কলকাতা, 10 মে : কোরোনা ইশুতে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত ৷ রাজ্যে অভ্যন্তরীণ সমস্যা তৈরি হয়েছে ৷ কোরোনায় মৃতের সংখ্যা নিয়েও তৈরি হয়েছে দ্বন্দ্ব ৷ সমস্যা তৈরি হয়েছে রেশনের চাল বণ্টনেও ৷ কিন্তু জাতীয় স্বার্থে রাজনৈতিক সংঘাতের বদলে বুদ্ধিমত্তার সঙ্গে, প্রকৃতিস্থ পথে কাজ করতে হবে ৷ এভাবে আবারও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে টুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের ।
আজ এক টুইট বার্তায় তিনি লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন গভীর উদ্বেগের কারণ তৈরি করেছে। নানা অভূতপূর্ব উপায়ে ঝামেলা করছে। এই সংকটকালীন পরিস্থিতিতে তিনি যে সমালোচনামূলক বিরোধিতা করছেন । তাতে ক্ষতি হচ্ছে । কেনই বা রাজ্যে অভ্যন্তরীণ সমস্যা তৈরি হচ্ছে । মুখ্যমন্ত্রীকে অনুরোধ, তিনি যেন ভেবে-চিন্তে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন ।"
এর আগে রেশনে দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইশুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । মমতা বন্দ্যোপাধ্যায়কে অজুহাত না দেখিয়ে কোরোনা মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করার অনুরোধ জানিয়ে টুইটও করতে দেখা যায় রাজ্যপালকে । আবার রাজ্যপালকে নিজের সাংবিধানিক ক্ষমতার কথা মনে করিয়ে পাঁচ পাতার চিঠি দিতেও দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ।
-
State of affairs @MamataOfficial governance-cause of deep concern. Disturbing in an unprecedented manner.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Confrontational stance fraught with critical fall out that needs containment in national interest.
Why create a state of internal disturbance !
Urge CM-be on sane path
">State of affairs @MamataOfficial governance-cause of deep concern. Disturbing in an unprecedented manner.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 9, 2020
Confrontational stance fraught with critical fall out that needs containment in national interest.
Why create a state of internal disturbance !
Urge CM-be on sane pathState of affairs @MamataOfficial governance-cause of deep concern. Disturbing in an unprecedented manner.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 9, 2020
Confrontational stance fraught with critical fall out that needs containment in national interest.
Why create a state of internal disturbance !
Urge CM-be on sane path
দিন কয়েক আগেই কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তথ্য জানতে চেয়ে টুইট করেন রাজ্যপাল । বলেন, "মুখ্যসচিবের কাছ থেকে কোনও সাড়া পাইনি । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গতকাল পৌরনিগমের প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইছি । সংবিধানের 167 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালকে তথ্য প্রদান করা মুখ্যমন্ত্রীর কর্তব্য।"