ETV Bharat / state

ভারতের উচিত পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দখল নেওয়া : VHP নেতা - air attack

ভারত সেখানে যে সার্জিকাল স্ট্রাইক করেছে সেটা কিন্তু সেদেশের সেনাবাহিনীর বা সাধারণ মানুষের উপর করেনি। পরিকল্পিতভাবে জঙ্গিদের ঘাঁটিতেই আক্রমণ করেছে। অনেক আগেই ভারতের উচিত ছিল জঙ্গিদের নিকেশ করতে এই ধরনের পদক্ষেপ নেওয়ার। পাকিস্তান বহুদিন ধরে ছায়া যুদ্ধ চালাচ্ছে। আজ ভারত তার উপযুক্ত জবাব দিয়েছে।

শচিন্দ্রনাথ সিংহ
author img

By

Published : Feb 27, 2019, 11:31 AM IST

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : পুলওয়ামায় হামলার ১২ দিনের মাথায় গতকাল ভোররাতে পাকিস্তানঅধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে অভিযান চালায় বায়ুসেনা। সূত্রের খবর, এই এয়ার স্ট্রাইকে নিকেশ হয়েছে ৩০০-র বেশি জঙ্গি। ধ্বংস হয়েছে ২০০টির বেশি AK রাইফেল, অসংখ্য হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরক ও ডিটোনেটর। ভারতের এই অভিযান নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রীয় সংগঠক (পশ্চিমবঙ্গ, ওড়িশা ও আন্দামান) শচিন্দ্রনাথ সিংহ বলেন, "অনেকদিন ধরেই আমরা অপেক্ষা করছিলাম। পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার প্রয়োজন ছিল। স্বাধীনতার পর থেকেই কাশ্মীরের অনেকটা এলাকা পাকিস্তান দখল করে রেখেছে। পাকিস্তানের এই অংশে বহুদিন ধরেই জঙ্গিদের কার্যকলাপ চলছিল। ভারত সেখানে যে সার্জিকাল স্ট্রাইক করেছে সেটা কিন্তু সেদেশের সেনাবাহিনীর বা সাধারণ মানুষের উপর করেনি। পরিকল্পিতভাবে জঙ্গিদের ঘাঁটিতেই আক্রমণ করেছে। অনেক আগেই ভারতের উচিত ছিল জঙ্গিদের নিকেশ করতে এই ধরনের পদক্ষেপ নেওয়ার। পাকিস্তান বহুদিন ধরে ছায়া যুদ্ধ চালাচ্ছে। আজ ভারত তার উপযুক্ত জবাব দিয়েছে। আমরা বলব আমাদের যেটুকু অংশ দখল করে রেখেছে সেখানেই আক্রমণ করেছে। অর্থাৎ নিজেদের জমি থেকেই জঙ্গিদের নিকেশ করেছে। ভারতের উচিত পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে নিজেদের কবজায় নেওয়া।"

undefined
ভিডিয়োয় শুনুন শচিন্দ্রনাথ সিংহের বক্তব্য

তিনি আরও বলেন, "আজ বিশ্বের সব দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। তাঁরা নিজেদের সমর্থন জানিয়েছে। কেউ টুইটারে কোনও নেগেটিভ মন্তব্য করেননি। শুধু দেশের বাইরে নয় দেশের অভ্যন্তরেও সব রাজনৈতিক দল এই আক্রমণকে সমর্থন করেছে। তবে দেশবাসীকে অবশ্যই সরকার ও সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে। "

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : পুলওয়ামায় হামলার ১২ দিনের মাথায় গতকাল ভোররাতে পাকিস্তানঅধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে অভিযান চালায় বায়ুসেনা। সূত্রের খবর, এই এয়ার স্ট্রাইকে নিকেশ হয়েছে ৩০০-র বেশি জঙ্গি। ধ্বংস হয়েছে ২০০টির বেশি AK রাইফেল, অসংখ্য হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরক ও ডিটোনেটর। ভারতের এই অভিযান নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রীয় সংগঠক (পশ্চিমবঙ্গ, ওড়িশা ও আন্দামান) শচিন্দ্রনাথ সিংহ বলেন, "অনেকদিন ধরেই আমরা অপেক্ষা করছিলাম। পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার প্রয়োজন ছিল। স্বাধীনতার পর থেকেই কাশ্মীরের অনেকটা এলাকা পাকিস্তান দখল করে রেখেছে। পাকিস্তানের এই অংশে বহুদিন ধরেই জঙ্গিদের কার্যকলাপ চলছিল। ভারত সেখানে যে সার্জিকাল স্ট্রাইক করেছে সেটা কিন্তু সেদেশের সেনাবাহিনীর বা সাধারণ মানুষের উপর করেনি। পরিকল্পিতভাবে জঙ্গিদের ঘাঁটিতেই আক্রমণ করেছে। অনেক আগেই ভারতের উচিত ছিল জঙ্গিদের নিকেশ করতে এই ধরনের পদক্ষেপ নেওয়ার। পাকিস্তান বহুদিন ধরে ছায়া যুদ্ধ চালাচ্ছে। আজ ভারত তার উপযুক্ত জবাব দিয়েছে। আমরা বলব আমাদের যেটুকু অংশ দখল করে রেখেছে সেখানেই আক্রমণ করেছে। অর্থাৎ নিজেদের জমি থেকেই জঙ্গিদের নিকেশ করেছে। ভারতের উচিত পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে নিজেদের কবজায় নেওয়া।"

undefined
ভিডিয়োয় শুনুন শচিন্দ্রনাথ সিংহের বক্তব্য

তিনি আরও বলেন, "আজ বিশ্বের সব দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। তাঁরা নিজেদের সমর্থন জানিয়েছে। কেউ টুইটারে কোনও নেগেটিভ মন্তব্য করেননি। শুধু দেশের বাইরে নয় দেশের অভ্যন্তরেও সব রাজনৈতিক দল এই আক্রমণকে সমর্থন করেছে। তবে দেশবাসীকে অবশ্যই সরকার ও সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে। "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.