ETV Bharat / state

কলকাতা পৌরনিগমের বিজ্ঞপ্তি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইলেন রাজ্যপাল - mamata banerjee

আগেই মুখ্যসচিবের কাছে কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চেয়েছিলেন । এবার টুইট করে মুখ্যমন্ত্রীর কাছ থেকেই এই বিষয়ে তথ্য জানতে চেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

ছবি
ছবি
author img

By

Published : May 7, 2020, 5:48 PM IST

Updated : May 8, 2020, 7:13 AM IST

কলকাতা, 7 মে : কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের তরফে কোনও সাড়া পাননি । তাই এবার মুখ্যমন্ত্রীর কাছ থেকেই এই সংক্রান্ত তথ্য জানতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এনিয়ে একটি টুইটও করেছেন তিনি ।

টুইটে রাজ্যপাল লেখেন, "মুখ্যসচিবের কাছ থেকে কোনও সাড়া পাইনি । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গতকাল পৌরনিগমের প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইছি । সংবিধানের 167 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালকে তথ্য প্রদান করা মুখ্যমন্ত্রীর কর্তব্য।"

  • মুখ্যসচিবের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায়, @MamataOfficial এর কাছে কলকাতা পৌরসভার মে 06, 2020 তে জারি করা অর্ডার সম্পর্কে জানতে চেয়েছি।

    অনুচ্ছেদ 167 মোতাবেক মুখ্যমন্ত্রীর "কর্তব্য" রাজ্যপালকে তথ্য সরবরাহ করা।

    এই অর্ডারটির গভীর তাৎপর্য আছে।(1/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালই কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল । এনিয়ে একাধিক টুইটও করেন । টুইটে তিনি লেখেন, "গতকাল কলকাতা পৌরনিগমের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তা এখনও এসে পৌঁছায়নি । যত দ্রুত সম্ভব ওই বিজ্ঞপ্তি রাজভবনে পাঠানোর ব্যবস্থা করা উচিত ।"

  • Chief Secretary called upon to urgently forward notification May 06 as also the entire decision making process, including the authority that has taken this decision.

    Priority be given its constitutional repercussions impacting bodies subject to Part IX A of Constitution (2/3)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি জানান, গতকাল ওই বিজ্ঞপ্তি সংক্রান্ত সিদ্ধান্ত কারা নিয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত জানাক রাজ্যের মুখ্যসচিব । কারণ সাংবিধানিকভাবে এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল । কিন্তু তা করা হয়নি । টুইটে তিনি লেখেন, "সংবিধানের সঙ্গে আপস কোনওভাবেই করা যাবে না । সাংবিধানিক প্রধান হিসেবে আমার নাম করে নির্দেশিকা জারি হয়ে যাচ্ছে অথচ আমি কিছুই জানি না । আমরা কোনপথে যাচ্ছি?"

কলকাতা, 7 মে : কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের তরফে কোনও সাড়া পাননি । তাই এবার মুখ্যমন্ত্রীর কাছ থেকেই এই সংক্রান্ত তথ্য জানতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এনিয়ে একটি টুইটও করেছেন তিনি ।

টুইটে রাজ্যপাল লেখেন, "মুখ্যসচিবের কাছ থেকে কোনও সাড়া পাইনি । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গতকাল পৌরনিগমের প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইছি । সংবিধানের 167 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালকে তথ্য প্রদান করা মুখ্যমন্ত্রীর কর্তব্য।"

  • মুখ্যসচিবের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায়, @MamataOfficial এর কাছে কলকাতা পৌরসভার মে 06, 2020 তে জারি করা অর্ডার সম্পর্কে জানতে চেয়েছি।

    অনুচ্ছেদ 167 মোতাবেক মুখ্যমন্ত্রীর "কর্তব্য" রাজ্যপালকে তথ্য সরবরাহ করা।

    এই অর্ডারটির গভীর তাৎপর্য আছে।(1/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালই কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল । এনিয়ে একাধিক টুইটও করেন । টুইটে তিনি লেখেন, "গতকাল কলকাতা পৌরনিগমের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তা এখনও এসে পৌঁছায়নি । যত দ্রুত সম্ভব ওই বিজ্ঞপ্তি রাজভবনে পাঠানোর ব্যবস্থা করা উচিত ।"

  • Chief Secretary called upon to urgently forward notification May 06 as also the entire decision making process, including the authority that has taken this decision.

    Priority be given its constitutional repercussions impacting bodies subject to Part IX A of Constitution (2/3)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি জানান, গতকাল ওই বিজ্ঞপ্তি সংক্রান্ত সিদ্ধান্ত কারা নিয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত জানাক রাজ্যের মুখ্যসচিব । কারণ সাংবিধানিকভাবে এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল । কিন্তু তা করা হয়নি । টুইটে তিনি লেখেন, "সংবিধানের সঙ্গে আপস কোনওভাবেই করা যাবে না । সাংবিধানিক প্রধান হিসেবে আমার নাম করে নির্দেশিকা জারি হয়ে যাচ্ছে অথচ আমি কিছুই জানি না । আমরা কোনপথে যাচ্ছি?"

Last Updated : May 8, 2020, 7:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.