কলকাত, 3 সেপ্টেম্বর: কলকাতা এই নামটা বলতেই চোখের সামনে ছবির মত ভেসে ওঠে টুকরো টুকরো কিছু ছবির কোলাজ (Nature Walk and Heritage Walk Inside Victoria Memorial Hall) । সেই কোলাজের একটা টুকরো হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল (Victoria Memorial Hall) । এই ভবনের ভেতরে যেমন রয়েছে একটি জাতীয় সংগ্রহশালা । সংগ্রহশালার অন্দরে রয়েছে বহু দুর্মূল্য সামগ্রী । ঠিক একইভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরের বাগানগুলি নেহাতই মামুলি নয় । এই বাগানগুলিতে রয়েছে একাধিক দুষ্প্রাপ্য গাছগাছালি । তাই এই ভবন এবং উদ্যান ঘুরে দেখাতে রয়েছে বিনামূল্যে টুর গাইডের ব্যবস্থা । তবে নেচার ট্রেল বা নেচার টুর ব্যবস্থাটি সম্প্রতি চালু করেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কর্তৃপক্ষ ।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে গেলে পর্যটকরা আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধ দেখে আশ্চর্য হয়ে যান । তবে এই খবরও হয়তো অনেকেই রাখেন না যে, ভিক্টোরিয়ার উদ্যানটিতে রয়েছে একাধিক দুষ্প্রাপ্য সব ফুল-ফলের গাছ । এক কথায় প্রকৃতি প্রেমীদের পরিবেশকে চেনার একটি আদর্শ জায়গা । তাই সাধারণ মানুষকে এখানকার বনানী সম্পর্কে জানান দিতে সম্প্রতি চালু হয়েছে 'নেচার টুর (Nature-tour)' ।
আরও পড়ুন: শতবর্ষ আগে সাধারণের জন্য খুলেছিল ভিক্টোরিয়ার দরজা
গতবছরই ভিক্টোরিয়া মেমোরিয়াল 100 বছরে পদার্পণ করেছে । তাই সাধারণ মানুষের মধ্যে এই জায়গাটিকে আরও জনপ্রিয় এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করে তুলতে একাধিক পদক্ষেপ করা হয়েছে কর্তৃপক্ষের তরফে । ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কিউরেটর ডক্টর জয়ন্ত সেনগুপ্ত বলেন, "ভিক্টোরিয়া মেমোরিয়ালে এমন অনেক কিছুই আছে যা অন্যা জাদুঘরে হয়তো নেই । আমরা চাই এখানকার উদ্যান সম্বন্ধেও সাধারণ মানুষ বিশেষ করে প্রকৃতি প্রেমীরা জানুন । কারণ এখানে অনেক ধরনের গাছ পালা রয়েছে ।"
তিনি আরও বলেন যে, "ঠিক একইভাবে এই গোটা ভবনটি ঘুরিয়ে দেখাবারও ব্যবস্থা রয়েছে । করোনাকাল এবং তারপর টানা বহুদিন ভিক্টোরিয়া বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে এই পরিষেবা । তবে আগে যে প্রতিদিন নিয়ম করে গাইডেড টুর করা হত এখন গাইডের অভাবে তা আগের মত নিয়মিতভাবে করা যাচ্ছে ।"
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত গাইডদের এই কাজের জন্য নিযুক্ত করা হয় থাকে । আগে প্রতিঘণ্টায় এই পরিষেবা চালু ছিল । সকল 11টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত এই টুর বা ওয়াক চলত । তবে করোনার পর থেকে গাইডের সংখ্যা বেশ কিছুটা কমে গিয়েছে । এখন বেশ একসঙ্গে বেশকিছু পর্যটক একত্রিত হলে তবেই করা হচ্ছে এই ওয়াক বা টুর ।
আরও পড়ুন: নেতাজির নামে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামকরণ ? কী বলছে পরিবার...
তিনি আরও বলেন, এখানে যে গাছপালা রয়েছে সেগুলির রূপ উপভোগ করার আদর্শ সময় বর্ষাকাল । ওই সময় প্রকৃতি একেবারে সজীব থাকে । ভিক্টোরিয়ার উদ্যানটি বিস্তৃত 60 একর জমি জুড়ে । বিভিন্ন ধরনের গাছ গাছালি রয়েছে এখানে । বহু নাম না জানা দেশ বেশি জাতের বনানীও রয়েছে এই বাগানে । প্রতি সোমবার এক ঘণ্টার জন্য এই গার্ডেন ট্যুরের আয়োজন করা হবে । এই বাগানে ছড়িয়ে রয়েছে প্রায় 80 রকম প্রজাতির তিন হাজারের কাছাকাছি দেশি-বিদেশি গাছ । নিয়মিতভাবে চারাগাছ রোপণ করা হয় । এছাড়াও এখানে রয়েছে ছয়টি বড় জলাশয় ।