কলকাতা, 17 ফেব্রুয়ারি :গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত সরস্বতী পুজোয় দেখা গেছে চটুল গানে ছাত্র-ছাত্রীদের উদ্দাম নাচের ছবি। ঘটনায় নিন্দা জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সংস্কৃতির বিরুদ্ধে।"
গতকাল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে প্রতি বছরের মতোই আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজোর। গতকাল বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই নজরে আসে একের পর এক নিয়মভঙ্গের চিত্র। মাস্ক বাধ্যতামূলক বলা হলেও অধিকাংশ পড়ুয়ার মুখে ছিল না মাস্ক। ইতস্তত মাস্কবিহীন জমায়েত ছিলই । তার উপর সরস্বতী পুজোর মণ্ডপসজ্জায় ছিল বিতর্কিত সেই রাজনৈতিক স্লোগান লেখা কাটআউট 'খেলা হবে'। তবে, সেইসবকে ছাপিয়ে যায় চটুল গানে উদ্দাম নৃত্য। সাম্প্রতিক সময়ের একটি চটুল গান 'টুম্পা সোনা'তে কোমর দুলিয়ে ছেলে-মেয়ে নির্বিশেষে সকলের নাচ।
আরও পড়ুন : সরস্বতী পুজোয় চটুল গানে নাচ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, মণ্ডপসজ্জায় 'খেলা হবে' স্লোগান
ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে যায় । তারপরেই গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় একটি বিবৃতিতে বলেন, "কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে যে ঘটনাটি ঘটেছে তার দ্বার্থ্যহীনভাবে নিন্দা জানাচ্ছি। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে আজ কোনও অনুষ্ঠান বা উৎসবের অনুমতি দেয়নি । কোরোনা চলাকালীন এই সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কার্যত বন্ধ এবং টিচিং-লার্নিং প্রক্রিয়া এখনও চালু হয়নি । বিশ্ববিদ্যালয়ে জমায়েত করার মতো কোনও কারণ বা অনুষ্ঠান ছিল না। এই ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সংস্কৃতির বিরুদ্ধে রায়। আমরা জানতে চায় কে এই ঘটনার পিছনে দায়ী।"