কলকাতা, 28 অক্টোবর: বর্তমানে স্থিতিশীল রয়েছে রেশনবন্টন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার রাতে মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানিয়েছে হাসপাতালের তরফে ৷ শুক্রবার সন্ধ্যায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালেই ভরতি করা হয় ৷
এদিন প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে জ্যোতিপ্রিয়র বর্তমান অবস্থা স্থিতিশীল হলেও তাঁর শরীরে একাধিক সমস্যা ধরা পড়েছে ৷ হাইপারগ্রাইসেমিয়া (রক্তে অতিরিক্ত শর্করা), রেনাল ইমপেয়ারমেন্ট (কিডনিজনিত সমস্যা), প্রি-সিঙ্কোপ, ডাইসিলেক্ট্রোলাইয়েমিয়া এর মতো একাধিক শারীরিক জটিলতা রয়েছে তাঁর ৷ এছাড়াও হাইপার টেনশনও রয়েছে ৷ বুলেটিনে বলা হয়েছে জ্যোতিপ্রিয়র একাধিক কার্ডিওলজি ও নিউরোলজি পরীক্ষা করা হয়েছে ৷ ডায়াবেটিস ও সার্ভিক্যাল স্পাইন ইভাল্যুয়েশন পরীক্ষাও করানো হবে তাঁর ৷ বর্তমানে তাঁকে হালকা ডায়েবেটিক ডায়েট দেওয়া হচ্ছে ৷
শনিবার দিনভর তাঁকে হোল্টার মনিটরে রাখা হয় ৷ রবিবার দুপুর পর্যন্ত তাঁর হোল্টার মনিটরিং চলবে বলে খবর । কেন শুক্রবার আদালতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তাই খতিয়ে দেখছেন চিকিৎসকেরা । জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে চার সদস্যের মেডিক্যাল বোর্ড । সেই বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, কার্ডিয়লজিস্ট আফতাব খান, নিউরোলজিস্ট সদানন্দ দে ও একজন নেফ্রলজিস্ট চিকিৎসক। সেই মেডিক্যাল শনিবার বৈঠকে বসে। তারপর হাসপাতালে তরফ থেকে মেডিক্যাল বুলেটিনটি প্রকাশ করা হয়।
আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র অফিসে যেতেন বাকিবুর, দাবি মন্ত্রীর আপ্তসহায়কের
অনুমান করা হচ্ছে, সব ঠিক থাকলে সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি ৷ অন্যদিকে, একটি মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে এনে এদিন টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে নামে লেখা রয়েছে, 'রেশন ডাকাত'। এদিকে হাসপাতাল আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে মন্ত্রীর জন্য। ইডি অফিসারও মাঝেমধ্যে হাসপাতালে এসে মন্ত্রীর শারীরিক অবস্থা খোঁজ নিচ্ছেন । তবে এইসবের জন্য বিপাকে পড়তে হচ্ছে এই বেসরকারি হাসপাতালে ভরতি থাকা অন্যান্য রোগীর পরিবারের সদস্যদের । আইসিসিইউ-তে নির্দিষ্ট সময়ের মধ্যে এসেও রোগীর সঙ্গে দেখা না হওয়ায় ক্ষুব্ধ রোগীর আত্মীয়স্বজন । নাম প্রকাশ্যের অনিচ্ছুক এক রোগীর পরিবার বলে, "আমাদের রোগী ভরতি আছে আইসিইউ-তে। এতদিন কিছু বলেনি। আজ থেকে বলছে এক একজন করে আসুন রোগী দেখতে । একঘণ্টা মাত্র সময়ে তা কীভাবে সম্ভব!"
আরও পড়ুন: বাকিবুর রহমানের উত্থান সিপিএম আমলেই ! দাবি জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের