কলকাতা, 30 সেপ্টেম্বর : ব্যাটেল ফিল্ড ভবানীপুর ৷ কড়া নিরাপত্তার মোড়কে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে হাই-প্রোফাইল ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন পর্ব ৷ রাজ্য তো বটেই গোটা দেশের নজর রয়েছে এই কেন্দ্রের উপনির্বাচনের দিকে ৷ কারণ, এই নির্বাচনে তৃণমূল প্রার্থী স্বয়ং দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে পরাজিত হয়েছেন তৃণমূল নেত্রী ৷ ফলে মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে এই উপনির্বাচনে জিততেই হবে মমতাকে ৷ অন্যথায়, সাংবিধানিক নিয়ম অনুযায়ী আর রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না তিনি ৷
এই নির্বাচনে মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৷ লড়াইয়ের ময়দানে রয়েছেন বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও ৷ এই উপনির্বাচন উপলক্ষ্যে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে ভবানীপুরে ৷ প্রতিটি বুথের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ বুথের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কলকাতা ও রাজ্য পুলিশ ৷
আরও পড়ুন : West Bengal Election LIVE : সরগরম ভবানীপুর, মদন মিত্রের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ প্রিয়াঙ্কার
সকাল থেকে মানুষ বিভিন্ন বুথে লাইন দেন ৷ ভোটগ্রহণকে কেন্দ্র করে সেভাবে কোনও অভিযোগ আসেনি ৷ দু-একটি জায়গা থেকে বিক্ষিপ্ত অভিযোগ এলেও নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে প্রায় নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ পর্ব ৷ নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, সকাল 9 টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে 7.57 শতাংশ ৷