে এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ বাড়ির সামনে একটি গাছে হাত-বাঁধা অবস্থায় তাঁর দেহটি ঝুলছিল ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে ৷ মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ ৷

মৃতের পরিবারের দাবি, দীপু পরকীয়ায় জড়িয়ে পড়েছিল ৷ সেই কারণে তাঁকে খুন হতে হল ৷ যদিও বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক বিজেপির চন্দনা বাউড়ির দাবি, দীপুকে তৃণমূলের লোকেরাই খুন করেছে ৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ: তিনিও এই ঘটনার দায় চাপিয়েছেন তৃণমূলের উপর ৷ তিনি জানিয়েছেন, সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে ভোটে লড়েছিলেন শুভদীপ মিশ্র ৷ এলাকায় জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ওই তরুণকে খুন করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর ৷

  • TMC goons have murdered Subhadeep Mishra and hung his body from a tree with his hands tied.

    Subhadeep Mishra of Bankura District was a @BJP4Bengal Candidate who contested the 2023 Panchayat Elections from the Nidhirampur 257 No. Booth; at Lotiyaboni Anchal of Gangajalghati Block… pic.twitter.com/DT09YXpJec

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি এই নিয়ে সরাসরি পুলিশকে কাঠগড়ায় তুলেছেন ৷ প্রশ্ন তুলেছেন বাঁকুড়ার বর্তমান পুলিশ সুপারের ভূমিকা নিয়ে ৷ শুভেন্দুর অভিযোগ, পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে ৷ তাই তারা শাসক দলের হয়েই কাজ করছে ৷ তাই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা ৷

শুভেন্দুকে তোপ দেবাংশুর: বিরোধী দলনেতা এই দাবি করার পরই পালটা সরব হন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ৷ তিনি নিহতের পরিবারের বক্তব্যকে হাতিয়ার করে তোপ দাগেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ দেবাংশুর বক্তব্য, ‘‘বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত বিজেপি কর্মীর মা যেখানে স্বয়ং দাবি করেছেন তাঁর সন্তানের মৃত্যুর পেছনে মৃতের বান্ধবীর পরিবারের হাত আছে, সেখানে শুভেন্দুবাবু কি তাঁর মায়ের থেকেও বড় দরদী ‘মাসি’ হয়ে গিয়েছেন ?’’

  • বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত বিজেপি কর্মীর মা যেখানে স্বয়ং দাবী করেছেন তাঁর সন্তানের মৃত্যুর পেছনে মৃতের বান্ধবীর পরিবারের হাত আছে, সেখানে শুভেন্দু বাবু কি তাঁর মায়ের থেকেও বড় দরদী "মাসি" হয়ে গিয়েছেন?

    অন্ধ তৃণমূল বিরোধিতার রাজনীতি করতে করতে লোকটা এমন পর্যায়ে নেমে এসেছে,…

    — Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পর বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘‘অন্ধ তৃণমূল বিরোধিতার রাজনীতি করতে করতে লোকটা এমন পর্যায়ে নেমে এসেছে, যেখান থেকে তাঁকে টেনে তোলা ভালো কোম্পানির ক্রেনের পক্ষেও সম্ভব নয় !’’

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ! বাঁকুড়ায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.