ETV Bharat / state

Trinamoole Nabo Jowar: গান্ধিমূর্তির পাদদেশে আন্দোলনের 1 বছর, নবজোয়ার কর্মসূচিকে কটাক্ষ চাকরিপ্রার্থীদের - তৃণমূলে নবজোয়ার

এক বছর হয়ে গেল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা ধরনায় বসেছেন ৷ কিন্তু তৃণমূল সরকারের সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই ৷ তাঁরা নিজেদের নবজোয়ার কর্মসূচি নিয়েই ব্যস্ত ৷ নবজোয়ার কর্মসূচির শেষ দিনে সরকারকে একহাত নিলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা ৷

Etv Bharat
ধরনায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা
author img

By

Published : Jun 16, 2023, 10:11 PM IST

ধরনার 1 বছর পূর্তিতে নবজোয়ারকে কটাক্ষ চাকরিপ্রার্থীদের

কলকাতা, 16 জুন: তীব্র দাবদাহের মধ্যেই রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা । মনোনয়ন জমা দেওয়ার শুরু থেকেই একের পর এক জায়গায় দেখা যাচ্ছে গণ্ডগোলের ছবি । অন্যদিকে, 50 দিন ধরে নবজোয়ার কর্মসূচি চলছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । সেই নবজোয়ার কর্মসূচি শেষ হচ্ছে শুক্রবার অর্থাৎ আজ । আর ওই একই দিনে এক বছর পূর্ণ করল মাতঙ্গিনী হাজরার পাদদেশে অবস্থানরত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা । গতবছর 16 জুন, 9 বছরের বঞ্চনাকে মাথায় নিয়ে মাতঙ্গিনী হাজরা পাদদেশে হাইকোর্টের নির্দেশ নিয়ে ধরনায় বসেছিলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা ।

তাঁদের 1 বছরের এই অবস্থানকে লক্ষ করে চাকরিপ্রার্থীরা এদিন মাতঙ্গিনী হাজরার পাদদেশে ধিক্কার দিবস পালন করেন । একজন চাকরিপ্রার্থী সোমা কয়াল প্রশ্ন তুলেছেন, "আমাদের ভাতা দিচ্ছে 500 টাকা, এই টাকায় সংসার চলে ? তাহলে মন্ত্রীদেরকেও আমরা মাসে ওই টাকা দেব । 1 বছর ধরে আমরা রাস্তায় এখনও কমিশন ঘুমাচ্ছে । এটা রাজ্য সরকার, কমিশন অপদার্থ । একদিকে আমরা রাস্তায় বসে থাকি অন্যদিকে নবজোয়ারে হেটে যাবেন বলে রাস্তা তৈরি হচ্ছে ।" এর ফল দেখা যাবে পঞ্চায়েত নির্বাচনে সেই হুঁশিয়ারিও দিয়েছে চাকরিপ্রার্থীরা ।

Trinamoole Nabo Jowar
সন্তানকে নিয়ে ধরনায় আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা


তাঁদের এই 1 বছরের কর্মসূচিতে অংশ নিয়েছেন কিছুজনের অভিভাবক এবং সন্তানরা । একজন চাকরিপ্রার্থীর বাবা সুবীর বন্দ্যোপাধ্যায় জানান, পড়াশোনা করানো হচ্ছে, খরচ করছি । কিন্তু অযোগ্যরা চাকরি পাচ্ছে । বাবা হিসাবে আর কত দেখব । মেয়েরা আন্দোলন করছে কিন্তু মার খাচ্ছে । তাই এই বৃদ্ধ বয়সে রাস্তায় এসে সন্তানদের পাশে দাঁড়াচ্ছি ।

আরও পড়ুন : আগামীতে মশাল ধরবেন অভিষেকই, পারিবারিক স্মৃতিচারণে 'রাজদণ্ড' হস্তান্তর মমতার

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের । রাস্তায় নেমে হামাগুড়ি দিয়ে তাঁরা আন্দোলন করেছিলেন । তবে এত কিছুর পরেও কোনও সদুত্তর মেলেনি কমিশনের পক্ষ থেকে । সেই ক্ষোভে ফেটে পড়েন আপার প্রাইমারির বঞ্চিত চাকরিপ্রার্থীরা ।

ধরনার 1 বছর পূর্তিতে নবজোয়ারকে কটাক্ষ চাকরিপ্রার্থীদের

কলকাতা, 16 জুন: তীব্র দাবদাহের মধ্যেই রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা । মনোনয়ন জমা দেওয়ার শুরু থেকেই একের পর এক জায়গায় দেখা যাচ্ছে গণ্ডগোলের ছবি । অন্যদিকে, 50 দিন ধরে নবজোয়ার কর্মসূচি চলছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । সেই নবজোয়ার কর্মসূচি শেষ হচ্ছে শুক্রবার অর্থাৎ আজ । আর ওই একই দিনে এক বছর পূর্ণ করল মাতঙ্গিনী হাজরার পাদদেশে অবস্থানরত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা । গতবছর 16 জুন, 9 বছরের বঞ্চনাকে মাথায় নিয়ে মাতঙ্গিনী হাজরা পাদদেশে হাইকোর্টের নির্দেশ নিয়ে ধরনায় বসেছিলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা ।

তাঁদের 1 বছরের এই অবস্থানকে লক্ষ করে চাকরিপ্রার্থীরা এদিন মাতঙ্গিনী হাজরার পাদদেশে ধিক্কার দিবস পালন করেন । একজন চাকরিপ্রার্থী সোমা কয়াল প্রশ্ন তুলেছেন, "আমাদের ভাতা দিচ্ছে 500 টাকা, এই টাকায় সংসার চলে ? তাহলে মন্ত্রীদেরকেও আমরা মাসে ওই টাকা দেব । 1 বছর ধরে আমরা রাস্তায় এখনও কমিশন ঘুমাচ্ছে । এটা রাজ্য সরকার, কমিশন অপদার্থ । একদিকে আমরা রাস্তায় বসে থাকি অন্যদিকে নবজোয়ারে হেটে যাবেন বলে রাস্তা তৈরি হচ্ছে ।" এর ফল দেখা যাবে পঞ্চায়েত নির্বাচনে সেই হুঁশিয়ারিও দিয়েছে চাকরিপ্রার্থীরা ।

Trinamoole Nabo Jowar
সন্তানকে নিয়ে ধরনায় আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা


তাঁদের এই 1 বছরের কর্মসূচিতে অংশ নিয়েছেন কিছুজনের অভিভাবক এবং সন্তানরা । একজন চাকরিপ্রার্থীর বাবা সুবীর বন্দ্যোপাধ্যায় জানান, পড়াশোনা করানো হচ্ছে, খরচ করছি । কিন্তু অযোগ্যরা চাকরি পাচ্ছে । বাবা হিসাবে আর কত দেখব । মেয়েরা আন্দোলন করছে কিন্তু মার খাচ্ছে । তাই এই বৃদ্ধ বয়সে রাস্তায় এসে সন্তানদের পাশে দাঁড়াচ্ছি ।

আরও পড়ুন : আগামীতে মশাল ধরবেন অভিষেকই, পারিবারিক স্মৃতিচারণে 'রাজদণ্ড' হস্তান্তর মমতার

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের । রাস্তায় নেমে হামাগুড়ি দিয়ে তাঁরা আন্দোলন করেছিলেন । তবে এত কিছুর পরেও কোনও সদুত্তর মেলেনি কমিশনের পক্ষ থেকে । সেই ক্ষোভে ফেটে পড়েন আপার প্রাইমারির বঞ্চিত চাকরিপ্রার্থীরা ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.