কলকাতা, 8 জুন : "আমাদের কাছে বিদ্যাসাগর অনেক বড় ।" বিদ্যাসাগর কলেজে পরীক্ষার দিন পরিবর্তন নিয়ে আজ সাংবাদিক বৈঠকে একথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।
প্রসঙ্গত, 11 জুন পুনরায় প্রতিস্থাপন হবে বিদ্যাসাগরের মূর্তি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করবেন । এর জেরে বিদ্যাসাগর কলেজে বায়োকেমিস্ট্রির প্র্যাকটিক্যাল পরীক্ষা পিছিয়ে যায় । 11 ও 12 জুনের পরিবর্তে ওই পরীক্ষার দিন 13 ও 14 জুন করা হয়েছে । আর এই নিয়ে শুরু হয়েছে বির্তক । রাজনৈতিক মহলে এই নিয়ে উঠছে নানা প্রশ্ন ।
এই সংক্রান্ত আরও খবর : মুখ্যমন্ত্রীর হাতে মূর্তি উন্মোচন, পরীক্ষা পিছল বিদ্যাসাগরে
এই প্রসঙ্গে আজ পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের কাছে বিদ্যাসাগর অনেক বড় । যারা এই নিয়ে প্রশ্ন করছেন তাঁদের বাংলার ঐতিহ্যের প্রতি, বাংলার মনীষীদের প্রতি কোনও শ্রদ্ধা নেই । এর আগেও বহু পরীক্ষা বহুদিন বাতিল হয়েছে । এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয় । যাদের বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা আছে তাঁরা এই অনুষ্ঠানে আসছেন । এই অনুষ্ঠান করার জন্য আমরা সরকারকে ধন্যবাদ দিচ্ছি । এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের গেটে স্যার আশুতোষের মূর্তি রাখব আমরা । প্রেসিডেন্সি কলেজেও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রাখা হবে । কলেজ স্ট্রিটেও রামমোহন রায়ের মূর্তি রাখব । ওই চত্বরে রামমোহন রায়ের কোনও মূর্তি নেই । আমরা সেটার ব্যবস্থা করব ।"
এই সংক্রান্ত আরও খবর : মঙ্গলবার বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন : মমতা
11 জুন হেয়ার স্কুলের মাঠে প্রথমে এই নিয়ে অনুষ্ঠান হবে । সেখানে বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরে সেখান থেকে মিছিল করে বিদ্যাসাগরের মূর্তি বিদ্যাসাগর কলেজে নিয়ে যাওয়া হবে । সেখানেই মূর্তি উন্মোচন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিকে, পৌষ মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে পার্থবাবু বলেন, "আমি চাই না এই স্মৃতিবিজড়িত মেলা বন্ধ হয়ে যাক ।" এই নিয়ে গতকাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ফোনও করেন । তিনি বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন ।