ETV Bharat / state

Ganga Arati in Kolkata: বাজা কদমতলা ঘাটে গঙ্গারতি শেষে এবার বিশেষ ভোগ পাবেন দর্শনার্থীরা - বাজা কদমতলা ঘাটে গঙ্গারতি

গঙ্গা আরতির পর পাওয়া যাবে বিশেষ ভোগ ৷ শনিবার করে গঙ্গারতি শেষে এই খিচুড়ি ভোগ দেওয়া হবে বাজা কদমতলা ঘাটে উপস্থিত দর্শনার্থীদের ৷

Etv Bharat
বাজা কদমতলা ঘাটে এবার থেকে শনিবার করে গঙ্গারতি শেষে মিলবে বিশেষ ভোগ
author img

By

Published : May 16, 2023, 10:53 PM IST

বাজা কদমতলা ঘাটে এবার থেকে শনিবার করে গঙ্গারতি শেষে মিলবে বিশেষ ভোগ

কলকাতা, 16 মে: বেনারসের ঘাটের আদলে কলকাতায় বাজা কদমতলা ঘাটে শুরু হয়েছে গঙ্গা আরতি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে অনুসারেই এই আরতি চালু হয়েছে । আর কয়েকমাসের মধ্যেই সান্ধ্যকালীন এই গঙ্গা আরতি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে । সেই আরতি দেখতে আসা দর্শকদের এবার বাড়তি পাওনা হিসেবে মিলবে খিচুড়ি ভোগ ।

কলকাতার আকষর্ণীয় না দর্শনীয় স্থানগুলোর তালিকায় নয়া সংযোজন বাজা কদমতলা ঘাটের এই গঙ্গা আরতি । আর তাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র তৈরি করতে চাইছে রাজ্য সরকার । গঙ্গা পাড়ের এই সৌন্দর্যায়নে এক মায়াবী মনোরম পরিবেশ বিরাজ করে । আর তাতেই রোজ সন্ধ্যায় গঙ্গা পুজো ও আরতির সংমিশ্রণ ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, প্রতিদিন সন্ধ্যায় প্রায় হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগম হয় এখানে । এবার গঙ্গামাতার আরাধনার সঙ্গেই প্রতি শনিবার দর্শনার্থীদের হতে দেওয়া হবে ভোগ । প্রায় 100 কেজি চাল, 50 কেজি ডাল, 3-5 কেজি ঘি, কাজু, কিশমিশ, বিভিন্ন সবজি ও মশলা সহযোগে তৈরি হবে খিচুড়ি ভোগ । শালপাতার বাটি করে সেই ভোগ বিলিয়ে দেওয়া হবে দর্শনার্থীদের মধ্যে । আপাতত শনিবার করেই এই ভোগ দেওয়ার বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তারপরে ফের বাড়ানোর পরিকল্পনা আছে । প্রতি শনিবার আরতির সঙ্গেই এই ভোগ অর্পণ করা হবে মন্দিরে ৷ তারপর আরতি শেষে তা বিতরণ করা হবে । কলকাতা পৌরনিগমের তত্ত্বাবধানে এই ভোগের আয়োজন করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।

উল্লেখ্য, বারাণসী গঙ্গারতি দেখে মুগ্ধ হয়েই কলকাতা ঘাটে এমন আরতি করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । গোটা বিষয়টার দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা কর্পোরেশনের হাতে । এর কয়েকমাসের মধ্যেই পৌরনিগম পরিকাঠামো তৈরি করে আরতির । তৈরি হয় মন্দির ৷ সেখানে একটি গঙ্গা মায়ের মূর্তি রাখা হয় । তৈরি হয় আরতির পোর্টেবল টেবল ।

এই বিষয় কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানান, গোটা বিষয় আমরা দেখাশোনা করছি । তবে ভোগের খরচ বহন করবে আরতির দায়িত্বে থাকা সংস্থা । দর্শনার্থীদের কাছে এই ভোগ দেওয়ার কারণে ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ।

আরও পড়ুন : বাঁজা কদমতলা ঘাটে আরতি বন্দনার অর্থ-দায়িত্ব নিয়ে কাটল জট

বাজা কদমতলা ঘাটে এবার থেকে শনিবার করে গঙ্গারতি শেষে মিলবে বিশেষ ভোগ

কলকাতা, 16 মে: বেনারসের ঘাটের আদলে কলকাতায় বাজা কদমতলা ঘাটে শুরু হয়েছে গঙ্গা আরতি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে অনুসারেই এই আরতি চালু হয়েছে । আর কয়েকমাসের মধ্যেই সান্ধ্যকালীন এই গঙ্গা আরতি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে । সেই আরতি দেখতে আসা দর্শকদের এবার বাড়তি পাওনা হিসেবে মিলবে খিচুড়ি ভোগ ।

কলকাতার আকষর্ণীয় না দর্শনীয় স্থানগুলোর তালিকায় নয়া সংযোজন বাজা কদমতলা ঘাটের এই গঙ্গা আরতি । আর তাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র তৈরি করতে চাইছে রাজ্য সরকার । গঙ্গা পাড়ের এই সৌন্দর্যায়নে এক মায়াবী মনোরম পরিবেশ বিরাজ করে । আর তাতেই রোজ সন্ধ্যায় গঙ্গা পুজো ও আরতির সংমিশ্রণ ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, প্রতিদিন সন্ধ্যায় প্রায় হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগম হয় এখানে । এবার গঙ্গামাতার আরাধনার সঙ্গেই প্রতি শনিবার দর্শনার্থীদের হতে দেওয়া হবে ভোগ । প্রায় 100 কেজি চাল, 50 কেজি ডাল, 3-5 কেজি ঘি, কাজু, কিশমিশ, বিভিন্ন সবজি ও মশলা সহযোগে তৈরি হবে খিচুড়ি ভোগ । শালপাতার বাটি করে সেই ভোগ বিলিয়ে দেওয়া হবে দর্শনার্থীদের মধ্যে । আপাতত শনিবার করেই এই ভোগ দেওয়ার বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তারপরে ফের বাড়ানোর পরিকল্পনা আছে । প্রতি শনিবার আরতির সঙ্গেই এই ভোগ অর্পণ করা হবে মন্দিরে ৷ তারপর আরতি শেষে তা বিতরণ করা হবে । কলকাতা পৌরনিগমের তত্ত্বাবধানে এই ভোগের আয়োজন করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।

উল্লেখ্য, বারাণসী গঙ্গারতি দেখে মুগ্ধ হয়েই কলকাতা ঘাটে এমন আরতি করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । গোটা বিষয়টার দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা কর্পোরেশনের হাতে । এর কয়েকমাসের মধ্যেই পৌরনিগম পরিকাঠামো তৈরি করে আরতির । তৈরি হয় মন্দির ৷ সেখানে একটি গঙ্গা মায়ের মূর্তি রাখা হয় । তৈরি হয় আরতির পোর্টেবল টেবল ।

এই বিষয় কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানান, গোটা বিষয় আমরা দেখাশোনা করছি । তবে ভোগের খরচ বহন করবে আরতির দায়িত্বে থাকা সংস্থা । দর্শনার্থীদের কাছে এই ভোগ দেওয়ার কারণে ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ।

আরও পড়ুন : বাঁজা কদমতলা ঘাটে আরতি বন্দনার অর্থ-দায়িত্ব নিয়ে কাটল জট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.